আজঃ শনিবার ১৮ মে ২০২৪
শিরোনাম

মন্দার শঙ্কা, প্রস্তুতি কতটুকু

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আবারও একটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। করোনা মহামারির ধাক্কা সামলে ওঠার আগেই দীর্ঘায়িত হতে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাবেই এই মন্দার আশঙ্কা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্বব্যাংক ও আইএমএফ সম্ভাব্য এই মন্দার পূর্বাভাস দিয়েছে। ২০২৩ সালের শুরু থেকে মাঝামাঝি সময়ে মন্দা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা।

এ নিয়ে মহাদুশ্চিন্তায় রয়েছেন বিশ্বনেতারা। বিভিন্ন দেশ নিচ্ছে আগাম প্রস্তুতি। বাংলাদেশও বসে নেই। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাব্য মন্দার প্রভাবে আগামী বছর দেশের অর্থনীতিতে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বলেছেন প্রস্তুতির কথাও। পরিস্থিতি মোকাবিলায় দেশের মানুষকে তিনি প্রতি ইঞ্চি জমিতে শস্য আবাদের পরামর্শ দিয়েছেন। যাতে করে উৎপাদন বাড়িয়ে মানুষ সঞ্চয় করতে পারে। খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি না হয়। অপচয় বন্ধ করতে সরকারি সংস্থাগুলো নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি মন্দার পরিপ্রেক্ষিতে আগামী অর্থবছরের বাজেট কেমন হবে, তা নিয়ে এখনই চিন্তাভাবনা করার কথা জানিয়েছেন।

সরকার কতটা প্রস্তুত এ বিষয়ে খোঁজ নিলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মন্দা দেখা দিলে বাংলাদেশও তার বাইরে থাকবে না। তবে বাংলাদেশ কতটা চাপে পড়বে, তা নির্ভর করছে মন্দার ব্যাপকতার ওপর। সঠিক পদক্ষেপ নিলে সংকট এড়ানো সম্ভব। তবে আগামী কিছুদিন যে বিশ্ব অর্থনীতি ভালো যাবে না, তা বিভিন্ন সংস্থার পূর্বাভাস থেকে নিশ্চিত। এজন্য সরকার বেশকিছু উদ্যোগ নিয়েছে। কিছু ক্ষেত্রে পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অভ্যন্তরীণ উৎপাদন ঠিক রাখা। বিশেষ করে কৃষি উৎপাদন, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। সেবা ও ভোগ চাহিদা ধরে রাখা। কর্মসংস্থান ও সঞ্চয়ের ধারাবাহিকতা বজায় রাখাও সরকারের লক্ষ্য। মন্দার আশঙ্কা যেহেতু আগামী বছর, তাই আগামী অর্থবছরের বাজেটে এ বিষয়ে কৌশলগত উদ্যোগ ও বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

বেসরকারি আর্থিক গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, বিশ্বমন্দার প্রভাবে জ্বালানি তেলসহ সব ধরনের আমদানি পণ্যের দামে অস্থিরতা আরও বাড়বে। ডলারে সংকট আরও প্রকট হবে। এটি ধাক্কা দেবে রিজার্ভের ওপর। কমবে রেমিট্যান্স, বিনিয়োগ ও কর্মসংস্থান। বাড়বে মূল্যস্ফীতি। এসব মোকাবিলা করে অর্থনীতিকে সচল রাখাই হবে সরকারের কার্যকর প্রস্তুতি। তবে এই প্রস্তুতির জন্য দরকার সরকারের ব্যয় বাড়ানো। কিন্তু রাজস্ব আয় কমছে। সম্ভাব্য মন্দায় এটা আরও কমবে। আবার যেহেতু বিশ্বমন্দা। দাতাদের কাছে প্রায় সব দেশই ঋণ চাইবে। সেক্ষেত্রে বাংলাদেশ ওই অস্থির পরিস্থিতিতে কতটা ব্যয় বাড়াতে পারবে, সেটি নিয়ে সংশয় তো থাকছেই।  তিনি বলেন, বাংলাদেশ ২০০৭-০৮ সালেও সফলভাবে বিশ্বমন্দা মোকাবিলা করেছে। করোনা মোকাবিলায় সফল হয়েছে। সম্ভাব্য মন্দাও সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হবে। তবে সরকার যদি সতর্কভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে অর্থনীতি আবারও পিছিয়ে যাবে।

এদিকে বর্তমানে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তার হালনাগাদ পরিস্থিতি জানতে আগামী নভেম্বরে বসছে অর্থমন্ত্রীর নেতৃত্বে আর্থিক বিষয়ে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠক। ওই বৈঠকেই চলতি ২০২২-২৩ অর্থবছরের ব্যয়সংকোচনের বাজেট মূল্যায়নের পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেরও রূপরেখা নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, মন্দা দেখা দিলে সরকার তার প্রভাব মোকাবিলায় একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ নেওয়ার পরিকল্পনা করছে। দেশের অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় সরকার ২৮টি প্যাকেজ নিয়েছে। আগামীতে প্রয়োজন হলে একই ধরনের প্যাকেজ ঘোষণা করতে পারে সরকার। বৈদেশিক মুদ্রার মজুত সুরক্ষিত রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে সরকার রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার হার বাড়াতে পারে। বর্তমানে রেমিট্যান্সে ২ দশমিক ৫০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে।

এর আগে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিভিন্ন উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ। চলতি বছরের বাজেটে এই নতুন চ্যালেঞ্জ ও করোনার প্রভাব মোকাবিলার উদ্যোগ অব্যাহত আছে। এখন আসন্ন মন্দার শঙ্কায় আগামী বাজেটেও অনুৎপাদনশীল প্রায় সব খাতে অপ্রত্যাশিত ব্যয় কমিয়ে তা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিচ্ছে সরকার।

বিশ্বমন্দায় দেশে দেশে যা ঘটতে পারে : বৈশ্বিক মন্দা দেখা দিলে জ্বালানির বর্তমান সংকট আরও তীব্র হতে পারে। বাড়তে পারে দামও। খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বাড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকি। উচ্চ মূল্যস্ফীতির কারণে কমবে চাহিদা। এতে করে কমে যাবে রপ্তানি আয়ের ধারাবাহিকতা। বৈশ্বিক মন্দার প্রভাব পড়বে বিশ্বের বিভিন্ন খাতের শিল্প ও ব্যবসা-বাণিজ্যে। ফলে কমতে পারে রেমিট্যান্স। বৈশ্বিকভাবে মুদ্রার বিনিময় হারে অস্থিরতা আরও বাড়তে পারে। এতে বাংলাদেশ ব্যাংকের বর্তমান সঞ্চিত রিজার্ভ আরও কমার আশঙ্কা রয়েছে। বিশ্বের অনেক দেশ বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হতে পারে। উদ্বেগের বিষয় হলো, এ ধরনের পরিস্থিতিতে বিনিয়োগ মারাত্মকভাবে কমে যায়। শিল্পোৎপাদন হ্রাস পায় এবং ব্যাংকে ব্যাংকে নতুন খেলাপি উদ্যোক্তার সৃষ্টি হয়। এসবের প্রভাবে কর্মসংস্থান সংকুচিত হয়ে আসে এবং বেকারত্ব বৃদ্ধি পায়। সার্বিকভাবে মোট দেশজ উৎপাদনও (জিডিপি) কমে যেতে পারে দেশে দেশে।

প্রভাব মোকাবিলায় সরকারের পরিকল্পনা : মন্দার কারণে বাড়বে আমদানি পণ্যের দাম। আমদানি খরচ কমাতে সরকার সব খাতেই অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। বিশেষ করে কৃষি ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনে বাড়তি ভর্তুকি ও প্রণোদনা দেওয়া হবে। চলতি অর্থবছরের বাজেটে ভর্তুকি প্রণোদনা বাবদ মোট বরাদ্দের ১৭ দশমিক ২ শতাংশ ব্যয় করার পরিকল্পনা রয়েছে। আগামী বাজেটে এ বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সেজন্য উন্নয়ন ব্যয় ছোট করা হতে পারে।  চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাজেটের ৫ দশমিক ৮ শতাংশ অর্থ বরাদ্দ রয়েছে। আগামী বাজেটে তা সাড়ে ৬ শতাংশে উন্নীত হতে পারে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় জ্বালানি তেলের পরিবর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া হবে। এক্ষেত্রে সৌর বিদ্যুতেও উৎসাহ দেওয়া হবে। এ ছাড়া টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে যে পণ্য সরবরাহ করা হচ্ছে, আগামীতে তার সুবিধাভোগী বাড়ানো হতে পারে।

নিউজ ট্যাগ: অর্থনৈতিক মন্দা

আরও খবর



ধর্ষণের অভিযোগের মামলায় খন্দকার মুশতাকের স্থায়ী জামিন

প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় খন্দকার মুশতাক আহমেদের স্থায়ী জামিন দিয়েছেন আদালত। এছাড়া মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুন দিন ধার্য করেন আদালত।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালতে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুন ধার্য করেন। অন্যদিকে খন্দকার মুশতাক আহমেদ ও ফাওজিয়া রাশেদী স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বাদী হলেন ওই শিক্ষার্থীর বাবা মো. সাইফুল ইসলাম। খন্দকার মুশতাক প্রতিষ্ঠানটির গভর্নিং বডির দাতা সদস্য ও ফাওজিয়া রাশেদী কলেজটির অধ্যক্ষ।

আসামি পক্ষের আইনজীবী ফারুকুর রহমান ভুইয়া সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৪ মার্চ মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শওকত আলীর আদালত। একই সঙ্গে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

গত বছরে ১ আগস্ট আদালতে মামলাটি দায়ের করেন ওই ছাত্রীর বাবা। আদালত বাদীর জবানবন্দি নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলার আদেশ দেন।


আরও খবর



এডিপির সঙ্গে ৭১ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি

প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০24 | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০24 | অনলাইন সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তি

Image

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে।

Loan 4440- BAN: Climate-Resilient Integrated Southwest Project for Water Resources Management'  শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ চুক্তি সই হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

শনিবার (২০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। ঋণচুক্তি ও প্রকল্পচুক্তিটি ঢাকায় স্বাক্ষরিত হয় বলে জানা গেছে।

এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং উভয় চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ সরকার ও এডিবির আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঋণটি এডিবির Ordinary Operations (Concessional) বা নমনীয় শর্তে পাওয়া গিয়েছে যার সুদের হার ২ শতাংশ এবং ৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। এছাড়া অন্য কোনো চার্জ নেই।

অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কর্তৃক বাস্তবায়িত হবে। আলোচ্যে প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকার জলাবদ্ধতা নিরসন করে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, আনুষঙ্গিক উন্নয়নের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আনয়ন, সমন্বিত পানি সম্পদ ও অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন এবং উন্নত অবকাঠামো নির্মাণ ও সমন্বিত সহায়তার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব হবে।

এছাড়া প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধাদির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বজায় রাখার নিমিত্ত পানি ব্যবস্থাপনা সংঘ গঠন করা হবে। প্রকল্পটির বাস্তবায়নকাল জানুয়ারি ২০২৪ হতে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালে সদস্যলাভের পর থেকে এডিবি থেকে এর অর্থনীতির অগ্রাধিকারভুক্ত বিভিন্ন খাতসমূহে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা পেয়ে আসছে। এডিবি এ যাবত বাংলাদেশ সরকারকে ৩১ হাজার ৫৪৭.৪৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৫৭১.২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ ও সুশাসনকে প্রাধান্য দেয়।

নিউজ ট্যাগ: এডিবি বাপাউবো

আরও খবর



বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
রবিউল বাশার খান, কুমিল্লা

Image

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আহত বিল্লাল হোসেন চোরাই মাল নামানোর কাজের শ্রমিক। ভারত থেকে অবৈধপথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠা-নামার শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে অবৈধপথে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা গুলি চালায়। তাদের ছোড়া ছররা গুলিতে আহত হন বিল্লাল। তার শরীরে ৩০টির মতো ছররা গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বিজিবির সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে কোনো তথ্য বা বক্তব্য দিতে পারব না।

কুমিল্লা বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশ কয়েকবার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ না করায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আরও খবর



বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি নিযুক্ত হলেন ড. শৌকত আকবর

প্রকাশিত:সোমবার ১৩ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
Image

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এবং এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. শৌকত আকবর গত শনিবার বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভায় সোসাইটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। ড. আকবরকে পদার্থবিদ্যার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির ফেলো হিসাবেও ভূষিত করা হয়েছে। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. শৌকত আকবর ১৯৬৬ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের হোক্কাইডো ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ড. আকবর ১৯৯৩ সালের জানুয়ারিতে কমিশনে একজন বিজ্ঞানী হিসাবে তার কর্মজীবন শুরু করেন।


আরও খবর



সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

সিরিয়ায় দুটি বড় মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ঘাঁটি দুটির নাম- আল ওমার তেলখনি ও খারাব আল জির। এগুলো সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। স্থানীয় সময় রবিবার রাতে এসব হামলার ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আল ওমার তেলখনির ওই মার্কিন ঘাঁটিতে চারটি মিসাইল হামলা চালানো হয়। আর খারাব আল জির ঘাঁটিতে তিন মিসাইল ও একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

তাৎক্ষণিকভাবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইরাকি নিরাপত্তা বাহিনীর দুটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের নিনভেহ প্রদেশের উত্তরাঞ্চলীয় জুম্মার শহর থেকে এই হামলা চালানো হয়েছে।

এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এতে তিন মার্কিন সৈন্য নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন।


আরও খবর