
যশোরের শার্শা
উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে ভ্যানচালক স্বামী মনির হোসেন খুন হয়েছেন। বৃহস্পতিবার
(৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার বেড়ি নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান
থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন
বেড়ি নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। স্থানীয়রা
জানান, ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ বিষয়ে শার্শা
থানার পুলিশ ওসি (তদন্ত) এস এম আকিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল
থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো
হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরে একাধিক আঘাতের
চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।