আজঃ মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
শিরোনাম

ইয়ূথ কমিটি শক্তিশালী ও সক্রিয়করণে সভা

প্রকাশিত:শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২ | ৪৫০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

দি হাঙ্গার প্রজেক্ট-খুলনা অঞ্চলের এর সহযোগিতায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ইউনিয়ন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ইয়ূথ এর সমন্বয়ে ইউনিয়ন ইয়ূথ কমিটি শক্তিশালী ও সক্রিয় করণে খাউলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সক্রিয় ইয়ূথ এর উপস্থিতিতে ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর ইয়ূথ সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান, উপস্থিত সকলের পরিচয় ও কুশলবিনিময় করেন, এরপর সকল ইয়ূথ এর পরিচয় প্রদান ও তাদের বর্তমান কার্যক্রম ও করোনাকালিন সময় তাদের উল্লেখ যোগ্য কাজ, সমাজের ইয়ূথ এর ভুমিকা, তুলে ধরার আহবান জানান। এরপর উপস্থিত ইয়ূথ এর উদ্দ্যেশে নেতা কি? যোগ্য নেতার বৈশিষ্ট কি কি? এলাকার উন্নয়নে কি কি কাজ করা যায়? ইয়ূথ কমিটির কার্যক্রম কি? ভবিষৎ ইয়ূথ এর কর্ম পরিকল্পনা কি? SDGs ইউনিয়ন গঠন করার লক্ষে কি কি কাজ করা যেতে পারে?

এই সকল প্রশ্নের পরিপ্রেক্ষিতে তারা বলেন, করোনা ভ্যাকসিন এর জন্য উৎসাহিত করা, করোনা ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করা, রক্তের গ্রুপ র্নিধারন ক্যাম্পেইন করা, বাল্যবিয়ে হ্রাস করার জন্য ক্যম্পেইন করা, সচেতনতার জন্য উঠান বৈঠক, র‌্যালী, আলোচনা সভা করা প্রস্থাব গ্রহন করা হয় ও ভবিষৎ কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষে সকলের সম্মতিতে পরিকল্পনা গ্রহন করা হয়, এর পাশাপাশি ইয়ূথ কমিটি শক্তিশালী ও সক্রিয় করণের লক্ষে একটি কার্যকারী কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটির খাউলিয়া ইউনিয়ন এর কো-অর্ডিনেটর হিসেবে র্নিবাচিত হয় মোঃ সাইফুল ইসলাম সায়মন, আজকের ইউনিয়ন ইয়ূথ কমিটি শক্তিশালী ও সক্রিয় করণে ইয়ূথ সভায় আর কোন আলোচ্য সুচি না থাকায়  ইউনিয়ন সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও আগামী মিটিং এ সকলকে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে আজকের ইয়ূথ সভার সমাপ্ত ঘোষণা করেন।


আরও খবর