আজঃ শনিবার ০৪ মে ২০২৪
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:রবিবার ০৩ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ০৩ জুলাই ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও।

তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আজ কোনো আর্থিক মামলায় আপনি জড়িত থাকলে আদালত আপনার পক্ষেই রায় দেবে। আজ কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। এই রাশির বৃদ্ধ জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে অবসর সময়ে দেখা করতে পারেন। আজ আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে। আজ পরিবারের ছোট সদস্যরা আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। স্ত্রীর সাথে আজ সামান্য মনোমালিন্য হতে পারে।

বৃষ রাশি: আজকে বাড়িতে কিছু বন্ধু আসতে পারেন এবং আপনি তাঁদের সাথে সময় কাটাতে পারেন। যদিও ওই সময়ে মদ,সিগারেটের মতো জিনিসগুলি এড়িয়ে চলুন। আজ আপনি চরম আত্মবিশ্বাসী থাকবেন এবং অসাধারণ কোনো কাজ করতে পারেন। কোনো বিষয়ে আত্মীয়রা আপনাকে সমর্থন করবেন। প্রেমিকার সাথে সম্পর্কে অবনতি হতে পারে। তবে, বিবাহিতদের জন্য আজ ভালো দিন। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন।

মিথুন রাশি: আজ কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। আজ কাজে অগ্রগতি করতে হলে হতাশাপূর্ণ মনোভাব পরিত্যাগ করুন। জমিজমার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ আচরণ সকলের মন জয় করে নেবে। কাউকে তাঁর প্রেমের সম্পর্কে সাফল্য পেতে সাহায্য করুন। লেখালেখিতে সময় দিন। প্রিয়জনের সাথে আজ ভালো সময় কাটবে।

কর্কট রাশি: আপনার প্রেমিক বা প্রেমিকা তাঁদের পারিবারিক অবস্থার কারণে আজ রেগে থাকতে পারেন। তাই, মাথা ঠান্ডা করে কথা বলুন। স্ত্রীর সাথে আজ আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং ভবিষ্যতের সঞ্চয় নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আজ না ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেবেন না। সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করুন। আজ আপনি একাকী সময় কাটিয়েও আনন্দ উপভোগ করবেন। পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকার কারণে অভিভাবকেরা রাগ করবেন।

সিংহ রাশি: আজকে আপনি অফিস থেকে বাড়িতে আসার পর নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন। তাতে আপনার মনও ভালো থাকবে। মানসিক অসুস্থতা এড়িয়ে চলতে মন থেকে নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আজ অলসভাবে সময় না কাটিয়ে পরিশ্রমী হন। আজ কোনো দান বা সামাজিক কাজের মধ্যে নিজেকে জড়িত রাখতে পারেন। আর্থিক দিকটি ভালো থাকবে আজ। নিজের ওপরে সবসময় বিশ্বাস রাখুন। আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।

কন্যা রাশি: আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। আজ অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি। মামাবাড়ির কোনো সদস্যের কাছ থেকে আজ আর্থিক সুবিধা পেতে পারেন। প্রেমে কোনো অপ্রত্যাশিত মোড় আসতে পারে। আপনার জীবনসঙ্গী আজ আপনাকে খুশি করার জন্য বিশেষ কিছু করতে পারেন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।

তুলা রাশি: আজ আপনার ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবেন। মানসিক শান্তির জন্য কিছু দান এবং সামাজিক কাজে নিয়োজিত থাকুন। কোনো পুরোনো বিনিয়োগের জেরে আজ দারুণ লাভ পেতে পারেন। আজ পরোপকারী হন এবং অবশ্যই অন্যদের সাহায্য করুন। নিজে জড়িত নন এমন ব্যাপারে অযথা জড়িয়ে পড়বেন না। জীবনসঙ্গীর সাথে আজ ভালো সময় কাটবে। মানসিক ভরসা পেতে কোনো অভিজ্ঞ, বয়স্ক ব্যক্তির সাথে কথা বলতে পারেন।

বৃশ্চিক রাশি: আপনার অনিয়ন্ত্রিত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই নিজেকে সংযত করুন এবং অযথা অর্থব্যয় নিয়ন্ত্রণ করুন। আজ কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আজ আপনার স্বপ্নের নারীর সাথে দেখা হতে পারে। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজ শ্রেষ্ঠ দিন। নিজের জন্য আজ যথেষ্ট সময় পাবেন। বিবাহিতদের আজ দুর্দান্ত দিন কাটবে। বাড়ির ছাদে শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আজ সময় উপভোগ করতে পারেন।

ধনু রাশি: আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকতে পারে। আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে। যার রেশ সারাদিন ধরে বজায় থাকবে। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আজ আপনার পরিবারের সদস্যরা জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। জীবনসঙ্গীর সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। দিনের শেষ ভাগে আর্থিক অবস্থার উন্নতি হবে।

মকর রাশি: আজ আপনার অফিসের কোনো সহকর্মী মূল্যবান কোনো জিনিস চুরি করতে পারেন। তাই, অবশ্যই নিজের জিনিসের প্রতি সতর্ক হন। সন্ধ্যেবেলায় কোনো সামাজিক ক্রিয়াকলাপ আপনার মন ভালো করে দেবে। আপনার রসিক আত্মীয়স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবেন। তাই, এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। বাড়ির ছোট সদস্যদের সাথে সময় কাটান। বিবাহিতদের জন্য দিনটি সত্যিই ভালো।

কুম্ভ রাশি: আজ বাড়ির কোনো প্রয়োজনীয় সরঞ্জাম বা গয়না কেনার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কোনো উত্তেজনা থেকে আজ পরিত্রাণ পেতে পারেন। ভালবাসার সঙ্গীর একটি নতুন বিষ্ময়কর দিকে দেখতে পাবেন আজ। ঘনিষ্ঠ সহকারীদের সাথে আজ কোনোকিছু নিয়ে বিরোধ হতে পারে। আজ কোনো অপ্রয়োজনীয় কাজ করবেন না। আজ আর্থিক সুবিধা দিতে অনেকেই প্রস্তুত থাকবেন। বিবাহিতদের ভালো দিন কাটবে।

মীন রাশি: যাঁরা এখনও বেতন পাননি তাঁরা আজ কোনো বন্ধুর কাছ থেকে ঋণ নিতে পারেন। আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সাহায্য নিন। কোনো অনুভূতি বা চিন্তা কখনোই নিজের ভেতরে আটকে রাখবেন না। আজ নিজের জন্য সময় পেলেও নিজের পছন্দের কোনো কাজ করতে পারবেন না। প্রেমের সম্পর্কে অবনতি হলে সেখানে সময় দিন। বন্ধুদের সাথে ভালো সময় কাটবে। আজ আপনার জীবনসঙ্গী কোনো নতুন পরিকল্পনা করতে পারেন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর



জয়পুরহাটে হত্যার ২১ বছর পর ১৯ জনের যাবজ্জীবন

প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট

Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার ২১ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে মামলার ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জজকোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ রায়।

তিনি বলেন, পাঁচবিবি উপজেলার আব্দুর রহমান হত্যা মামলার রায়ে ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।


আরও খবর



ঈদযাত্রায় ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ঈদযাত্রা শুরু হলেও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই। লঞ্চঘাটেও ভিড় নেই যাত্রীদের। ঘাটে আসার পরপরই যাত্রী ও যানবাহনগুলো ফেরিতে উঠে নদী পারাপার হচ্ছে।

তবে রোববার (৭ এপ্রিল) বিকেল থেকে এ ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর আগে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ। ২১ জেলার লাখ লাখ মানুষের যাতায়াতের এ পথে ফেরি পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হতেন। ঈদের সময় সেই দুর্ভোগ বেড়ে যেতো কয়েকগুণ। পদ্মা সেতু চালুর পর কমেছে ভোগান্তি; স্বস্তি ফিরেছে ঘাট দিয়ে যাতায়াতকারীদের।

এখন বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করলেও কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীর বেশ কিছু পরিবহন ও পণ্যবাহী ট্রাক এ নৌপথে চলাচল করছে। সাধারণ সময়ে দেড় থেকে দুই হাজার যানবাহন পারাপার হলেও ঈদ ঘিরে দ্বিগুণ হয়েছে। তবে এবার ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, ঈদে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনটি ঘাট প্রস্তুত আছে। পাশাপাশি ১৫টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। যানবাহনের বাড়তি চাপ কমাতে ঈদের তিনদিন আগে ও পরে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

তিনি আরও বলেন, ঘরমুখো মানুষ স্বস্তিতে পারাপার হচ্ছেন। কারও কোনো ধরনের সমস্যা হচ্ছে না।


আরও খবর



বিয়ে করছেন শাকিব, পাত্রী ডাক্তার

প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

সিনেমায় অনিয়মিত হলেও অপু বিশ্বাস বুবলীর সঙ্গে নিয়মিত ঝগড়া করেন। তাদের ঝগড়ার মূল কারণ শাকিব খান। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন এই অভিনেতা।

নায়কের পরিবারের মতে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান। আর এ কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে।

গুঞ্জন শোনা যাচ্ছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।

শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সেই পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সিগঞ্জ। এখন অবধি ২-৩ পাত্রীকে দেখেছে শাকিবের পরিবার। এরমধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন। ইতোমধ্যেই শাকিবের মত নিয়ে তার মা, বাবা, বোন, বোনজামাই মিলে পাত্রী দেখছেন।

নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। আর এ কারণেই শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে।

শাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন, দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত।

এদিকে শাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলীর। এ ছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।

শোনা যাচ্ছে, দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন শাকিব। আর তাই এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।


আরও খবর



বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

প্রকাশিত:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

পাকিস্তানের সাবেক লেগস্পিনার এবং বিশ্বকাপজয়ী মুশতাক আহমেদকে বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন তিনি। মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপ।

৫৩ বছর বয়সী মুশতাকের আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। নিজ দেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজেরও স্পিন কোচ ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনও বেশ সমৃদ্ধ ছিল মুশতাক আহমেদের। পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৫২ টেস্টে ১৮৫ এবং ১৪৪ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে ১ হাজার ৪০৭ উইকেট রয়েছে। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মুশতাক আহমেদ।


আরও খবর



কামারখন্দে প্রভাষককে গলা কাটা অবস্থায় উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি

Image

সিরাজগঞ্জের কামারখন্দে চৌবাড়ী ড. ছালাম জহানারা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শফিকুল ইসলামকে (বাদল) গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় শফিকুলের শশুর বাড়ির পাশের একটি পুকুর পার থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজনসহ তার স্ত্রী তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি এখন শঙ্কা মুক্ত আছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

এদিকে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল পরিদর্শন করে কামারখন্দ থানা-পুলিশ ও সিআইডির সদস্যরা সেখান থেকে একটি চাপাতি জব্দ করে।

শফিকুল উপজেলার চরকামারখন্দ এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে ও জামতৈল কলেজপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের মেয়ের জামাতা।

ঘটনাস্থলে আসা স্থানীয় কয়েকজন জানান, আমরা সকালে খবর পেয়ে এখানে এসে শুনতে পাই শিক্ষককে গলা কেটে এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। পরে লোকজন তাকে স্থানীয় খোকন মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে সিরাজগঞ্জ শহিদ এম মুনসুর আলী মেডিকেল কলেজে পাঠান।

চৌবাড়ি কলেজের অধ্যক্ষ জুনায়েদ হোসেন জানান, ওই শিক্ষক অনেকদিন যাবত মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। সে কোন ক্লাস নিতে পারত না। তবে তিনি খুব সাদা ও সরল মনের মানুষ। তার সঙ্গে কারো শত্রুতা থাকতে পারে না।

কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার আদনান মুস্তাফিজ ও কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।


আরও খবর