আজঃ রবিবার ০৫ মে ২০২৪
শিরোনাম

২২ কোটি ৫০ লাখ কেজি চা রফতানির প্রত্যাশা ভারতের

প্রকাশিত:রবিবার ১২ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ জুন ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

বিদেশের বাজারে চাহিদার উল্লম্ফনে বেশ আশার আলো দেখছেন ভারতের চা রফতানিকারকরা। চলতি বছর ২২ কোটি থেকে ২২ কোটি ৫০ লাখ কেজি পর্যন্ত চা রফতানি করার প্রত্যাশা করছে দেশটি। মূলত পার্শ্ববর্তী দেশ শ্রীলংকায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় তৈরি হওয়া সরবরাহ শূন্যতা পূরণে ভারত উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত বছর সর্বমোট ১৯ কোটি ৬৫ লাখ কেজি চা রফতানি করে ভারত। যার আর্থিক মূল্য প্রায় ৫ হাজার ৩১১ কোটি ১৫ লাখ রুপি। ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (আইটিইএ) চেয়ারম্যান আনশুমান কানোরিয়া বলেন, বর্তমানে বৈশ্বিক বাজারে ভারতীয় চায়ের রফতানি চাহিদা বেশ ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে শ্রীলংকার বর্তমান পরিস্থিতিতে এ চাহিদা বেশ শক্তিশালী হয়ে উঠেছে। চলতি বছরে ২২ কোটি ৫০ লাখ কেজি চা রফতানি করার মাইলফলক অর্জন করতে পারব বলে আশা করছি আমরা। রফতানীকৃত এসব চায়ের বেশির ভাগই অর্থডক্স জাতের চা (সাধারণ পদ্ধতি অনুসরণ করে যেসব চা উৎপাদন করা হয়)। এ জাতের চায়ের দাম গুণগত মানের ওপর নির্ভর করে প্রতি বছরই ১০-২০ শতাংশ পর্যন্ত বাড়ে। এ সময় ভারতীয় চায়ের রফতানি চাহিদার কথা উল্লেখ করে কানোরিয়া জানান, দু-তিন বছরের মধ্যে ভারতীয় চা খাতের রফতানি মূল্য ৪০-৫০ শতাংশ পর্যন্ত বাড়ার প্রত্যাশা করছে খাতসংশ্লিষ্টরা।

ভারতের শীর্ষ পাঁচ চা রফতানিকারক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এশিয়ান টি কোম্পানির পরিচালক মোহিত আগারওয়াল জানান, মার্চে শুরু হওয়া চলতি মৌসুমের প্রথম দিকের মাসগুলোয় কোম্পানির চা রফতানির পরিমাণ ১০-২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে রফতানির উদ্দেশ্যে জাহাজীকরণে কনটেইনার পাওয়া অনেকটা দুঃসাধ্য হয়ে উঠেছে। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে ভারতের অর্থডক্স জাতের চায়ের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে চাহিদার বিপরীতে রফতানির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে দেশটির চা রফতানিকারকদের। আগামী বছরের মধ্যে ভারতীয় চা রফতানির পরিমাণ প্রাক-মহামারী স্তরে পৌঁছাবে। এ সময় ২৫ কোটি কেজি পর্যন্ত চা রফতানি প্রত্যাশা করছে ভারতের চা রফতানিকারকরা। আইটিইএর এ সদস্য জানান, বহির্বিশ্বে ভারতীয় চায়ের চাহিদা রফতানিকারকদের বেশ প্রলুব্ধ করছে। চলতি বছর এ চাহিদাকে কাজে লাগিয়ে ২২ কোটি কেজি চা রফতানি করার সম্ভাবনা রয়েছে ভারতের। অভ্যন্তরীণ বাজারে কীটনাশক ব্যবহারসংক্রান্ত কিছু ইস্যু রয়েছে, তবে তা রফতানির ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে না। আন্তর্জাতিক ক্রেতারা ভারতীয় চায়ের চালানগুলো পরীক্ষা করে কোনো প্রকার অভিযোগ করেনি।

আইটিইএ চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে প্রতিটি কীটনাশকের ব্যবহার সীমাবদ্ধ করা হয়েছে। তার সঙ্গে ল্যাবরেটরিতে করা পরীক্ষাগুলোর বেশ তফাৎ লক্ষ্য করা যায়। ফলাফলে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ভুল দেখা যায়। এ ধরনের পরিস্থিতিতে ল্যাবে পরীক্ষার ভুল ফলগুলোয় খাদ্যনিরাপত্তা ইস্যুর চেয়েও আইনি প্রত্যাখ্যানের প্রভাব বেশি দেখা যায়। রফতানিকারক দেশগুলো তাদের রফতানীকৃত চায়ের সব পরীক্ষা বেশ কঠোরভাবে সম্পন্ন করে। আমদানীকৃত দেশের নিয়মের সঙ্গে এসব খাদ্যপণ্যের নিরাপত্তা ও গুণগত মান সংগতিপূর্ণ কিনা তা যাচাই করতেই এসব পরীক্ষা করতে হয়। উৎপাদকরা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়ার (এফএসএসএআই) নীতিমালা অনুসরণ করে চা উৎপাদনে বাধ্য। বহির্বিশ্বে ভারতীয় চায়ের বেশ সুনাম আছে, শুধু দশমিক ১ শতাংশ জাহাজীকরণ ইস্যু বাদে আর কোনো অভিযোগ পাওয়া যায় না।

নিউজ ট্যাগ: চা রফতানি

আরও খবর



পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

প্রকাশিত:শনিবার ১৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, আগামীকাল রোববার (১৪ এপ্রিল) রাজধানীর রমনায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রমনা পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির অসম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। সেজন্য এটার ওপর বারবার আঘাত এসেছে। সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সবকিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনার ব্যবস্থা করা হয়েছে। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট হামলার শঙ্কা আমার কাছে নেই।

তিনি বলেন, রমনা বটমূলে আগামীকাল বিকেল ৫টার পর্যন্ত প্রবেশ করা যাবে। এরপর আর কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়াও সন্ধ্যার আগে সবাইকে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

হাবিবুর রহমান বলেন, রমনায় টুরিস্টদের অভ্যর্থনা জানানোর জন্য টুরিস্ট পুলিশ বুথ রয়েছে। লেক এলাকা নিরাপত্তা দিতে নৌপুলিশের টহল রয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাময়িক মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। রক্তদানের ব্যবস্থার পাশাপাশি বিনামূল্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম থেকে সুপেয় পানি বিতরণের ব্যবস্থা রয়েছে।

দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান ডিএমপি কমিশনার।


আরও খবর



রাজধানীর শ্যামবাজারঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর শ্যামবাজার ঘাটে জেটিতে থাকা একটি লঞ্চে আগুন লেগেছে। এমভি বাঙালি নামে লঞ্চটির তিনতলায় এ আগুন লাগে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের ফোন পাওয়ার ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। বর্তমানে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনে ২টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি।


আরও খবর



দেশব্যাপী ফের ২৪ ঘণ্টার হিট অ্যালার্ট

প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

তীব্র তাপপ্রবাহে দেশব্যাপী ফের ২৪ ঘণ্টার সতর্কবার্তা বা হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কতা জারি করা হয়।

রাজধানী ঢাকাসহ এ সময়ের মধ্যে দেশের আরও কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের সই করা ওই সতর্ক বার্তায় বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতিও অব্যাহত থাকতে পারে।

এর আগে গত ১৯ এপ্রিল দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে প্রথমবারের মতো তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়।

 


আরও খবর



নোয়াখালীর গ্যাস কূপে খনন কাজ শুরু

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এই নতুন কূপটির খনন কাজ শুরু করেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প।

আজ সোমবার সকাল থেকে দুই শতাধিক খনন প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক এ কর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন। আগামী ১২০ দিন চলবে এ খননের কাজ।

কূপটির ড্রিলিং ইনচার্জ ও বাপেক্সের কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কূপ খননের জন্য ড্রিলিং রিগ স্থাপন করা হয়। প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ৩ হাজার ২০০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ৪টি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা যাচ্ছে। খনন শেষে প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। যা বাখরাবাদ এর মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানুষের চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। ২০২৫ সালের মধ্যে সরকারের পক্ষ থেকে ৪৬টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাপেক্স এর তথ্য মতে, এর আগে নোয়াখালীর এ অঞ্চল তথা বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম কূপের সন্ধান মিলে। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে সেগুলো ড্রিলিং করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস প্রোডাকশনে যায় এবং ২০১৮ সালে একই কূপে ওয়ার্কওভার করে এখন প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রেডে সরবরাহ করা হচ্ছে।


আরও খবর



নির্বাচনের পর প্রথম ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
Image

দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। তিন দিনের সফরে আগামী ২১ এপ্রিল তাদের ঢাকায় আসার কথা রয়েছে।

মার্কিন এই প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে থাকবে বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।

এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

গত ৭ জানুয়ারির নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের সফর।

প্রতিনিধিদলের এ সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের জটিলতা দূর করতে দুই পক্ষ আলোচনা করবে বলে জানা গেছে।

এতে ওয়াশিংটনের পক্ষ থেকে শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনের ওপর জোর দেওয়া হবে বলে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।


আরও খবর