আজঃ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আজকের রাশিফল ২৩ সেপ্টেম্বর ২০২২

প্রকাশিত:শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও।

তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি:

মেষ রাশি: আজ একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভবান হবেন। আজকে আপনার কাজের চাপ কম থাকবে। সে কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে ভালো সময় উপভোগ করতে পারবেন। প্রণয়ীর রূঢ় আচরণ আপনার মেজাজকে বিচলিত করতে পারে। আজ আত্মীয়দের কারণে বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতে পারে। কোনো কারণবশত আজ মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।

বৃষ রাশি: আজকে আপনি কোনো নতুন বই কিনে সারাটাদিন জুড়ে তা পড়তে পারেন। পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যত সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। নিজের কোনো কাজ আজ অন্যকে দিয়ে করাবেন না। বিবাহিতদের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। অযথা অর্থব্যয় আজ করবেন না।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। পাশাপাশি, আজ আপনি কোনো প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন। কোনো অপ্রত্যাশিত ভ্রমণ আজ ক্লান্তিকর হতে পারে। কোনো পুরোনো বন্ধুর সাথে ফোনে কথা বলার সময় পূর্বের কিছু স্মৃতি রোমন্থন করবেন আজ। এমন ব্যক্তিদের সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করে দেয়। আপনার স্ত্রী আজ সত্যিই ভালো মেজাজে থাকবেন।

কর্কট রাশি: কোনো অপরিচিত ব্যক্তির কারণে আপনার সঙ্গীর সাথে আজ মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রের অত্যধিক চাপ এবং বাড়িতে চলা কোনো মতবিরোধের কারণে আজ আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। ফেলে রাখা কোনো বাড়ির কাজ শেষ করতে আজ কিছুটা সময় লাগবে। যাঁরা ট্যাক্স ফাঁকি দেন তাঁরা আজ বড় সমস্যায় পড়তে পারেন। তাই, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে আজ সহযোগিতা পেতে পারেন।

সিংহ রাশি: আজ আপনি নিজের জন্য বেশকিছুটা অবসর সময় পাবেন। পাশাপাশি, সেই সময়ে কোনো বহুপ্রতিক্ষিত কাজ করতে পারেন। কোনো আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আজ আশীর্বাদ লাভ করবেন এবং মানসিক শান্তিও বজায় থাকবে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যেযাপন অত্যন্ত সুখকর হবে। আজ আপনার প্রত্যাশামাফিক উপার্জন হবে না। চারপাশে কি ঘটছে সেই সম্পর্কে আজ সচেতন থাকুন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটবে।

কন্যা রাশি: কোনো অংশীদারিত্বে যুক্ত হয়ে একটি নতুন উদ্যোগ শুরু করার পক্ষে আজ ভালো দিন। অতীতের উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার মানসিক শক্তিকে আজ বাড়িয়ে তুলবে। পাশাপাশি, আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। আজ দিনের শুরুতে অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটবে।

তুলা রাশি: আজ আপনি নিজের জন্য বেশকিছুটা অবসর সময় পাবেন। যদিও, সেই সময়ে আপনি কোনো অবৈধ কাজ করতে পারেন। কোনো অসুস্থতা থেকে সেরে উঠতে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন। আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আজ কারোর মনোভাব নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না। আপনি আজ আপনার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতিগুলিকে ব্যক্ত করতে অসমর্থ হবেন।

বৃশ্চিক রাশি: কোনো আত্মীয়ের কাছ থেকে আজ একটি বড় বিষ্ময় পেতে পারেন। আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত ভালো। আপনার চারপাশে থাকা মানুষজন কোনো কাজে আপনার মনোবল বহুগুণ বাড়িয়ে তুলবেন। আজ আপনি পরিবারের সদস্যদের এবং বন্ধুদের সময় দিতে পারবেন না বলে মন খারাপ করে ফেলবেন।

ধনু রাশি: নিজের লক্ষ্যপূরণের জন্য সঠিকভাবে পরিশ্রম করলেই সাফল্য এবং স্বীকৃতি দু’টোই আপনি পাবেন। আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। আজ আপনার প্রেমের জীবনটি ভালো হবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতেও সক্ষম হবেন। বাড়ির একজন প্রবীণ সদস্যের সহায়তায় আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। বিবাহিতদের জন্য দিনটি ভালো।

মকর রাশি: জীবনের জটিলতাগুলিকে বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। বাইরের কোনো খেলাধূলার প্রতি আজ আপনি মনোযোগ দেবেন। দীর্ঘকালের সঞ্চিত অর্থ আজ আপনি কাজে লাগাতে পারেন। আজ বাচ্চারা আপনার বাড়ির কাজ সম্পূর্ণ করতে আপনাকে সাহায্য করবে। আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত।

কুম্ভ রাশি: আজ আপনার প্রেমের জীবন প্রস্ফুটিত হবে। অত্যধিক খাওয়াদাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার আজ এড়িয়ে চলা প্রয়োজন। অবশ্যই আজ সন্তানদের সাথে সময় কাটান। আপনার কোনো ভাই বা বোন আজ আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। পরিবারের ইচ্ছে পূরণ করতে করতে আপনি বারংবার নিজেকে সময় দিতে ভুলে গেলেও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন। দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে পরিগণিত হবে।

মীন রাশি: বেশি পরিমানে অ্যালকোহল গ্রহণ বা ধূমপান আপনার স্বাস্থ্যকে আজ খারাপ করে দিতে পারে। কোনো কাজে আপনার চারপাশের মানুষের সম্মিলিত সমর্থন আপনাকে খুশি করবে। আজ ঘরোয়া কাজগুলিকে উপেক্ষা করলে আপনি যাঁর সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। জমিজমায় বিনিয়োগ করলে তা লাভজনক হবে। রাত্রে অফিস থেকে বাড়ি আসার সময় আজকে আপনার সাবধানে গাড়ি চালানো উচিত। নাহলে দুর্ঘটনা ঘটতে পারে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর
আজকের রাশিফল : মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগানে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২৩। এদিন বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা চত্বরে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের পর বক্তব্য রাখেন, চিলড্রেনস্ ফিল্ম সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহ উদ্দিন আহাম্মদ ও উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র আম কাঠাঁলের ছুটি (বাংলাদেশ) উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়।

উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, ও সন্ধ্যা ৬টায়, মোট ৩টি প্রদর্শনী হবে। এবারের উৎসবে ঢাকায় ২টি ভেন্যু, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও আলিয়ঁস ফ্রসেঁসে ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশুকিশোরসহ সবার জন্য উন্মুক্ত। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশ মূল্য নেই।

এবারও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। এ বিভাগে এবার ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, ৩টি চলচ্চিত্র পুরস্কার পাবে।

বিশেষ চলচ্চিত্র বিভাগে ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তরুণ বাংলাদেশি নিমার্তা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়েছিল যার মধ্যে প্রদর্শিত হবে ১৫টি চলচ্চিত্র, পুরস্কার পাবে ২টি চলচ্চিত্র। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২৭০০-এর বেশি চলচ্চিত্র জমা পড়েছিল। এ থেকে প্রদর্শিত হবে ৭৫টি চলচ্চিত্র।

শিশু নির্মাতাদের চলচ্চিত্র বিচার কাজে জুরি বোর্ডের সবাই শিশুকিশোর। অর্থাৎ, ছোটদের নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো বাছাই করবে ছোটরাই। তরুণ বাংলাদেশি নিমার্তা বিভাগের চলচ্চিত্রগুলো বিচার করার জন্য জুরি বোর্ডে রয়েছেন উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা যারা চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ বিভিন্ন উৎসবে নির্মাতা হিসেবে অংশ নিয়েছিলেন।

এছাড়া চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, শামীম আকতার ও রাকা নওশিন নাওয়ারকে সদস্য করে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগের চলচ্চিত্র বিচার করার জন্য একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে।

উৎসবে যাদের চলচ্চিত্র প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে উৎসবে তারা প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন। এবারের উৎসবে আমন্ত্রিত প্রতিনিধিদের জন্য ২টি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবং চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি।


আরও খবর
চেহারা বদলের বিষয়ে মুখ খুললেন এমি জ্যাকসন

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ায় খুশি উত্তরাবাসী

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

প্রতিদিন উত্তরা থেকে কারওয়ান বাজার অফিসে যাতায়াতে দুই থেকে আড়াই ঘণ্টা চলে যায়। এরমধ্যে বৃষ্টি হলে সড়কে যানজটের তীব্রতা আরও বাড়ে। এজন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে হয়। কিন্তু এখন থেকে আর যানজটের চিন্তা করতে হবে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দুই ঘণ্টার পথ মাত্র ১০-১২ মিনিটের মধ্যেই পাড়ি দেওয়া যাবে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে কথাগুলো বলছিলেন বেসরকারি চাকুরে মঈন উদ্দিন।

এদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে কাওলা এলাকায় এসেছিলেন তিনি। তার সঙ্গে উত্তরার বিভিন্ন এলাকার অনেকেই কাওলা র‌্যাম্প এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পের সামনে এসেছিলেন।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় উত্তর প্রান্ত থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে এবং সেখানে টোল প্লাজায় টোল পরিশোধ করেন। এরপর প্রায় ১১ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ পার হয়ে আগারগাঁওয়ের সুধী সমাবেশে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী যাওয়ার পর কাওলা র‌্যাম্প ঘুরে দেখছিলেন স্থানীয় বাসিন্দা আমীর হোসন। তিনি বলেন, বিমানবন্দর সড়ক দিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সব জেলার বাস যাতায়াত করে। এছাড়া বিমানবন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা আসা-যাওয়া করেন। ফলে দিনভর এই রোডটিতে গাড়ির চাপ থাকে। এই রোডে এক মিনিট যান চলাচল বন্ধ থাকলে শত শত গাড়ির জট লাগে। এ অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট থেকে যাত্রীদের মুক্তি দেবে। উত্তরা এলাকার মানুষ খুব সহজে ঢাকার বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবেন।

আমির হোসেনের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন কাওলা এলাকার আরেক বাসিন্দা নজরুল ইসলাম। তিনি পেশায় পোশাক ব্যবসায়ী।

নজরুল ইসলাম বলেন, উত্তরা থেকে ঢাকার যে কোনো গন্তব্যে যেতে চাইলেই আসা-যাওয়ায় যানজটে দিন শেষ হয়ে যায়। বিশেষত, মহাখালী ও বনানী এলাকায় তীব্র যানজট থাকে। এলিভেটেড এক্সপ্রেস চালু হওয়ায় এ দুটি এলাকায় যানজট থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে। মেট্রোরেলের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়েও উত্তরাবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে।


আরও খবর
আজ বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান ১৬তম

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩

লালবাগের আগুন নিয়ন্ত্রণে

সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩




আ.লীগের আমলে সব নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়েছে সবগুলো স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে।

তিনি বলেন, আওয়ামী লীগ টানা তিনবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে দেশের আর্থ-সামাজিক উন্নতি করছে। আওয়ামী লীগের আমলে সব নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে। অনেক দেশের নির্বাচন তো এখনও তাদের বিরোধীদল মানেইনি। তারপরও আমাদের নির্বাচন নিয়ে অনেকের অনেক ছবক শুনতে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, কিছু দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে। সেসব দেশের কাছে আমার প্রশ্ন, ১৯৭৫ সালের পর নির্বাচনগুলোতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অত্যাচার-নির্যাতন হয়েছিল, ওই সময় তাদের চেতনা কোথায় ছিল? ওই সময় তাদের বিবেক কি নাড়া দেয়নি?

তিনি বলেন, মানুষের ভোটের ও ভাতের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। রাজপথে থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি। সেই শহীদের তালিকায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামের পাওয়া যাবে।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৫ বছরের কাছাকাছি সময়ে এক দিনের জন্যও মঙ্গা হয়নি। মানুষের খাদ্যের অভাব হয়নি। আমরা মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রতিটি ক্ষেত্রেই আমরা সাফল্য দেখাতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, করোনা, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞায় যেখানে সারাবিশ্ব হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। আমরা তো পিছিয়ে নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, অক্টোবর মাসে এই সংসদের শেষ অধিবেশন হবে। এরপর নির্বাচন হবে। নির্বাচনে জনগণ ভোট দিলে ক্ষমতায় আসব। জনগনের ওপর সব ছেড়ে দিচ্ছি।


আরও খবর
যেভাবেই হোক নির্বাচন হতে হবে: ইসি আলমগীর

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে সুপারফোর শুরু বাংলাদেশের

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

বাঁচামরার ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পা রেখেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, টাইগাররা বুঝি নিজেদের ছন্দ ফিরে পেয়েছে। কিন্তু সুপারফোর পর্বের প্রথম ম্যাচে আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশের ইনিংস। পাকিস্তান ম্যাচটা জিতে নিলো ৭ উইকেট আর ৬৩ বল হাতে রেখেই।

বোর্ডে বেশি রান নেই। তারপরও টাইগার বোলাররা অনেকটা সময় চাপে রেখেছিলেন পাকিস্তানি ব্যাটারদের। ৫৫ বলে ৩৫ রান তোলা পাকিস্তানের উদ্বোধনী জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। তার দুর্দান্ত ডেলিভারি মিস করে এলবিডব্লিউ হয়েছেন ফাখর জামান (৩১ বলে ২০)।

এরপর বাবর আজমকে বোল্ড করেন তাসকিন আহমেদ। তাসকিনের নিচু হয়ে যাওয়া ডেলিভারি বাবরের (২২ বলে ১৭) ব্যাটে লেগে ভেঙে যায় স্টাম্প। ৭৪ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

তবে এরপর মোহাম্মদ রিজওয়ান আর ইমাম উল হক মিলে দলকে সহজ জয়ের পথ গড়ে দেন। তাদের ১০৪ বলে ৮৫ রানের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তান।

অবশেষে ইমামকে বোল্ড করেন মিরাজ। ৮৪ বলে ৫ চার আর ৪ ছক্কায় ইমাম সাজঘরে ফেরেন ৭৮ রানে। তবে ততক্ষণে পাকিস্তানের জয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে। মোহাম্মদ রিজওয়ান ৭৯ বল খেলে ৭ চার আর ১ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

এর আগে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের তোপে ৪৭ রান তুলতেই বাংলাদেশের চলে গিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি গড়ার পথ করে দিয়েছিলেন এই যুগল। কিন্তু বাকিরা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন। বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তারা। শেষের ৯ বলে ৩ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ফলে ঘুরে দাঁড়ানোর পরও ৩৮.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

সাকিব পান ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম হাফসেঞ্চুরি। কিন্তু হাফসেঞ্চুরির পর রান বাড়াতে গিয়ে ভুল করে বসেন টাইগার অধিনায়ক। ফাহিম আশরাফকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপব্যাকওয়ার্ড স্কয়ারলেগ বাউন্ডারিতে ক্যাচ হন সাকিব। ৫৭ বলে তার ৫৩ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার।

সাকিবের আউটে ভাঙে মুশফিককে নিয়ে গড়া ১২০ বলে ১০০ রানের জুটি। এর পরপরই ক্যারিয়ারের ৪৬তম ওয়ানডে ফিফটি তুলে নেন মুশফিক। তিনি দেখেশুনে খেলছিলেন, কিন্তু বাকিদের মধ্যে দায়িত্বজ্ঞানের লেশও ছিল না।

শামীম পাটোয়ারী দারুণ ছক্কা হাঁকিয়ে নজর কাড়েন। কিন্তু দলের বিপদে এই হাল ধরার বদলে আবারও ওপরে তুলে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন (২৩ বলে ১৬)। এরপর মুশফিক ৮৭ বলে ৫ বাউন্ডারিতে ৬৪ করে হন হারিস রউফের শিকার।

আফিফ হোসেন একটা প্রান্ত ধরে খেলার চেষ্টাও করেননি। নাসিম শাহকে পুল করতে গিয়ে বল তুলে দেন আকাশে (১১ বলে ১২)। পুরো ৫০ ওভার খেলতে পারলেও যেখানে আড়াইশর বেশি স্কোর গড়া সম্ভব ছিল, সেখানে যাচ্ছেতাই ব্যাটিং প্রদর্শনীতে ১৯৩ রানেই থামে বাংলাদেশের ইনিংস। হারিস রউফ ১৯ রানে ৪টি আর নাসিম শাহ ৩৪ রানে নেন তিনটি উইকেট।

আগের ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যে কারণে লাহোরে পাকিস্তানের বিপক্ষেও মিরাজকে দিয়ে ইনিংস ওপেন করানো হলো। তার ওপর আফগানদের বিপক্ষে ওপেনিং জুটিতেই প্রায় ১০ ওভার খেলেছিলেন তিনি নাঈম শেখের সঙ্গে।

সব মিলিয়ে টিম ম্যানেজমেন্ট জুটি ভাঙতে চাননি এবং শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহদের বিপক্ষে মিরাজকে দিয়েই ইনিংস ওপেন করালো টিম ম্যানেজমেন্ট।

কিন্তু পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে আর ক্লিক করেননি মেহেদী মিরাজ। শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে প্রথম ওভার খেলেছেন নাঈম শেখ। যদিও কোনো রান করতে পারেননি।

দ্বিতীয় ওভার বোলিং করতে আসেন নাসিম শাহ। তার প্রথম বল মোকাবিলা করেন মিরাজ এবং প্রথম বল মোকাবিলা করতে গিয়েই ক্যাচ তুলে দেন তিনি (১ বলে ০)।

নাসিম শাহ যে বলটি করেছিলেন, সেটিতে সাধারণত উইকেট আসে না। কিন্তু শর্ট লেন্থের বলটি ছিলেন পা বরাবর। মিরাজ ফ্লিক করতে গিয়ে ব্যাটের ওপরের কানায় লাগান। স্কয়ার লেগে দাঁড়িয়েই ক্যাচটি ধরেন ফাখর জামান।

এরপর লিটন চোখ ধাঁধানো ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে সেট হয়ে ভুল করার অভ্যাস থেকে বের হতে পারেননি এই ব্যাটার। শাহিন আফ্রিদির বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ১৩ বলে করেন ১৬ রান।

নাইম শেখও সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন বাঁহাতি এই ওপেনার। ২৫ বলে ৪ বাউন্ডারিতে নাইমের ব্যাট থেকে আসে ২০ রান।

তাওহিদ হৃদয় আরও একবার ব্যর্থ। রউফের ১৪৫ গতির বলে যেন চোখেই দেখেননি। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই তরুণ (৯ বলে ২)। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। পরে সাকিব-মুশফিকের ব্যাটে সেই ধাক্কা সামলে উঠলেও শেষ রক্ষা হয়নি।


আরও খবর



দর্শনায় প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

Image

চুয়াডাঙ্গার দর্শনায় প্রেমের ফাঁদ পেতে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে দর্শনা থেকে এই প্রতরাণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দর্শনা মদনা উত্তর পাড়ার ঘুঘুডাঙ্গা গ্রামের আবুল হোসেনের মেয়ে সাজেদা খাতুন মায়া (৪৫)। একই জায়গার মৃত সানোয়ার হোসেনের ছেলে খালিদ হোসেন(৪০)। অপর আরেকজন দর্শনা জয়নগর প্রথম পাড়ার মোস্তফা শেখের ছেলে মোঃ আমিন(২৫)।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দর্শনা থানাধীন দোস্ত গ্রামের মৃত শহীদ হোসেন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসকে একই থানাধীন ঘুঘুডাঙ্গা গ্রামের জনৈক বাবু ইঞ্জিনিয়ারের বাড়ির ভাড়া বাসা প্রেমের ফাঁদ পেতে তার অশ্লীল ছবি ধারণ করে প্রতারণা করে। এই মর্মে দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই ফাহিম হোসেনের তার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। পরে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


আরও খবর
জয়পুরহাটে খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩