আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

তিস্তার পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ | ৯৪৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে তিস্তা নদীর পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে চরাঞ্চল ও নদীর তীরবর্তী মানুষ আবারও বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ৩টায় ডালিয়া পয়েন্টে পানি ৫২ দশমিক ৭০ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। সকাল ৬টায় পানির প্রবাহ ছিল ৫২ দশমিক ৩০ সেন্টিমিটারে।

৯ ঘণ্টায় পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। সেপ্টেম্বরের শুরুতে পানি বৃদ্ধি পাওয়ায় আমন চাষিরা চিন্তিত হয়ে পড়েছেন। কদিন আগে বন্যায় নদী তীরবর্তী অনেকের আমনের বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল। অনেকে ধার-দেনা করে আমনের আবাদ করলেও পানি বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কিত। এছাড়া পানি বাড়ায় চরের অনেক পরিবার পানি বন্দি পয়ে পড়ার শঙ্কায় রয়েছেন।

লহ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, তিস্তার পানি আবারও বাড়ায় মানুষের দুর্ভোগ বাড়বে। তিনি বলেন, কদিন আগের বন্যায় তার ইউনিয়নে হাজারের ওপর পরিবার পানি বন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হবে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, পূর্বাভাস অনুযায়ী তিস্তার পানি বেড়েছে।


আরও খবর
রানা প্লাজা ধসের ১০ বছর

শুক্রবার ২৪ মার্চ ২০২৩