আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

যশোরে গরু কিনতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

প্রকাশিত:রবিবার ২৭ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ২৭ জুন ২০২১ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

যশোরে গরু কিনতে যাওয়ার পথে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনায় শাহাবুদ্দিন নামের এক গরু ব্যবসায়ী আহত হন। তিনি গুরুতর অবস্থায় যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

রবিবার (২৭ জুন) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি এবং অজ্ঞাতপরিচয় প্রাইভেটকারচালক। গরু ব্যবসায়ীদের বাড়ি চট্টগ্রামের মুরাদনগর এলাকায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, রবিবার চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী যশোর থেকে প্রাইভেটকার নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুরের দিকে তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়।

তবে তিন গরু ব্যবসায়ীর প্রাথমিক পরিচয় পাওয়া গেলেও গাড়িচালকের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া অপর গরু ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ ট্যাগ: ট্রাকচাপায় নিহত

আরও খবর



আজকের রাশিফল: সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : সমস্ত কিছুর ভালো দিক দেখতে চেষ্টা করুন। কারোর উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না। এর ফলে মনোমালিন্য হতে পারে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে খারাপ খবর আসতে পারে।

বৃষ : আজ মন হালকা লাগবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সাথে খরচও বাড়বে অনেকটা। প্রিয়জনের সাথে যতটা বেশি সম্ভব সময় কাটান। মোবাইলে বেশি সময় কাটানো আপনার শরীরের পক্ষে ক্ষতিকর।

মিথুন : অকারণ ব্যয় আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাতে পারে। পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে আনন্দ করে সময় কাটবে। মন ভারমুক্ত হবে। রাতে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা হবে।

কর্কট : বেশি তেলযুক্ত খাবার বর্জন করুন। আপনার শরীর ভালো থাকবে। খরচের ব্যাপারে রাশ না টানলে পরে আর্থিক সংকটে পড়তে পারেন। কর্মক্ষেত্রের কাজ মিটিয়ে একান্তে সময় কাটান।

সিংহ : ধ্যান ও যোগ আপনার মনকে শক্ত করবে। আজ কোনও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। মূল্যবান জিনিস সাবধানে রাখুন। পরিবারের সাথে সংবেদনশীল ব্যাপারে আলোচনার সময় সংযত থাকুন।

কন্যা : আজ সকলের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার যোগাযোগ বাড়বে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। স্ত্রীয়ের সাথে রোম্যান্টিক সময় কাটান।

তুলা: আপনার পুরানো ধ্যান ধারণা বদলানোর সময় এসেছে। নতুন ভাবনাকে স্বাগত জানান। মনে কোনও সংকীর্ণতা রাখবেন না। কোনও নতুন কাজ নিয়ে বাবা মায়ের পরামর্শ আজ কাজে দেবে।

বৃশ্চিক : আপনার সহনশীলতা এবং ভয়হীন মনোভাব আপনাকে যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সফল করবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া কোনও আর্থিক বিনিয়োগ করবেন না।

ধনু : আপনার দয়ার কারণে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করবে। আত্মীয় এবং বন্ধুদের কাছে আপনার ভাবমূর্তি খারাপ করার চক্রান্ত হতে পারে। তাই সাবধান থাকুন। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ মেটাতে গিয়ে অনেক সময় যাবে।

মকর : খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হোন। কোনও নতুন রোগে ভুগতে পারেন। পরিবারের বয়স্ক সদস্যদের থেকে সাহায্য আর্থিক সহায়তা আপনাকে অনেক কাজের সুবিধা করে দেবে।

কুম্ভ : নিজের বিবেচনা এবং মতামত সকলের কাছে প্রকাশ করুন। আপনার আত্মবিশ্বাসের অভাব অনেক কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে আপনার যোগাযোগ বাড়তে পারে।

মীন : আজ আপনার চলতে থাকা প্রকল্পগুলি সাফল্যের সাথে শেষ হবে। সকলের প্রশংসা পাবেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকা একান্ত জরুরী। অনুপ্রেরণামূলক কোনও বই পড়তে পারেন।


আরও খবর



জি–২০ সম্মেলনকে ঘিরে ‘অচল’ দিল্লি

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

যদি বলা হয় লকডাউনে রাজসিক যজ্ঞ, মোটেই বাড়াবাড়ি হবে না। কিংবা যদি বলা হয়, জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রাণহীন দিল্লিতে, সেটাও অতিশয়োক্তি হবে না মোটেই।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু করে রোববার পর্যন্ত দিল্লির প্রাণকেন্দ্র নিউ দিল্লি জেলার হাল এমনই হতে চলেছে। শীর্ষ সম্মেলন নিরুপদ্রব ও নির্বিঘ্ন করে তুলতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশ যা যা করছে, আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর হাল তেমন হয়নি।

নিউ দিল্লি বা লুটিয়েন্স দিল্লি বলতে সেই এলাকাকে বোঝায়, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র ও রাজ্য সরকারের সব রথীমহারথীর বাস। যেখানে কেন্দ্রীয় সরকারের অধিকাংশ দপ্তর অবস্থিত। যেখানে পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের অবস্থান। কনট প্লেস, খান মার্কেট, বেঙ্গলি মার্কেটের মতো বিশাল ও অভিজাত বাজার রয়েছে, আছে ইন্ডিয়া গেট জুড়ে মনোরম সবুজের রমরমা। বড় বড় হোটেল, মিউজিয়াম। এক কথায় বিশ্বের পর্যটকেরা যে অঞ্চলে বছরভর ঘুরে বেড়াতে ভালোবাসেন, এই নিউ দিল্লি এলাকা তাই।

এই জেলার মধ্যেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনস্থল ভারত মন্ডপম, অনেক আগে যার নাম ছিল প্রগতি ময়দান। এই ভারত মন্ডপমেই হতে চলেছে দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলন। সে জন্য সেজেগুজে দিল্লি প্রস্তুত। অথচ কাল থেকে সেখানে প্রাণের স্পন্দন অনুভূত হবে না। হবে না কারণ, গোটা নিউ দিল্লি জেলাকে নিষেধাজ্ঞার বেড়াজালে বেঁধে দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে কনট প্লেস, খান মার্কেট, গোল মার্কেট, বেঙ্গলি মার্কেটসহ নিউ দিল্লি জেলার মধ্যে থাকা সব বাণিজ্য এলাকা। কোনো দোকান খোলা হবে না সোমবার ভোরের আগে। বন্ধ রাখতে হবে সব সিনেমা-থিয়েটার হল। কোনো সরকারি যান চলবে না। শনি ও রোববার বন্ধ থাকবে দিল্লি শহরের রাস্তার পরিচিত অটোরিকশা, ট্যাক্সি। বেসরকারি যান চলাচলও বন্ধ থাকবে ওই তল্লাটে। বৈধ পাসধারী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ।

বিমানবন্দর থেকে মূল শহরে আসার জন্য ন্যাশনাল হাইওয়ে খোলা রাখা হবে শুধু সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের জন্য। বাকিদের ঘুর পথে শহরে যাওয়ার রাস্তা বাতলানো হয়েছে।

এই ঝঞ্ঝাট থেকে বাঁচতে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো তাদের কয়েকটি পরিষেবা বন্ধ রাখছে বলে জানিয়েছে। রাষ্ট্রীয় নেতাদের বিশেষ বিমান রাখার কারণে বিমানবন্দরেও ঠাঁই নাই ঠাঁই নাই রব উঠেছে। হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ বিদেশি এয়ারক্র্যাফট রাখতে। রাজধানীর ভালো কোনো হোটেলে একটি ঘরও খালি নেই। সরকার আগে থেকে সব বুক করে ফেলেছে।

বিমানবন্দর বা রেলস্টেশন থেকে নিয়ন্ত্রিত এলাকায় যেতেআসতে যাত্রীদের টিকিট বা হোটেল বুকিংয়ের প্রমাণ দিতে হবে। নইলে পুলিশ থেকে ছাড় মিলবে না। দেশবিদেশের সাংবাদিকদের হাল সবচেয়ে খারাপ। ভারত মন্ডপমে যেতে হলে তাঁদের প্রত্যেককে সকাল ছয়টায় হাজির হতে হবে দক্ষিণ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সেখান থেকে ভারত মন্ডপম যেতেআসতে ভরসা বিশেষ শাটল বাস।

বৈধ পাস নিয়ে ভারত মন্ডপমে গাড়ি নিয়ে যাওয়া গেলেও সেখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ওই অঞ্চলে যাওয়ার জন্য মেট্রোরেলের একমাত্র স্টেশন, যার নাম সুপ্রিম কোর্ট স্টেশন, তা টানা তিন দিন বন্ধ থাকবে। ওই স্টেশনে কোনো মেট্রো থামবে না। কাজেই সংবাদমাধ্যমের এত মাত্র গতি সরকারি শাটল বাস।

নিউ দিল্লি এলাকার বাসিন্দাদের বলা হয়েছে, তিন দিনের বাজারহাট সবাই যেন আগেভাগে সেরে ফেলেন। অফিসকাছারি, স্কুলকলেজ, মলসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বাসিন্দাদের বলা হয়েছে অনাবশ্যক ঘোরাফেরা না করতে। এমনকি তিন দিন প্রাতর্ভ্রমণ না করারও পরামর্শ দিল্লি পুলিশের পক্ষে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, নিউ দিল্লি জেলায় তিন দিন জোমাটো, সুইগি, অ্যামাজনের মতো সংস্থা খাবার বা অন্য কিছু ডেলিভারি দিতে পারবে না। এই তিন দিন ২০০এরও বেশি প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য এই তিন দিন দিল্লি মেট্রো ভোর চারটা থেকে চালানো হবে। কিন্তু নিউ দিল্লি পুরো বন্ধ থাকার ফলে কে বা কারা তাতে চাপবে, সেই প্রশ্ন উঠেছে।

সম্মেলন উপলক্ষে কনট প্লেস সাজানো হয়েছিল। সে জন্য খরচ হয়েছে প্রায় ৪ কোটি রুপি। কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে বলে এই অনিন্দ্যসুন্দর মার্কেট প্লেসের সৌন্দর্য বিদেশি অতিথিরা উপভোগ করতে পারবেন না। কনট প্লেসের ব্যবসায়ী সংগঠনের আক্ষেপ, তিন দিনে শুধু তাঁদের বাণিজ্যিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪০০ কোটির টাকার কাছাকাছি।

লকডাউন শব্দে প্রবল আপত্তি দিল্লি পুলিশের। অথচ যা হচ্ছে তাতে নির্দ্বিধায় বলা যায় কোভিডকালে জনপ্রিয় হওয়া শব্দ লকডাউন ফিরিয়ে এনে অনুষ্ঠিত হতে চলেছে জি২০ শীর্ষ সম্মেলন। প্রাণহীন মহাযজ্ঞ।


আরও খবর



যাত্রাবাড়ীতে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া রোডের ধোলাইপাড় বাজারে একটি রঙ তৈরির কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌঁছে রাত ৯টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ৮টা ২৫ মিনিটে খবর আসে দনিয়া রোডের ধোলাইপার বাজারে একটি রঙ তৈরির কেমিক্যাল এবং এর রঙয়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ৮টা ৪০ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে তিনটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর ঘণ্টাখানেক পর আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোনো হতাহত নেই।

নিউজ ট্যাগ: যাত্রাবাড়ী

আরও খবর
ঢাকা ওয়াসার যৌথ ওয়ার্কশপ সম্পন্ন

রবিবার ০১ অক্টোবর ২০২৩

ঢাকার বায়ু আজ সহনীয়

রবিবার ০১ অক্টোবর ২০২৩




আজকের রাশিফল: শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রকাশিত:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

দৈনন্দিন জীবনে অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা আলাদা।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল

(মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল)

সফলতা বজায় রাখতে ধৈর্য ধরুন। পারিবারিক সম্পর্কে সমঝোতা দরকার। বিনিয়োগ শুভ। যানবাহন ও যন্ত্রপাতিতে সতর্ক থাকুন।

(বৃষ | ২১ এপ্রিল-২০ মে)

কর্মস্থলে মর্যাদা বাড়বে। সাংসারিক শান্তি রাখতে ইতিবাচক থাকুন। বিনিয়োগে সচেতন থাকার চেষ্টা করুন। রোমান্স শুভ।

(মিথুন | ২১ মে-২০ জুন)

কিছু বিষয় উদ্বেগ বাড়াবে। সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক রাখুন। স্বাধীন পেশাজীবীদের জন্য সম্ভাবনাময় সপ্তাহ। সুখবর পাবেন।

(কর্কট | ২১ জুন-২০ জুলাই)

নেতিবাচক চিন্তাভাবনা যেন কাজে প্রভাব না ফেলে। কর্মস্থলে ইমেজ বাড়বে। বিনিয়োগে সফলতার সম্ভাবনা আছে। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার।

(সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট)

অস্থিরতা বাড়তে পারে। সাংসারিক বিষয়ে সচেতন থাকার চেষ্টা করুন। প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।

(কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

এজেন্সি ব্যবসায়ীদের জন্য বেশ ভালো সময়। পরিবারে সবার মতামতকে গুরুত্ব দিন। স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন।

(তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিনিয়োগে লাভবান হবেন। কোনো আশা সম্ভাবনা আছে। মানসিক অবসাদ কাটাতে বিনোদনে সময় কাটান। আয় বাড়বে।

(বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না। রাগ, অস্থিরতা আজ নিয়ন্ত্রণে রাখুন। আর্থিক যোগাযোগ ও রোমান্স শুভ। যানবাহনে সতর্ক থাকুন।

(ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পেশাগত ব্যস্ততা বাড়বে। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। লেনদেনে সতর্ক থাকুন। ভুল-বোঝাবুঝি হতে পারে। (মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সাংসারিক কাজে ব্যয় বাড়বে। ব্যবসায়িক পরিবেশ অনুকূলে থাকবে। কর্মদক্ষতার মূল্যায়ন পাবেন।

(কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যবসায়িক সফলতা পাবেন। কারও কথায় সিদ্ধান্ত নিলে ক্ষতিকর হবে। অতিরিক্ত ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকুন।

(মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পেশাগতভাবে ব্যস্ততা বাড়বে। একটু উদ্যোগী হলে অপ্রত্যাশিত সূত্র থেকে লাভ হতে পারে। জমিসংক্রান্ত বিনিয়োগ শুভ নয়।


আরও খবর
খালি পেটে যে চার খাবার খেলে অ্যাসিডিটি হয়

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




আন্তঃনগর ট্রেনের দায়িত্বে পুলিশ, ক্ষুব্ধ রেলবাহিনী

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আন্তঃনগর ট্রেনের নিরাপত্তা দেবে পুলিশ। রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) আর এ দায়িত্ব পালন করতে পারবে না। ফলে ভাতাও পাবে না। এতে ক্ষুব্ধ রেলের নিজস্ব বাহিনীর সদস্যরা। রেল কর্তৃপক্ষ বলছে, আরএনবি ট্রেন পরিচালনায় সম্পৃক্ত জনবল তথা রানিং স্টাফ নয়। তাদের ভাতা পাওয়ার সুযোগ নেই। তাই চলন্ত ট্রেনের দায়িত্ব থেকে সরানো হয়েছে।

রেলওয়ের নিরাপত্তার জন্য পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের নেতৃত্বে রেঞ্জ রয়েছে। কর্মপরিধি অনুযায়ী, স্টেশন এলাকা ও রেললাইনের দুই পাশের ১০ ফুট করে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রেলওয়ে পুলিশের। অন্যান্য স্থাপনা ও সম্পদ পাহারায় থাকে আরএনবি। এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, ট্রেনে বিনাটিকিটে যাত্রী তুলে নিজের পকেট ভারী করার অভিযোগ রয়েছে। আবার চলন্ত ট্রেনের দায়িত্ব পালনের কারণে ভাতাও পেয়ে থাকেন।

বিনাটিকিটের যাত্রী ও ভাতার খরচ কমাতে আরএনবিকে চলন্ত ট্রেনের দায়িত্ব থেকে সরানো হয়েছে রেলসূত্রের খবর। তবে আরএনবি সদস্যদের দাবি, এতে তারা শুধু ভাতা হারাবেন না, যাত্রীরাও নিরাপত্তাহীনতায় পড়বেন। ছিনতাই, মাদক পরিবহন, ট্রেনে পাথর নিক্ষেপ, মলমপার্টির উৎপাত বাড়বে। বিনাটিকিটের যাত্রীদের কাছ থেকে পাওয়া টাকার পুরোটা পকেটে ঢোকাতে কর্তৃপক্ষকে দিয়ে পুলিশ ও আউটসোর্সিংয়ের কর্মীরা আরএনবিকে দায়িত্ব থেকে সরিয়েছে।

তবে রেলসূত্রের ভাষ্য, আরএনবি সদস্যদের অস্ত্র না থাকায় ছিনতাই, মাদক পরিবহন, চোরাচালানের মতো অপরাধ দমনে সক্ষম নয়। বিনাটিকিটের যাত্রী তুলে যে উপরি আয় হয়, তা পুলিশ, রানিং স্টাফ এবং আরএনবির মধ্যে ভাগ হতো। দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ায় এ ভাগ হারিয়েছে আরএনবি। পুলিশের কব্জায় যাবে তা। ভাতা ও উপরি আয় হারিয়ে ক্ষুব্ধ আরএনবি। 

আরও পড়ুন>> উচ্চবিত্ত পর্যায়ে দুর্নীতি বেশি হচ্ছে : পরিকল্পনামন্ত্রী

রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেছেন, আরএনবি রানিং স্টাফ নয়। তাই আন্তঃনগর ট্রেনের দায়িত্ব থেকে তাদের সরানো হয়েছে। অন্যান্য ট্রেনে তাদের নিরাপত্তার দায়িত্ব দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। ট্রেনের সামনের দিকে এবং পেছনে দুটি পৃথক গার্ড ব্রেক থাকে। আরএনবি সদস্যরা তা পাহারা দিতেন। সিদ্ধান্ত হয়েছে সামনের গার্ড ব্রেকটি তালাবদ্ধ রাখা হবে।

ট্রেন চালানোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মী তথা পরিচালক, লোকোমাস্টার (চালক), সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টাররা রানিং স্টাফ হিসেবে গণ্য হন। তারা দিনে ১০০ মাইলের বেশি ট্রেন পরিচালনা করলে এক দিনের বেতনের সমপরিমাণ মাইলেজ ভাতা পান, যার ৭৫ শতাংশ পেনশনে যোগ হয়। পরে আদালতের রায়ে ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই), অ্যাটেন্ড্যান্টসরা রানিং স্টাফের স্বীকৃতি পেয়েছেন। খরচ কমাতে সরকার মাইলেজ ভাতার সুবিধা বাতিল করেছে। তবে রানিং স্টাফদের আন্দোলনে তা পুনর্বহালের প্রক্রিয়া চলছে। আরএনবিও একই সুবিধা চাইছে। মাইলেজ না পেলেও ট্রেনে দায়িত্বের জন্য মূল বেতনের অনুপাতে ভাতা পেতেন আরএনবি সদস্যরা।

গত ১ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর ট্রেন থেকে আরএনবিকে সরিয়ে দেওয়া হয়েছে। আগে প্রতিটি ট্রেনে একজন হাবিলদারের নেতৃত্বে দু-তিনজন করে আরএনবি সিপাহি থাকত। অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, বিভিন্ন সময় আরএনবি সদস্য বিষয়ে কথা উঠেছে। তারা কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটিয়েছে। তাই এই বাহিনীর সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে সরিয়ে দেওয়া হয়েছে, তা বোধগম্য নয় বলে দাবি করেছেন আরএনবির পূর্বাঞ্চলীয় চিফ কমান্ডেন্ট মো. জহিরুল ইসলাম। বাহিনীতে দুই হাজার সদস্য থাকার কথা থাকলেও এখন আছে মাত্র ৮০০। 

আরও পড়ুন>> দেশে নতুন জঙ্গি সংগঠন, করছিল হামলার পরিকল্পনা

রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয়ের চাহিদায় ২০০৬ সালের ২২ ডিসেম্বর থেকে ট্রেনে আরএনবি সদস্য মোতায়েন করা হয়। একজন লোকোমাস্টার ঢাকা-ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটের আন্তঃনগর হাওর এক্সপ্রেসের উদাহরণ দিয়ে বলেন, ট্রেনটিতে প্রতি যাত্রায় অন্তত শপাঁচেক বিনাটিকিটের যাত্রী থাকেন। পুলিশ, আরএনবি এবং রানিং স্টাফরা এসব যাত্রী তোলেন। যাত্রীপ্রতি ২০০ টাকা আদায় করলেও প্রতি যাত্রায় লাখ টাকা উপরি আয় হয়। পুলিশ, আরএনবি এবং রানিং স্টাফ মিলিয়ে একটি ট্রেনে ২০ জনের বেশি থাকে না। ফলে জনপ্রতি দিনে আয় ৫ হাজার টাকা। খরচ কমাতে অ্যাটেনড্যান্টস সরিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে অনবোর্ড সেবা দিতে যেসব বেসরকারি কর্মী রাখা হয়েছে, তারাও ভাগ পান। ভাগ পান রেলের কর্মকর্তারাও। উপরি আয়ের জন্যই আরএনবিসহ সবাই ট্রেনে দায়িত্ব পালন করতে চায়।


আরও খবর