আজঃ বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেয়ার আবেদন স্থগিত

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
প্রবাসে বাংলা

Image

বাংলাদেশসহ ১৫টি সোর্স কান্ট্রি থেকে নতুন করে বিদেশি কর্মী নেয়ার লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় বিদেশি কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। শনিবার (১৮ মার্চ) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ ঘোষণা দেন। সাথে সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদেশি কর্মীদের অনুমোদনও স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার।

বিবৃতিতে তিনি বলেন, ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট রিল্যাক্সেশন প্ল্যানে (পিকেপিপিএ) বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন আজ থেকে অর্থাৎ ১৮ মার্চ থেকে পরবর্তী তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) পর্যন্ত বিভিন্ন সেক্টরের বিদেশি কর্মীদের জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬টি কর্মসংস্থান কোটা অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট রিল্যাক্সেশন প্ল্যানের (পিকেপিপিএ) মাধ্যমে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবা খাতে কোটা অনুমোদনের সংখ্যা বিবেচনায় নেয়া হয়। এখন পর্যন্ত বিদেশি শ্রমিকের জন্য যে সংখ্যক কোটা অনুমোদন দেয়া হয়েছে, এর ফলে গুরুত্বপূর্ণ খাতসহ শিল্পকারখানায় এই কর্মীদের দিয়ে শ্রম চাহিদা মেটানো সক্ষম বলে মনে করেন ভি শিবকুমার। 

মালয়েশিয়া সরকারের তথ্যমতে এখনও পর্যন্ত নির্মাণ খাতে ৩৪২,৫৬৮, সার্ভিস সেক্টর (রেস্টুরেন্ট) ১৪৩,৫৬৮, ম্যানুফ্যাকচারিং সেক্টর ৩৮৭১২২, প্লান্টেশন খাতে ৭৬৩২৫, এগ্রিকালচার খাতে ৪৫,৮৯৯টি কোটার অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া এসব কর্মীর বড় অংশ এখনও মালয়েশিয়ার প্রবেশ করেনি।

এছাড়া আগে যেসব নিয়োগকর্তাকে তাদের নিজ নিজ কোটার জন্য অনুমোদন দেয়া হয়েছে, তাদের নির্ধারিত সময়ের মধ্যে কর্মীদের মালয়েশিয়ায় আনার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী। যদিও দেশটিতে এখনও মোট অনুমোদিত কোটার তুলনায় প্রবেশকারীর সংখ্যা কম বলে অনেকে মনে করছেন।



আরও খবর



শুক্রবারও চলবে মেট্রোরেল

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে কোন সময়ে চলাচল করবে তা এখনো ঠিক হয়নি। সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রোরেল চলা নিয়ে যাত্রীদের আগ্রহ ছিল শুরু থেকেই। সেই অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। শিগগিরই শুক্রবারেও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে দুপুর তিনটার পর থেকে ট্রেন চলাচল করবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারেও মেট্রোরেল চালু করতে কাজ চলছে। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।


আরও খবর



তালতলী ইউএনও'র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
উপজেলা প্রতিনিধি

Image

বরগুনা তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা'র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলা শহরের সদর রোডে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্র-শিক্ষক, রাখানইরাসহ সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অংশগ্রহন করেন সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিফাত আনোয়ার তুমপা এই উপজেলায় যোগদানের পর থেকে আসার পর সর্বস্তরের জনগণের সম্মানে মানুষের সেবায় কাজ করেছেন। দিন-রাত নিজেকে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রেখে কাজ করেছেন। তিনি ভূমিহীন, অসহায়, হতদরিদ্রদের পাশে সরকারি অর্থ ও নিজস্ব অর্থ দিয়ে সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করেছেন মানুষদের। তাই হঠাৎ করেই তার বদলির আদেশ শুনেই ফুসে উঠেছে উপজেলার সর্বস্তরের মানুষ।

বক্তারা আরও বলেন, অসাধারণ গুণের অধিকারী ইউএনও সিফাত আনোয়ার তুমপাকে এ উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তাঁরা। যদি ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেয় বক্তারা।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, ইউপি চেয়ারম্যান ফরাজী ইউনুচ, ইউপি চেয়ারম্যান ফারুক খান, জামায়েত নেতা জালাল পিয়াদা, ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, রাখাইন নেতা মংচিন থান, শিক্ষক জসিম উদ্দিন মিঠুসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য যে, গত ৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুরে বিভাগে বদলির আদেশ দেওয়া হয়।

তালতলী (বরগুনা) প্রতিনিধি

নিউজ ট্যাগ: তালতলী

আরও খবর



ইরানে নারীদের হিজাব পরার বিষয়ে আর ‘বিরক্ত’ করবে না পুলিশ

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

বাধ্যতামূলক হিজাব বা হেড স্কার্ফ পরার বিষয়ে ইরানে নারীদের আর বিরক্ত করবে না নৈতিকতা পুলিশ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একথা জানিয়েছেন।

কঠোর পোশাক নীতি ভঙ্গ করার জন্য নারীদের এখনও সহিংস শাস্তি দেওয়া হচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করার কয়েকদিন পর তিনি এই ঘোষণা দিলেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এই মন্তব্য সামনে এসেছে।

সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ইরানি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনা দেশব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছিল।

জাতিসংঘ গত সপ্তাহে বলেছে, ইরানের সরকার সেই সময় থেকেই নারীদের অধিকারকে দমন করতে এবং প্রতিবাদ-বিক্ষোভের শেষ নিদর্শনকে গুঁড়িয়ে দেওয়ার জন্য তীব্র প্রচেষ্টা চালিয়েছে।

কিন্তু সোমবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরানের নৈতিকতা পুলিশের আর রাস্তায় নারীদের মুখোমুখি হওয়া উচিত নয়।

সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। তাকে একজন সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসাবে দেখা হয়।

বিবিসি বলছে, ইরানের একজন নারী প্রতিবেদকের প্রশ্নের উত্তর দেওয়ান সময় পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি (নারী প্রতিবেদক) বলেন, পুলিশ ভ্যান এড়িয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য তিনি বেশ কয়েকটি পথ ঘুরেছেন। তিনি তার মাথার স্কার্ফ পরা ছিলেন এবং তার কিছু চুলও দেখা যাচ্ছিল।

পেজেশকিয়ান যখন জিজ্ঞাসা করেন, পুলিশ এখনও রাস্তায় আছে কিনা। তখন ওই নারী প্রতিবেদক নিশ্চিত করেন তারা এখনও রাস্তায় রয়েছে। জবাবে তিনি বলেন, নৈতিকতা পুলিশের (নারীদের) মুখোমুখি হওয়ার কথা ছিল না। আমি বিষয়টি দেখব, যাতে তারা (নারীদের) বিরক্ত না করে

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই মন্তব্যগুলো ইরানের প্রধান রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্কগুলোতেও সরাসরি সম্প্রচার করা হয়েছে। পরে নারী সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের ক্লিপটি অনলাইনে ভাইরাল হয়ে যায়।

অতিরক্ষণশীল ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হয়ে জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল পেজেশকিয়ানের প্রথম সংবাদ সম্মেলন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বাধ্যতামূলক হিজাব পরার বিষয়ে পুলিশ টহলের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি দেশের দীর্ঘস্থায়ী ইন্টারনেট নিয়ন্ত্রণের কিছু বিষয়ে বিধিনিষেধও শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত ২০২২ সালে নারীদের নেতৃত্বে দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের পর ইরান সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি বাড়িয়েছিল।


আরও খবর
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




বাধ্যতামূলক অবসরে সেনাবাহিনীর ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বাংলাদেশ সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

অবসরে যাওয়া তিন কর্মকর্তা হলেন- লে. জেনারেল মো. সাইফুল আলম, লে. জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর তিনজন অফিসারকে আর্মি অ্যাক্ট সেকশন-১৮, আর্মি অ্যাক্ট (রুলস) ১২(১), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮(সি), ২৫৩ (সি) (২), ২৬১, সংশোধিত আর্মি রেগুলেশন্স (রুলস) ২৬২(৪) ও ২৬৯(এ), আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স) ১৬৮ (বি) এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন-১৯৮১ এর বিধি-৯(কে) অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অকালীন (বাধ্যতামূলক) অবসর প্রদান করা হলো।

আদেশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ওই অফিসারদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়াও আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। তিনি এসএসএফ এর সাবেক মহাপরিচালক।

লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানের আগে সেনা সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার সময় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করে তিনি আলোচনায় আসেন। পরে তিনি এসএসএফের মহাপরিচালক হন। গণভবনে থাকা অবস্থায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশ-বিদেশ সফর করেন।

দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন।

আরও খবর



খুন জবরদখলের একাধিক মামলা সত্ত্বেও থেমে নেই যুবলীগ কর্মী

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি

Image

দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলেও থেমে নেই খুন, জমি দখল ও জালিয়তির মাধ্যমে জমি বিক্রি সহ একাধিক মামলার আসামি, এক যুবলীগ কর্মী।। আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকার চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন আশুলিয়া থানা যুবলীগের একজন সক্রিয় কর্মী। বিগত ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সাভার-আশুলিয়ায়, উপর লেভেলের নেতা ছিল তার আত্মীয়-স্বজন। অভিযোগ উঠেছে সেই দাপটেই চালাতেন জমি দখল সহ নানান অপকর্ম।

সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি বাড়ি দখল ও জীবননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এই যুবলীগ কর্মীর বিরুদ্ধে।

এর আগে জমি দখলের পূর্ব শত্রুতার জেরে ২০১১ সালের ১৪ ই এপ্রিল রাত ৯টায় আশুলিয়ার মধ্যগাজীরচট এর মৃত আব্দুল জব্বারের ছেলে, নূর মোহাম্মদ (৫০) ও তার সুপারভাইজার ইকবাল হোসেন (২৭) কে, বাড়িতে ঢুকে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ ও গুলি করার ঘটনায় মামলা হয় আনোয়ার হোসেনের নামে। বোমার আঘাতে নূর মোহাম্মদের দুই উরুসহ অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয় এবং সুপারভাইজার ইকবালের বাম পা গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের পিতা চান মিয়াকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। অস্ত্রসহ পালিয়ে যায় আনোয়ার হোসেন ও তার সহযোগীরা।

১৫ এপ্রিল ২০১১ ইং আহতের ছোট ভাই জসিম উদ্দিন আশুলিয়া থানায় চান মিয়া ও তার পুত্র আনোয়ার হোসেন সহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/১০৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ ধারায় একটি মামলা নং ৩৮(৪)১১করেন। যেখানে এসব কথা উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে আহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, আমাদের ৮১ শতাংশ জায়গার মধ্যে ২৮ শতাংশ জায়গা জালিয়াতির মাধ্যমে বিক্রি করে আনোয়ার ও তার বাবা। পরে পুরো জমি দখল করতে চেয়েছিল তারা। এতে বাধা দিলে আমাদের উপর হামলা করে। এসময় ঘটনাস্থল থেকে আনোয়ারের বাবা চান মিয়াকে পুলিশ আটক করে। এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও দেয়া হয়, এমতাবস্থায় আমাদের উকিলকে আমাদের অজান্তে ম্যানেজ করে আনোয়ার। উকিল পরবর্তীতে কোন এক অজানা কারণে দুই দুইবার মামলার তারিখে কোর্টে অনুপস্থিত থাকেন। আমরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেই। এমতাবস্থায় ওর বাবা চান মিয়া মারা যায়, এবং আমাদের কাছে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে দখলকৃত জায়গা ছেড়ে দেয় । তাই আর আপিল করিনি। তার আত্মীয় স্বজন যুবলীগের বড় নেতা হওয়ায় দাপটের সাথে চলাফেরা করতো।

তিনি আরো বলেন, এছাড়াও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আশরাফ হোসেন চৌধুরীর বায়নাকৃত ১০৭ শতাংশ জমি দখল করতে গেছিলো। সে ঘটনায় ১১ অক্টোবর ২০০৬ ইং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রতিবেদনে বাব ছেলের নাম উল্লেখ করে প্রতিবেদনে বলে, তাদের চক্রটি দীর্ঘদিন যাবৎ ভুয়া জাল কাগজ এর মাধ্যমে জোরপূর্বক দখল ও ভূমিদস্যুতার সাথে লিপ্ত এবং তাদের কার্যকলাপের ঘটনা থানায় অভিযোগপত্রসহ পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। চক্রের বিরুদ্ধে কার্যকারী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে লেঃ কর্নেল ইকবাল এনামুল করিম স্বাক্ষরিত একটি গোয়েন্দা প্রতিবেদন (স্মারক নং -১৩০/৬০/২৯-এ/প্যাঃমিঃ) দাখিল করেছিল, তৎকালীন র‍্যাব হেডকোয়ার্টার অতিরিক্ত মহাপরিচালক বরাবর। আর আমরা যদি দুর্বল হতাম প্রতিবাদ না করতাম তা হলে আমাদের জমি আর ফেরত পেতাম না।

২০২০ সালে যুবলীগের পরিচয়ে আশুলিয়া থানার বাইপেল এলাকায় একটি মার্কেট দখল করতে গিয়ে ৫ লক্ষ টাকার চাঁদা দাবি। এবং মালিকপক্ষের মাকসুদা নামের এক নারীকে ৫ ফেব্রুয়ারি ২০২০ সালে সকালে কুপিয়ে এবং পিটিয়ে হাত-পা ভেঙে মারাত্মক জখম করে। এঘটনায় আশুলিয়া থানায় ৬ ফেব্রুয়ারি ৩৩ নং মামলার ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩৮৫/৫০৬ ধারায় ৪ নং আসামী ছিলেন চান মিয়ার ছেলে যুবলীগ কর্মী আনোয়ার হোসেন।

ভুক্তভোগী নারীর ভাই ও মামলার বাদী ফারুক হোসেন বলেন, আনোয়ার আসলে একজন কিলার, কন্টাক্ট কিলার। আপনারা খবর নিয়ে দেখেন সবাই বলবে সে কি রকম খারাপ লোক। আমার বোনের মার্কেট থেকে তারা দখল করে ভাড়া নিতো। আমরা দোকানদারদের ভাড়া দিতে নিষেধ করেছি, বলেছি যাদের কাগজ সঠিক প্রমান হবে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য। যেহেতু বিষটি বিচারাধীন। এতে ক্ষিপ্ত হয়ে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আমার বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও মেরে হাত পা ভেঙে দেয়। আমার কথা হচ্ছে কাগজে যে পাবে, যে অরিজিনাল মালিক, তাকে বুঝিয়ে দেয়া হোক জমি। আমি যদি মালিক না হোই আমি নিবো না। তাও মারামারির মধ্যে আমি নাই। আমার বোনটাকে মেরে শুধু শুধু জীবনটা শেষ করে দিছে।

২০১০ সালে চান মিয়া ও তার ছেলে আনোয়ার হোসেনে, মৃত জুলফিকার আলী ভুঁইয়ার ছেলে ধানমন্ডির বাসিন্দা মোহাম্মদ শামসুল আলম ভূঁইয়া এবং স্ত্রী মিসেস ফয়জুন নাহারের, ১৯৯৮ সালে ৪৮৩২/৪৮২৪ নং দলিলমুলে ক্রয়কৃত বাইপাইল মৌজার ৫০ শতাংশ জমি, এই দম্পতির অনুপস্থিতির সুযোগে দখল করে। বাপ ছেলের জবরদখলের বিরুদ্ধে আদালতে ৪২৫/২০১০ ধারায় মামলা করেন এই দম্পতি। আদালত চান মিয়া ও আনোয়ার হোসেন গংদের এই সম্পত্তিতে অনুপ্রবেশ ও বাদী পক্ষের ভোগ দখলে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি না করার আদেশ জারি করে। আদালতের আদেশ অমান্য করে চান মিয়া সহ তার পুত্র আবুল হোসেন ও আনোয়ার হোসেন গং শুরু করে সন্ত্রাসী কার্যক্রম। হত্যার হুমকি সহ ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এই দম্পতির কাছে।

এ ঘটনা উল্লেখ করে ৩০ শে জুলাই ২০১০ আশুলিয়া থানায় জিডি নং ২০০৫ দায়ের করে ঐ দম্পতি। তাতেও কাজ না হওয়ায় ৬ অক্টোবর ২০১০ সালের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর দপ্তরে ডাইরি নং ৩৪২৭ চাঁদাবাজ সন্ত্রাসীদের হাত থেকে জীবন ও সম্পত্তির রক্ষার আবেদন করেন ফয়জুন নাহার দম্পতি। সে সময় ১০ অক্টোবর ২০১০ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের স্বাক্ষরে ঐ আবেদন পত্রে লেখা হয়, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে।

২০১৭ সালে ঢাকার বাসিন্দা মৃত হাজী আব্দুর রশিদ খানের দুই ছেলে আব্দুর রফিক খান এবং আশিকুর রহমান খানের আশুলিয়া থানার বাইপেল মৌজার ৮৭৬৮ নং খতিয়ান এর ১৯৮ ও ৯৭৩ দাগের ১১ শতাংশ একটি বাড়ি সহ জমি। তাদের অনুপস্থিতির সুযোগে, নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে দখল করার অভিযোগ এনে ৩০ এপ্রিল ২০১৭ তারিখে ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় মামলা নং ৮১/১৭ করেন দুই ভাই।

বাদি আশিকুর রহমান বলেন, আনোয়ার হোসেনের জবরদখলের বিরুদ্ধে নিরুপায় হয়ে আদালতে মামলা করি। মামলার তদন্ত করে আশুলিয়া থানা পুলিশ। তদন্তে চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন জোরপূর্বক ভাবে নির্মাণ কাজ করার ও জবর দখল করার পাঁয়তারা করিতেছে এবং আনোয়ার জোরপূর্বক ভাবে নির্মাণ কাজ করলে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে মর্মে, তৎকালীন আশুলিয়া থানার এসআই ফরাদ একটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। এই মামলায় আমাদের পক্ষে আদালত রায় দেয়। রায় পেয়ে আমরা জায়গাটি দক্ষিণ গাজীরচটের মৃত আব্দুল মালেকের ছেলে আশরাফুল আলমের কাছে বায়না সূত্রে বিক্রি করি।

পূর্বের মতো আদালতের রায় অমান্য করে, চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন বায়নাকৃত জমির সাইনবোর্ড ভেঙে ফেলে এবং আশরাফুল আলমকে ভয়-ভীতি ও প্রান নাশের হুমকি দেয়। আইনগতভাবে আমি সকল দিক থেকে জমির মালিকানা বুঝে পেয়েছি । কিন্তু আমি এলাকায় স্থায়ী বাসিন্দা না হওয়ায় পেশি শক্তিতে পেরে উঠছি না ।

আমি যেহেতু জায়গা বায়না করে বিক্রি করেছি, যে কিনেছে বাকি আইনগত ব্যবস্থা সে নিবে। সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনায় গত ২৮ আগস্ট ২০২৪ আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে আশরাফুল আলম।

অভিযোগকারী আশরাফুল আলম বলেন, আমি ১৫ আগস্ট ২০২৪ তারিখ বাইপাইল মৌজার ১১ শতাংশ জমি দুই সহোদর, আশিকুর রহমান খান ও আব্দুর রফিক খানের কাছ থেকে স্ট্যাম্পে লিখিতভাবে বায়না করি। বায়না ভিত্তিতে আমি আমার সাইনবোর্ড লাগাই উক্ত জায়গায়। ২৬ আগস্ট ২৪ তারিখে চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন এবং যুবলীগের আশুলিয়া থানা যুগ্ন আহবায়ক মইনুল ইসলামের ম্যানেজার সুজন (৩৫) সহ অজ্ঞাত ব্যক্তিরা, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগকে কাজে লাগিয়ে, আমার সাইনবোর্ড ভাঙচুর এবং আমাকে জীবননাশের হুমকি দেয়।

এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।সে একজন খুনি, সে ২০১০ সালের ১১ নভেম্বর রাত তিনটায় আশরাফ আলী মোল্লা (২৬) নামের এক যুবকের হত্যার ঘটনায় হত্যা মামলার আসামি। আশুলিয়া থানার পুলিশ বাদি ৩১ নং মামলার ধারা ৩০২/৩৪ এবং ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬ ধারায় ২৬ ডিসেম্বর আটক হয়ে, ২৯ ডিসেম্বর ২ দিনের পুলিশি রিমান্ড শেষে দীর্ঘদিন জেল খাটে।

আমাকে প্রাণনাশের হুমকির বিষয়ে ভূমিদস্যু আনোয়ার গং এর হাত থেকে রেহাই পেতে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করছি প্রশাসনের কাছে।

এ সমস্ত অভিযোগের ব্যাপারে চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন বলেন, আমি যুবলীগের কোন পদে ছিলাম না। আমার ভাই ব্রাদার আত্মীয়-স্বজন রাজনীতি করতো। আমার ফুফাতো ভাই মইনুল ওয়ার্ড মেম্বার। সে যুবলীগের আশুলিয়ার যুগ্ম আহ্বায়ক ছিলো। আমি তার কাছে যেতাম অস্বীকার করার কিছু নাই। আমি কোন মিছিলে যাইনাই। তবে ঘরোয়া মিটিংয়ে, যেমন শাহাদাত হোসেন খানের মিটিং হইছে, এমপি এনাম সাহেবের মিটিং হইছে, এইসব ঘরোয়া মিটিংয়ে যাইতাম এতটুকই

জমির ব্যাপারে ভাই কাগজ ছাড়া কেউ জমি খাইতে পারে না । ২০১০ সালের এই যে ৫০ শতাংশ জমি এখনো ফাঁকা। ওই জমির ব্যাপারে আমরাও মামলা করছি আদালতে। ওই জমির বিএস আমার নাম থেকে কাইটা গেছে, সেটার উপরেও কেস চলতেছে। এখানে চাঁদাবাজির কোন বিষয় না

২০১১ সালে নূর মোহাম্মদকে গুলি করা ও বোমা মারার ঘটনার বিষয় বলেন, ১১ সালের হিসাব যদি এখনো করে !, ১১ সালে একটা জমি নিয়া মারামারি হইছে, মুরাদ জং আইছিলো এইখানে। ওইখানে আমারে ধরবো কেন ? আশ্চর্য বিষয় ! ১১ সালের ঘটনা ঐ মালায় আমারে আসামি করছে।হেরা দেখছে যে না, পরে একটা আপস মীমাংসা হইছে। পাশাপাশি বাড়ি এ জায়গায় আমারে মামলা দিছে, আর মামলাও শেষ, হেরা নিজেরাই মীমাংসা করছে। হেরা আমার বাসায় আইসা দাওয়াত খায় আমি হেগো বাসায় যাইয়া দাওয়াত খাই। কিলারের অভিযোগের বিষয়ে বলেন, আমি যদি কিলার হোইতাম তাহলে কি বাসায় ঘুমায়তে পারতাম ? বাসায় থাকতে পারতাম?

১১ শতাংশ জমির ব্যাপারে তিনি বলেন, আমি এইখানে মার্কেট কইরা বাড়ি কইরা ২০০৯ সাল থেকে ভাড়া দিয়া খাইতেছি । আরেকজন একটা জিন্নুর আইনের দলিল নিয়ে আমার সাথে ঝামেলা করতেছে । আপনি আশেপাশে এসে খোঁজখবর নিয়ে দেখেন। এ বিষয়ে আমি আর্মির কাছে অভিযোগ দিছি পুলিশের কাছে অভিযোগ দিছি। আমার বাড়ি দখল করার চেষ্টাও করেছে এটা সবাই স্বাক্ষি আছে

সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার এসআই মোতালেব বলেন, গত দুইদিন আগে আশরাফুল আলম নামে একজন অভিযোগ করেছে। আমি অভিযোগের ভিত্তিতে আনোয়ারের সাথে প্রাথমিকভাবে ফোনে কথা বলেছিলাম। আনোয়ার হোসেন বলেছে জায়গাটির উপরে আদালত থেকে ১৪৪ জারি করা আছে। তবে আমি ঘটনাস্থলে যায়নি এখনো । ঘটনাস্থলে তদন্তের জন্য গেলে, পুরো বিষয়টি জেনে বলতে পারবো।

নিউজ ট্যাগ: আওয়ামী লীগ

আরও খবর