আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

৯ লাখ মিটার কারেন্ট জালসহ পটুয়াখালীতে আটক ১

প্রকাশিত:সোমবার ১৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৫ আগস্ট ২০২২ | ১১৬০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

পটুয়াখালীর কলাপাড়ায় ৯ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জালসহ হাজী মোঃ আঃ রাজ্জাক মৃধা নামের এক জাল ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল রবিবার বিকেলে উপজেলার আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে নিজামপুর কোস্টগার্ড। অভিযানে কুয়াকাটা মেরিন মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান আশিক উপস্থিত ছিলেন।

রাত ১১টায় দক্ষিণ জোন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন কে এম শাফিউল কিঞ্জল প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে  ৯ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জালসহ হাজী মোঃ আঃ রাজ্জাক মৃধা নামের এক জাল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য তিন কোটি পনেরো লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত অবৈধ জাল ব্যবসায়ীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


আরও খবর