বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে
বলে জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
তিনি বলেন, এই এগিয়ে যাওয়া কেবলমাত্র নির্বাচনকেন্দ্রিক নয়। প্রধানমন্ত্রীর যে
নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন; তার প্রাধান্য দেওয়া এবং একই সঙ্গে আগামী ৪১ সালের মধ্যে
স্মার্ট এবং উন্নত আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলাই দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্নার
উদ্বোধনের পর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কবির বিন আনোয়ার বলেন, আওয়ামী লীগ তার সৃষ্টিলগ্ন থেকেই এদেশের গণমানুষের মুক্তির
আন্দোলনে অবদান রেখে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশ
স্বাধীন হয়েছে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সামাজিক আন্দোলন গড়ে উঠছে, সেই আন্দোলনে
সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটি দলীয় কার্যালয়-অফিসগুলো পুরোপুরি
ডিজিটালাইজড করা হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে
অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, যা গত একশ বছরেও হয়নি, সেই উন্নয়নের সুফল যে সাধারণ মানুষ
পাচ্ছেন সেগুলো গণমানুষের কাছে তুলে ধরতে হবে। আর এ ক্ষেত্রে স্মার্ট কর্নার গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করবে।
এই সুফল ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য শক্তিশালী টিম গঠন করার ইঙ্গিতও দেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ-৫
সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য
মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার
হোসেন হেলাল, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক
রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিসান, সাধারণ সম্পাদক
নাসিম আহম্মেদ নাসিমসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ,
স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।