আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

ভোলায় ট্রলির ধাক্কায় দুই ভাই নিহত 

প্রকাশিত:রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ | ৫৬৫জন দেখেছেন
ভোলা প্রতিনিধি


Image

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ইটবোঝাই ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলামবাদ ইউনিয়নের আব্দুল করিম মোল্লার ছেলে মো. শাওন (২০) ও মো. সোহেল (২৫)। সম্পর্কে তারা দুই ভাই।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাওন ও সোহেল। পরে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় আসলে একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে দুই ভাই নিহত হন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, রোববার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রলিচালক পলাতক রয়েছেন।


আরও খবর