আজঃ সোমবার ২০ মে ২০24
শিরোনাম

ট্রাম্পকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত

প্রকাশিত:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে একজন পর্ন তারকাকে গোপনে অর্থ প্রদানের অভিযোগে নিউইয়র্কের তদন্তে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের আদালত। গ্রেপ্তার চেষ্টায় সহায়তা না দেয়ার ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। দলীয় সমর্থন চেয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন এই রিপাবলিকান নেতা।

ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস অনুসারে, কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার ট্রাম্পকে অভিযুক্ত করার জন্য ভোট দিয়েছে। মার্কিন ইতিহাসে ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি তিনি।

তবে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও ট্রাম্পকে হাতকড়া পরানো হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও জানা যায়নি এবং আগামী দিনে অভিযুক্ত ঘোষণা করা হবে। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিস একটি বিবৃতি জারি করে বলেছে, প্রসিকিউটররা ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে তার আত্মসমর্পণের ব্যবস্থা করার জন্য কাজ করছেন।

এটি আরও নিশ্চিত করেছে যে, আপাতত অভিযোগগুলি সিলমোহরের অধীনে থাকবে। জেলা অ্যাটর্নির কার্যালয় একজন মুখপাত্র বলেছেন, অভিযোগ (আদালতে উপস্থিতির) তারিখ নির্বাচন করা হলে নির্দেশনা প্রদান করা হবে।

২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারের মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে ট্রাম্প অভিযুক্তকে ইতিহাসের সর্বোচ্চ স্তরে রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।

নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তিনি বলেছিলেন, মামলাটি তার বিরুদ্ধে একটি সমন্বিত ডাইনির শিকারের অংশ ছিল।

যখন অভিযোগের খবর ছড়িয়ে পড়ে তখন ফ্লোরিডা এস্টেটের মার-এ-লাগোতে ট্রাম্প ছিলেন বলে জানা গেছে। তিনি প্রাথমিকভাবে অফিস ছাড়ার পর থেকেই সেখানে বসবাস করছেন। শুক্রবার, ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা এনবিসির টুডে শোতে একটি সাক্ষাত্কারের সময় বলেছিলেন, রাষ্ট্রপতি স্বেচ্ছায় আত্মসমর্পণের পরিকল্পনা করেছিলেন এবং মার-এ-লাগোতে গা ঢাকা দিতে যাচ্ছেন না।

প্রাক্তন রাষ্ট্রপতি বিষয়টি অস্বীকার করেছেন এবং বলেছেন অর্থ প্রদানের বিষয়টি মিথ্যা অভিযোগ। তার খ্যাতি নষ্ট করতে এমব করা হচ্ছে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তিনি কোনো ভুল করেননি।

বৃহস্পতিবারের অভিযোগের আগে ড্যানিয়েলস ট্রাম্পের প্রত্যাশিত গ্রেপ্তারের জন্য একাধিক মৃত্যুর হুমকির জন্য নিরাপত্তা জোরদার করেছেন বলে জানা গেছে। তার আইনজীবী ২০১৮ সালে বলেছিলেন, তাকে শারীরিকভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য সতর্ক করা হয়েছিল।

বেশ কয়েকটি মার্কিন মিডিয়া আউটলেট রিপোর্ট করেছে, সম্ভাব্য অভিযোগগুলো ট্রাম্প যেভাবে কোহেনকে প্রতিদান দিয়েছিলেন তার সঙ্গে সম্পর্কিত। প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে তিনি অর্থপ্রদানকে আইনি ব্যয় হিসেবে ভুলভাবে লেবেল করেছেন।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বারবার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, ট্রাম্প নিয়ে আমার কোনো মন্তব্য নেই।

যদিও রিপাবলিকানরা সাধারণত অভিযোগের সমালোচনা করে, হাউসের স্পিকার কেভিন ম্যাকার্থির মতো অনেকে এটিকে আইনি প্রক্রিয়ার অস্ত্রোপচার হিসেবে বর্ণনা করেছেন। ডেমোক্র্যাটরা এই পদক্ষেপকে সমর্থন করে বলেছিল ট্রাম্পের অপরাধমূলক কাজ তার সঙ্গে ধরা পড়ছে।

ড্যানিয়েলস নিজেই বৃহস্পতিবারের সংবাদটি টুইটারে তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে উদযাপন করেছেন। টুইটারে তিনি বলেন, আমার শ্যাম্পেন ছিটিয়ে দিতে চাই। এদিকে, তার আইনজীবী ক্লার্ক ব্রিউস্টার বলেছেন, অভিযোগটি আনন্দের কারণ নয়। গ্র্যান্ড জুরিদের কঠোর পরিশ্রম এবং বিবেককে অবশ্যই সম্মান করতে হবে। এখন সত্য ও ন্যায়ের জয় হোক।

অভিযোগের খবরের পরে রিপাবলিকান পার্টি মূলত ট্রাম্পের চারপাশে সমাবেশ করেছিল, তার দ্বিতীয় জ্যেষ্ঠ পুত্র এরিক ট্রাম্প অভিযুক্তকে তৃতীয় বিশ্বের প্রসিকিউটরিয়াল অসদাচরণ বলে অভিহিত করেছেন।

শুক্রবার তিনি বলেছিলেন, এটি প্রচারাভিযানের বছরে রাজনৈতিক প্রতিপক্ষকে সুবিধাবাদী লক্ষ্যবস্তু।

ট্রাম্প ইতিমধ্যেই ২০২৪ সালে পুনঃনির্বাচন চাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন এবং বলেছেন একটি অভিযোগ তাকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখবে না। হান্না বলেন, যে কোনো ব্যক্তি যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, বা প্রকৃতপক্ষে সাজা দেওয়া হয়েছে, তিনি সংবিধানের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি পদে দাঁড়াতে পারবেন। এটি তার বেসকে গ্যালভানাইজ করে কিন এমন কিছু যা দেখা বাকি আছে।

ইলহান ওমর লিখেছেন, এটি অনেক অপরাধমূলক কাজের মধ্যে একটি যার জন্য ডোনাল্ড ট্রাম্পকে তদন্ত করা হচ্ছে। কোন ভুল করবেন না; বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজনকে নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে। এটা এই সত্যের প্রমাণ যে আমরা এখনো আইনের দেশে বাস করি।


আরও খবর



হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ১২ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

Image

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ বেগম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১২ মে) সকালে হাসপাতালের লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে এ ঘটনা ঘটেছে।

মমতাজের মামা শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে বলেন, আজ ভোরে মমতাজকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার দেখাতে হাসপাতালের ১১তলা থেকে লিফটে চতুর্থ তলায় নামার সময় হঠাৎ সেটি বন্ধ হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট আটকে থাকার পর হাসপাতালের লোকজন নয় তলা দিয়ে তাদের বের করে আনেন। তবে এর আগেই মমতাজ মারা যান।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসনিন জাহান জানান, লিফটের ভেতর একজন রোগী মারা গেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।


আরও খবর



সাহিত্যে নোবেল বিজয়ী এলিস মুনরো মারা গেছেন

প্রকাশিত:বুধবার ১৫ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সাহিত্যে নোবেল বিজয়ী কানাডার লেখক এলিস মুনরো মারা গেছেন। সোমবার কানাডার অন্টারিওর পোর্ট হোপের একটি সেবাকেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

৬০ বছরের বেশি সময় ধরে ছোটগল্প লিখেছেন এলিস মুনরো। কানাডার গ্রামীণ জীবন উপজীব্য করেই বেশির ভাগ লেখা লিখেছেন তিনি। তার গল্পে যে অন্তর্দৃষ্টি ও সমবেদনা ফুটে উঠত, সেজন্য তাকে প্রায়ই রাশিয়ার লেখক আন্তন চেখভের সঙ্গে তুলনা করা হতো।

২০১৩ সালে এলিস মুনরো সাহিত্যে নোবেল পান। সে সময় পুরস্কারের ঘোষণায় মুনরোকে সমকালীন ছোটগল্পের মাস্টার’ অভিহিত করে নোবেল কমিটি বলেছিল, তিনি খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারেন। তার গল্পের বিষয়বস্তু সুস্পষ্ট ও বাস্তববাদী।’

মুনরোর জন্ম ১৯৩১ সালের ১০ জুলাই, কানাডার অন্টারিও প্রদেশের উইংহ্যাম এলাকায়। সেখানকার গ্রাম্য ও শান্ত পরিবেশেই তার বেড়ে ওঠা। বাবা ছিলেন খামারের মালিক ও মা স্কুলশিক্ষক।


আরও খবর



স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রকাশিত:বুধবার ১৫ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
সাকিব আহম্মেদ, মুন্সিগঞ্জ

Image

মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় স্ত্রীকে হত্যা করে পালিয়েছে যাওয়ার অভিযোগ ওঠেছে স্বামী মো. শাহজালালের  (৩৮) বিরুদ্ধে।

বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে স্বামীর বসতঘর থেকে স্ত্রী জিয়াসমিন আক্তারের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এর আগে মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে শাহ জালাল।

নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। স্বামী শাহজালাল খাসকান্দি এলাকার মৃত হাসান আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য স্ত্রী জিয়াসমিনের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, খাসকান্দি এলাকার শাহজালাল ২ মাস আগে এক নারীকে নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর নিজের স্ত্রী বলে পরিচয় দেয়। ওই নারী সনাতন ধর্মাবলম্বীর। শাহজালাল বিয়ে করার পর মুসলমান ধর্ম গ্রহণ করে ওই নারী। তার নাম হয় জিয়াসমিন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্বামীর বসতঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে মঙ্গলবার দিবাগত রাতের স্বামী শাহজালাল তার স্ত্রীকে লাঠি দ্বারা আঘাত করে। এতে স্ত্রী জিয়াসমিনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগেও তিনি ফৌজদারি মামলায় ৬ মাস কারাভোগ করেছেন। স্বামী শাহজালালকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।


আরও খবর



ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরের মামলা হাইকোর্টে স্থগিত

প্রকাশিত:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ মামলার বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচ উল মাওয়া।

এর আগে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে দায়ের করা মামলা স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়।

২০২১ সালে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মামলা দায়ের করা হয়। গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক গোলাম মোস্তফা এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুর জাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শামসুদ দোহা, বোর্ড সদস্য ইমামুস সুলতান, রতন কুমার নাগ ও শাহ জাহান।

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী শামীম আল মামুন জানান, মামলার বাদী অবসর গ্র্যাচুইটি ও অর্জিত ছুটি বাবদ নয় লাখ ৭৫ হাজার ১২৫ টাকা ক্ষতিপূরণ বাবদ পাওনা আদায়ের লক্ষ্যে ড. ইউনূসসহ আরও ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী গোলাম মোস্তফা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ কৃষি ফাউন্ডেশন ইউনিট কার্যালয়ের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ে বাদীর অবসর গ্র্যাচুইটি এবং অর্জিত ছুটি নগদায়ন বাবদ পরিশোধ না করে তাকে অবসরে যেতে বাধ্য করা হয়। এছাড়া, পাওনা পরিশোধ করতে প্রতিষ্ঠানটি টালবাহানা করে আসছে বলে অভিযোগ তোলেন তিনি।


আরও খবর



আনোয়ারায় জমে উঠেছে ভোটের মাঠ, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রকাশিত:শনিবার ১৮ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
মো.আমজাদ হোসেন, আনোয়ারা

Image

আসন্ন ২৯মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাটবাজার, অলিগলিসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো। সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী দোয়াত কলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী  মোটরসাইকেল ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক "আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন তালা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু জাফর চৌধুরীটিয়া পাখি, সালাহ উদ্দিন সারো টিউবওয়েল, আবদুল মান্নান মান্না চশমা, প্রদীপ দত্ত কনক মাইক, সন্তোষ কুমার দে বই, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম পেয়েছেন ফুটবল, পারভীন আক্তার কলসি ও এডভোকেট চুমকি চৌধুরী হাঁস

নির্বাচন উপলক্ষে প্রার্থীরা দিন রাত এক করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের কাছ থেকে সারা পেয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সব প্রার্থী।

অন্যদিকে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা তত বাড়ছে কে হবেন আগামী পাঁচ বছরের জন্য আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন তারা। যে প্রার্থী আনোয়ারায় উন্নয়ন করতে পারবে, সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করতে পারবে তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উপজেলাজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত এমন সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।নির্বাচনকে কেন্দ্র করে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।

প্রসঙ্গত, উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার সংখ্যা রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৮৮৮জন এবং মহিলা ১ লাখ ৯ হাজার ২২১জন।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর