আজঃ রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

চাটমোহরে অবাধে চলছে মা ও পোনা মাছ নিধন

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাবনার চাটমোহরের বিলগুলো থেকে অবাধে ডিমওয়ালা মা ও পোনা মাছ ধরা হচ্ছে। স্থানীয় জেলেরা রাতের আঁধারে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন। এতে এ বিলগুলো দ্রুত মাছশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাটমোহর উপজেলার নদ-নদী, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি, বাদাই জাল এবং কারেন্ট জালের ছড়াছড়ি। চাটমোহরে ডিকশি বিল, বিল কুড়ালিয়া খলিশাগাড়ী বিল, আফরার বিল, নিমাইচড়া, হান্ডিয়াল পাশ্বডাঙ্গা, ফৈলজানা ও ডিবিগ্রামের বিভিন্ন নদ-নদী, বিল ও জলাশয়ে অসাধু মাছ ব্যবসায়ী ও মৌসুমী মাছ শিকারীরা চায়না দুয়ারি, বাদাই জাল এবং কারেন্ট জাল ব্যবহার করে বোয়ালসহ দেশী প্রজাতির বিভিন্ন মাছের পোনা ও মা মাছ নিধনে মেতে উঠেছে। এতে দেশী প্রজাতির মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে জীব বৈচিত্র্য।

চাটমোহর উপজেলার বিভিন্ন বিল এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি বিলেই অসংখ্য চায়না দুয়ারি পেতে মাছ নিধন করা হচ্ছে। প্রকাশে বাদাই জাল দিয়ে বোয়াল মাছের পোনা ধরা হচ্ছে। আর এসকল মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রিও করা হচ্ছে। আষাঢ় ও শ্রাবণ মাসে নদী, খাল ও বিলে মা-মাছ ডিম ছাড়ে। একসময় এই বিলে প্রচুর মাছ ছিল। কিন্তু প্রতি বর্ষায় অবাধে পোনা ও মা মাছ নিধনের কারণে এ বিল মাছশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় জেলেরা অবাধে এই মা মাছ শিকার করছে। তাঁরা রাতের বেলা মাছ শিকার করায় বিষয়টি প্রশাসনের নজরে পড়ছে না। রাতভর মাছ ধরে ভোরে তা আনা হচ্ছে বিভিন্ন মাছের আড়তে। চলনবিলের মান্নাননগর ও মহিষলুটিতে মাছের বড় বাজার বসে। চলনবিলের প্রায় সব মাছ এখানে বিক্রি হয়। পাইকারেরাও এ বাজার থেকে মাছ কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে। প্রচুর পরিমাণে জাল জব্দ করে পোড়ানো হয়েছে। নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত আছে।

নিউজ ট্যাগ: মাছ শিকার

আরও খবর



২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ যানবাহনে আগুন

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে বাস-ট্রাকসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগের খবর এসেছে তাদের কাছে।

এর মধ্যে ঢাকা শহরে ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জে ১টি, খাগড়াছড়িতে ১টি, দিনাজপুরে ১টি, রাজশাহীতে ১টি, নাটোরে ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস বলছে, 'দুর্বৃত্তদের' দেওয়া আগুনে বাস পুড়েছে ৫টি, আর ট্রাক ৪টি। এছাড়া একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের ৭৫ জন সদস্য এসব ঘটনায় আগুন নেভানোর কাজ করেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে বিএনপি দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ করেছে। দফায় দফায় অবরোধ-হরতালের মধ্যে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


আরও খবর



দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি এই কারখানার উদ্বোধন করেন।

এর আগে বেলা ১২টার কিছু আগে এখানে পৌঁছান প্রধানমন্ত্রী।

নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণ কাজ শুরু হয়। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে প্রকল্পের অবকাঠামোর কাজ বাধাপ্রাপ্ত হয়। পরে একই বছরের ১৬ আগস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু হয়। যার দায়িত্ব পায় চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর ২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।


আরও খবর



ধোলাইপাড়ে তুরাগ পরিবহনে আগুন

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে অষ্টম দফায় বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচির দিন রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ নভেম্বর) সকালে তুরাগ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, সকালের দিকে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এ অবরোধ চলবে। ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে পালিত হবে হরতাল।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়। এরপর আজ অষ্টম দফার ২৪ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।


আরও খবর



সপ্তম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

নালিতাবাড়ী(শেরপুরে) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে তালাকপ্রাপ্ত এক নারীকে সপ্তম বিয়ে করায় স্বামীর সাথে বাকবিতন্ডায় প্রকাশ্যে বিষপানে আত্মহত্যা করেছে চতুর্থ স্ত্রী তিন সন্তানের জননী আছমা খাতুন (৪৫)।

ঘটনাটি নিয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নালিতাবাড়ীর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নূর হোসেন সরকার (৭৮) উপজেলার নয়াবিল ইউনিয়নের মৌয়াকুড়া গ্রামের বাসিন্দা। সে এ পর্যন্ত বিয়ের করেছেন ছয়টি।  সম্প্রতি পার্শ্ববর্তী বনকুড়া গ্রামের মৃত আব্দুল করিমের তালাকপ্রাপ্ত মেয়ে সাবিনা ইয়াসমিন (৩৫) কে গত ১১ নভেম্বর রাতে রেজিস্ট্রি বিহীন বিয়ে করেন। সপ্তম বিয়ে করায় চতুর্থ স্ত্রী আছমা খাতুনের সাথে তাঁর বাক বিতন্ডায় হয়। ওই অভিমানে তিন সন্তানের জননী আছমা খাতুন সোমবার সকালে  (১৩ নভেম্বর) স্বামীর সামনে বিষপান করে।  পরে বাড়ির লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে নেন।

স্থানীয় বাসিন্দা হাসমত আলী ও মনিরুল ইসলাম বাবুসহ আশপাশের লোকজন জানান, তার অবস্থার অবনতি হলে নালিতাবাড়ী হাসপাতাল থেকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  পরে তার লাশ সিধুলী গ্রামে বাবার বাড়ি নেয়া হয়। এ ঘটনায় গা ঢাকা দেন নুর হোসেন। 

স্থানীয় হাসমত আলী বলেন, টাকার গরমে সে একাধিক বিয়ে করে। চরিত্রহীন এই লোকটি ছেলের শ্বাশুড়িসহ ৬ থেকে ৭টি বিয়ে করেছে। সম্প্রতি তার দূর সম্পর্কের ভাতিজীকে বিয়ে করে। এর প্রতিবাদ করে না পেয়ে সে আত্মহত্যা করেছে। 

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও খবর



কনসার্টে ব্যস্ত ব্রিটিশ গায়িকা এলেনা এলি গোল্ডিং

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

ব্রিটিশ গায়িকা এলেনা জেন গোল্ডিং। ২০২৩ সালটি তার জন্য দারুণ একটি বছর হিসেবে কেটেছে। এ বছর তিনি মা হয়েছেন। প্রকাশ পেয়েছে তার তৃতীয় একক অ্যালবাম। সবকিছু মিলিয়ে বছরটি ব্যস্ততার মধ্যেই কেটেছে তার। সেই ব্যস্ততা বছর শেষে আরও বেড়ে গেছে তার।

সম্প্রতি হলিউডের সংগীতভিত্তিক গণমাধ্যম সংকিকের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এলির ব্যস্ততা। যেখানে উল্লেখ করা হয়, বছর শেষে কনসার্ট নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করবেন ব্রিটিশ এই গায়িকা। শুধু নভেম্বর মাসেই তার ৫০টির বেশি কনসার্ট রয়েছে; যা আর কোনো গায়িকার নেই। এই কনসার্টগুলো এলি আমেরিকা, কানাডা, জার্মানি, নেদারল্যান্ডস ও লাতিন অঞ্চলের বেশ কিছু দেশে ঘুরে করবেন, যার টিকিট অনলাইনে ইতোমধ্যেই শেষ হয়ে গেছে।

নিজের এমন ব্যস্ততা নিয়ে এলি গণমাধ্যমটিতে বলেন, প্রতিবছরের শেষটাই শিল্পীদের ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। নানা উৎসব আয়োজনের কারণে এই ব্যস্ততা বছরের শুরু ও মাঝামাঝি সময়ের চেয়ে অনেকটাই বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি ২০২৩ সালের শেষ দুই মাস উৎসবের মধ্য দিয়েই পার করব।

এ বছর মুক্তি পাওয়া এলির নতুন ও তৃতীয় অ্যালবামের নাম হাইয়ার দ্যান হ্যাভেন। গেল এপ্রিলে অ্যালবামটি স্পটিফাই ও ডিজারে মুক্তি দেওয়া হয়। অ্যালবামে মোট ১৬টি গান আছে।

যার সবগুলো গানই দর্শক মহলে বেশ সাড়া ফেলে। গানগুলোর শিরোনাম হলো- ইজি লাভার, ব্যাটারম্যান, টেটস লাইক ইউ, জাস্ট ফর ইউ, ওয়েটিং ফর ইট, লাভ গোস অন, অল বাই মাই সেলফ, টেমটশন, কিউর ফর লাভ, লাইকে সাইভিওর, মিড নাইট ড্রিমস, হাউ লং, হাইয়ার দ্যান হ্যাভেন, লেট ইট ডাই, বাই দ্য ইন্ড অফ দ্য নাইট ও ইন্টিউশন। এর মাঝে হাইয়ার দ্যান হ্যাভেন গানটি স্পটিফাই স্ট্রিমিংয়ে সবচেয়ে বেশি ১ বিলিয়ন ছাড়িয়েছে ভিউ।


আরও খবর