আজঃ সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

যেভাবে দেয়াল টপকে পালালেন হারুন

প্রকাশিত:মঙ্গলবার ০৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন সাবেক ডিবিপ্রধান হারুনঅর রশিদ, কিন্তু পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে তিনি পালিয়েছিলেন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে চলে যান হারুন।

একটি সূত্র জানিয়েছে, সোমবার হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান।

একাধিক সূত্র জানিয়েছে, হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন হারুন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি।


আরও খবর



চলমান বন্যায় দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ লাখ ৯ হাজার ৫২২টি পরিবার।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ত্রাণ মন্ত্রণালয় জানায়, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ১১ জেয়ায় ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ১০ লাখ ৯ হাজার ৫২২টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।

সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। বন্যাদুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বন্যায় ৪টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৪৮৬টি। ১১ জেলায় মোট ১০ লাখ ৯ হাজার ৫২২টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে; ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন।

মন্ত্রণালয় আরও জানায়, চলমান বন্যায় মারা গেছে এখন পর্যন্ত ৫৪ জন। এর মধ্যে পুরুষ-৪১, নারী-৬ ও শিশু ৭। জেলাভিত্তিক মারা গেছেন কুমিল্লা-১৪, ফেনী- ১৯, চট্টগ্রাম-৬, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৮, ব্রাহ্মণবাড়িয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজার ৩ জন ও মৌলভীবাজার ১ জন। এখনো মৌলভীবাজারে নিখোঁজ রয়েছের একজন।

জানা গেছে, চলমান বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন আশ্রয় নিয়েছেন। ৩৮ হাজার ১৯২টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম চালু রয়েছে।

সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যাদুর্গত এলাকায় এক লাখ ৯৪ হাজার ২৮৫ প্যাকেট ত্রাণ, ১৯ হাজার ২৬০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মোট ৪২ হাজার ৭৬৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৮ হাজার ৩৮৯ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এ ছাড়া হেলিকপ্টারের মাধ্যমে ১৫৩ জনকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়া সশস্ত্রবাহিনী কর্তৃক পরিচালিত মোট ২৪ টি ক্যাম্প এবং ১৮টি মেডিকেল টিম বন্যা উপদ্রুত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছেন।


আরও খবর



এবার ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাত ১০৯ গেটের সবকটি খুলে না দিল ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।


আরও খবর
নিউইয়র্কে হতে পারে ইউনূস-শেহবাজ বৈঠক

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




বৈষম্যবিরোধী ছাত্রদের তীব্র আন্দোলনে মুখে শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

Image

ঘুষের মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বেলাব উপজেলার রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী রুবেল মিয়া। তবে পদত্যাগ করা দুই শিক্ষকের অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ নেতা বিদ্যালয়ে প্রবেশ করে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোড়পূবর্ক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেন।

এসময় পক্ষ বিপক্ষের লোকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী ও জনতা। এর মধ্যে গুরুতর আহত হয়ে বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনন্ত নামে এক শিক্ষার্থীকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অধ্যায়নরত শিক্ষার্থীসহ এলাকাবাসির কিছু অংশ রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বেগমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে শিক্ষকদের রুমে ঢুকে জোড়পূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেন বলে অভিযোগ করেন সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার ও অফিস সহকারী রুবেল মিয়া।

আন্দোলনকারীদের অভিযোগ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বেগম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে নিয়োগ পান। এসময় তারা বলেন, উক্ত সহকারী প্রধান শিক্ষকের বিএড সার্টিফিকেটও নাকি জাল।

এদিকে আন্দোলন চলাকালীন সময়ে এঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রাজারবাগসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছুটে আসে বিদ্যালয়ে। ছুটে আসে বৈষম্যবিরোধী আন্দোলনের নরসিংদী জেলার স্বেচ্ছাসেবক কর্মী জেসমিন আক্তার আন্দোলনকারীদের সমর্থন দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের নিয়ে বিদ্যালয়ে আসেন। এসময় সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির ছেলে সাদির মোল্লা বৈষম্যবিরোধী আন্দোলনের স্বেচ্ছাসেবককমী জেসমিন আক্তারের উপরে হামলা করে। হামলায় সাদির মোল্লাও আহত হয়। এসময় শিক্ষার্থীরা আরো উত্তেজিত হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি ও অফিস সহকারী রুবেল মিয়ার পদত্যাগের দাবিতে ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকে।

এরই মধ্যে পার্শ্ববতী বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী রাজারবাগ স্কুলে আসে। এসময় রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। উল্লেখ্য যে রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির স্বামী মোঃ নাজমুল হোসেন বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষককতা করেন।

বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা খবর পান তাদের শিক্ষক নাজমুল হোসেনকে নাকি রাজারবাগ উচ্চ বিদালয়ে আটক করেছে। এখবর শুনে তারা রাজারবাগ আসলে এলাকাবাসি ও রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।

ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এসময় উভয় পক্ষের প্রায় ১৫ শিক্ষার্থী ও এলাকাবাসি আহত হয়। এর মধ্যে বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর অনন্ত নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর ধাওয়া খেয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বেলাব পাইলট মর্ডান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপি বলেন,তারা আগেই আমার বিরুদ্ধে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়। ইউএনও স্যার বলছে চলতি মাসের ১০ তারিখের মধ্যে তদন্তপূর্বক ঘটনাটি দেখবে জানান। কিন্তু তার আগে আজ রোববার স্কুলচলাকালীন সময়ে তারা স্কুলে এসে আমাকে মারধর করে। এসময় আমার ছেলে আমাকে বাঁচাতে আসলে তাকেও মারধর করে তারা। পরে জোড়পূর্বক আমার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়।

অফিস সহকারী মোঃ রুবেল মিয়া বলেন, আমি বৈধভাবে পরীক্ষা দিয়ে নিয়োগ পাই। আজকে বহিরাগত ছাত্ররা বিদ্যালয়ে ঢুকে আমাকে হুমকী দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। যা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে।

আমলাব ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে ফোন করে বলেন বিদ্যালয়ে আসার জন্য। এসময় এসে দেখি বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গনে। তারা আমার কাছে জানান সহকারী প্রধান শিক্ষক শাহিনুর আক্তার হেপির নিয়োগে দুর্নীতি আছে অফিস সহকারী রুবেল মিয়া নিয়োগে ১১ লক্ষ টাকা সাবেক সভাপতির মাধ্যমে বিনিময় হয়ছে। এসব প্রমাণের ডকুমেন্ট নাকি তাদের সংগ্রহে আছে। এসব কারণে ছাত্ররা তাদের পদত্যাগ দাবি করছে । এসময় অফিসে কথা বলার সময় বেলাব পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের দুই তিন শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে অর্তকিতভাবে হামলা করে। খবর শুনে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে আসে। শুনেছি দুইজন শিক্ষকই স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এখন পরিবেশ শান্ত আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার স্বেচ্ছাসেবক কর্মী জেসমিন আক্তার বলেন,আমরা বিদ্যালয়ের এই দুইজন শিক্ষকের নিয়োগ নিয়ে অনিয়মের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমরা গেছি। উনি আমাদের সময় দিয়েছিলেন। রবিবার দিন তিনি আসার কথা ছিল। তিনি আসেননি। তাই আমরা আজকে বৈষম্যবিরোধী আন্দোলেনের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে আসি শিক্ষকদের সাথে কথা বলার জন্য। এসময় শিক্ষক শাহিনুর আক্তার হেপির ছেলে সাদির মোল্লা আমার উপর হামলা করে। পরে আমরা শিক্ষকদের সাথে বসি। এসময় শাহিনুর আক্তার হেপির স্বামী বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হোসেনের নের্তৃত্বে ওই স্কুলের শিক্ষার্থীরা এসে গন্ডগোল সৃষ্টি করে। পরে উনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হোসেন বলেন, আমি বিদালয়ে এসে দেখি ছাত্ররা বলছে সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে পদত্যাগ করতে হবে। ফলে আজকের ঘটনার সমাধানের জন্য আমরা এলাকাবাসি নিয়ে বিদ্যালয়ে বসেছিলাম। এসময় হঠাৎ করেই বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী এসে গন্ডগোল শুরু করে। এতে কয়েকজন আহত হয়। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ও বেলাব থানায় খবর দেই। পরে থানা পুলিশ চলে যাবার পর বৈষম্যবিরোধী ছাত্ররা তাদেরা পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়।

বেলাব থানার ওসি(তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, গন্ডগোলের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করি। এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন, আমি মিটিং এ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল স্কুলে গিয়ে বিস্তারিত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থ নিব।


আরও খবর
ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




ভোলায় সাগরে ট্রলারডুবি, ৭ জেলে নিখোঁজ

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি

Image

ভোলার চরফ্যাশনের দক্ষিণ ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝিমাল্লা সহ মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে বৈরী আবহাওয়ার কারনে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ জেলেদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায়।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার বিকেলে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। এসময় সাগরে থাকা অন্য জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও ৭ জেলে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে ৩টি ট্রলার সাগরে ছেড়ে গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি।

চর মানিকা জোনের নৌ কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।


আরও খবর
ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




এক ওভারে ৩৯ রান, সামোয়া ব্যাটারের বিশ্বরেকর্ড

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

অবিশ্বাস্য এক ইতিহাস গড়লেন দারিয়ুস ভিসের। সামোয়ার এই ব্যাটার কী করেছেন শুনলে চোখ কপালে উঠে যাবে। যে কীর্তি নেই বিশ্বের সেরা সব ব্যাটারের, সেটিই করে দেখিয়েছেন তিনি। ১ ওভারে নিয়েছেন ৩৯ রান!

ভিসের এই কীর্তি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপ-আঞ্চলিক পূর্ব এশিয়া-প্যাসিফ বাছাইপর্ব ইভেন্টে। আজ সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে ভানুয়াতু পেসার নালিন নিপিকোর করা ১৫তম ওভারে ৬ বলে ৬টি ছয় মারেন তিনি। সেই ওভারে তিনটি নো বল দেন নিপিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে ওভারটিতে ৩৯ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ভিসের।

ছেলেদের টি-টোয়েন্টিতে ১ ওভারে এর চেয়ে বেশি রান নিতে পারেননি কেউ। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৬ ছয়ে ৩৬ রান নিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে যা ইতিহাস হয়ে আছে। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং এ বছর নেপালের দীপেন্দ্র সিং এইরিও ৬ বলে ৩৬ রানের কীর্তি গড়েন। এ ছাড়া ৬ ছক্কা না মারলেও ১ ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তি আছে রোহিত শর্মা ও রিংকু সিংয়ের। এ বছরেই এই কীর্তি গড়েন এ দুই ভারতীয় ব্যাটার। একই কীর্তি আছে নিকোলাস পুরানেরও (২০২৪)।

নিপিকোর প্রথম তিন বলে ছয় হাঁকান ভিসের। পরের বল নো হয়। ফ্রি হিট থেকে আবারও ৬ মেরে দলের রান শতকের ঘরে নিয়ে যান তিনি। পঞ্চম বলটি ডট হয়। শেষ বলটিতে আবারও নো বল দিয়ে বসেন নিপিকো। সেই বল করতে গিয়ে আবারও নো বল হওয়ার পাশাপাশি ছয়ও। বৈধভাবে ষষ্ঠ বলটিতে আবার ছয় মারেন ভিসের। শেষ বলটিতে নিপিকো দিয়েছেন ১৪ রান!

ভিসের ম্যাচটিতে ৬২ বলে ৫ চার ও ১৪ ছয়ে করেছেন ১৩২ রান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সামোয়া পায় ১৭৪ রানের সংগ্রহ। যদিও শেষ ৮ বলে ৫ উইকেট হারায় তারা। ওপেনিংয়ে নেমে ১ ওভারে ৩৯ রান দেওয়াটা পুষিয়ে দিতে চেষ্টা করেছিলেন নিপিকো। তবে ফেরেন ২৫ বলে ৭৩ রান করে। লক্ষ্য তাড়ায় ভানুয়াতুও থামে ৯ উইকেটে ১৬৪ রানে। সামোয়া জিতেছে ১০ রানে।

নিউজ ট্যাগ: বিশ্বরেকর্ড

আরও খবর