অতি বর্ষণে
জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় রামগঞ্জ উপজেলার বেশিরভাগ খাল থেকে দ্রুত পানি
সরানো ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার
ও আজ শুক্রবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন খাল
ও উন্মুক্ত জলাশয় থেকে পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী বাঁধ, জাল, ও আন্টা, খড়াজালসহ
বিভিন্ন সরাঞ্জম জব্দ ও বিনষ্ট করা হয়।
রামগঞ্জ উপজেলা
নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলামের সার্বিক তত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) দেব্রবত
দাশ এ অভিযান পরিচালনা করেন।
দুইদিন ধরে
চলা এই অভিযানে পদ্মা বাজারে শাখা খাল, পানপাড়া ওয়াপদা খাল, পানপাড়া বাজার খালের অংশ,
লামচর ইউনিয়নের বেড়ি বাজার সংলগ্ন খাল, রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাল, রামগঞ্জ
লক্ষ্মীপুর সড়কের মঠের পোলের উপর সংযোগ খাল, বেড়িবাজার হতে ডাজ্ঞাতলী ওয়াপদা খাল থেকে
অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরার সরঞ্জাম ও বাঁধগুলো
কেটে দেয়া হয়।
এছাড়া আইয়েনগর
ও দরবেশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পানির প্রবাহ সচল করতে বেশ কিছু বাঁধ কাটা হয়।
এসময় উপস্থিত
ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, রামগঞ্জ থানা পুলিশের সদস্যসহ রেডক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী
সংগঠনের ব্যক্তিবর্গ।
রামগঞ্জ উপজেলা
নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি
আরো জানান, উপজেলার কোন খালে বাঁধ দিয়ে মাছ চাষ বা বাঁধ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা
সৃষ্টির সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না।
কনক মজুমদার, রামগঞ্জ প্রতিনিধি