আজঃ শনিবার ১৮ মে ২০২৪
শিরোনাম

উন্নয়ন মডেল শেরপুর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ | অনলাইন সংস্করণ
Image

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

পরিবর্তনের দৃশ্যপটে পাল্টে গেছে বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সরকারি এই দপ্তরকে ঘিরে ইতোমধ্যে উন্নয়ন-সৌন্দর্য, সেবা এবং উৎপাদন-সব মিলেই এক জনবান্ধব কর্মপরিবেশের উদ্যোগ গ্রহণ করেছেন জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকপ্রাপ্ত  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি উদ্যোক্তা সমন্বয়ক ডা. মো. রায়হান পিএএ। তিনি মুজিব বর্ষ, ডেল্টা প্লান, এসডিজি, বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্র এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক প্রাপ্ত কর্মকর্তা  ডা. মো. রায়হান পিএএ এই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পরই এই দপ্তর ও হাসপাতালের দৃশ্যমান ইতিবাচক সেবা বান্ধব পরিবর্তন এসেছে। সবমিলে- সেবার সৌন্দর্যে উৎপাদন উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগ শেরপুর -এই স্লোগানে সরকারি এই সেবাদানকারী দপ্তরটি  মডেল হিসেবেও হিসেবেও দাড়িয়েছে দেশের অন্যান্য সরকারি দপ্তরসমূহের নিকট।

ডা. রায়হান  পিএএ জানান, তিনি ১৯ অক্টোবর ২০২১ থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্ব পাওয়ার পরেই সরকারের প্রাণিসম্পদ নিয়ে যে মিশন-ভিশন এবং ২০৪১- সালের যে ভিশন রয়েছে সেটি বাস্তবায়নের জন্য কিছু ইনোভেটিভ পদক্ষেপ গ্রহণ করেছেন। অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং সেবা সহজিকরণে ইতোমধ্যে তিনি শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উদ্ভাবনী আাইডিয়াগুলি সরেজমিন বাস্তবায়ন করে যাচ্ছেন যা ইতোমধ্যে দৃশ্যমান এবং স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয়ভাবে সারাদেশেই অভুতপূর্ব সাড়া ফেলেছে।

সরেজমিন ঘুরে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের নানামুখি পরিবর্তন লক্ষ করা গেছে। দৃষ্টিনন্দন গারডেনিং দৃশ্য এবং সৌন্দর্যের চিত্র শোভা পাচ্ছে হাসপাতালটির পুরো ক্যাম্পাস জুড়েই। ইতোপূর্বের জরাজীর্ণ ক্যাম্পাসটি  ফিরেছে বৈচিত্রময় রুপে।

এই দপ্তর ও হাসপাতাল সূত্র জানিয়েছেন, সেবা সহজিকরণের জন্য সেবা সহজিকরণ ডেস্ক ও প্রাণিসম্পদ কর্ম বন্টন ডিসপ্লে, খামারি উদ্যোক্তাদের বিশ্রামের দৃষ্টিনন্দন ওয়েটিং কর্ণার, তথ্য সমৃদ্ধ মায়বী অপেক্ষণ, জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসরণে সেবা অপ্রাপ্তি অভিযোগ বক্স স্থাপন অভিযোগ প্রাপ্তিতে পদক্ষেপ গ্রহণ, সেবা সহজিকরণে খামারিদের ওয়ান স্টপ সার্ভিস প্রদানের জন্য আলাদা আলাদা সংশ্লিষ্ট শাখা বিন্যাস, সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য আইডেন্টিটি কার্ড প্রদান, তথ্য প্রাপ্তির দৃশ্যমান বোর্ড স্থাপন, সকল সেবা মুল্যের দৃশ্যমান তথ্য প্রদর্শন, অফিস ভবনের নান্দনিক সংস্কার, নিরাপত্তা সার্চ লাইট স্থাপন, পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার নিরাপত্তা যুক্তকরণ, সৌন্দর্য বৃদ্ধির জন্য অফিস প্রাঙ্গন ল্যান্ডস্ক্যাপিং, অসুস্থ প্রাণির জন্য প্রাণিকল্যাণ শেড নির্মাণ, পোস্টমর্টেম কর্ণার, অপারেশন কর্নার, পেটসসেবা কর্নার, ভ্যাক্সিন কর্নার, ছয় ধরনের ঘাসের প্রদর্শনী প্লট স্থাপন, ডিজিটাল তথ্য ডিসপ্লে বোর্ড স্থাপন, প্রাণিসম্পদ মূরাল/গ্যালারী, সার্জিক্যাল কর্নার, ডিসপোজাল পিট এবং যানবাহন রাখার জন্য পার্কিং জোন স্থাপন। কর্ম পরিবেশ উন্নয়নে সকল স্টার্ফদের দৃষ্টিনন্দন কর্পোরেট ডেক্স স্থাপন এবং আধুনিক সম্মেলন কক্ষ ও খামারি সমাবেশ কিংবা খামারি বান্ধব কর্মসূচি বাস্তবায়নের জন্য  প্রাণিসম্পদ মুক্ত মঞ্চ স্থাপন। জবাবদিহিতা আর সচ্ছতার জন্য আধুনিক ডিজিটাল অফিস ব্যাবস্থাপনা, ফাইল রেজিস্ট্রার শ্রেনিবিন্যাস, ডিজিটাল নথি ব্যাবস্থাপনা, জাতীয় ওয়েব পোর্টাল হালনাগাদ, দৈনিক চিকিৎসা এবং খামার পরিদর্শন বাহিস ওয়েব সাইটে তথ্য সংরক্ষণ, হালনাগাদ প্রাণিসম্পদ পরিসংখ্যান ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন।

জানতে চাইলে শেরপুর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা রায়হান পিএএ বলেন, সেবা কিভাবে সহজভাবে দেওয়া যায় এবং সেবা গ্রহীতা কিভাবে সেবা ভোন্তিমুক্ত গ্রহণ করতে পারেন সে-বিষয়ে কিছু কৌশল বাস্তবায়ন করেছি।

এদিকে, তৃণমুল পর্যায়ে প্রাণিসম্পদ সেবাকে তরান্বিত করার জন্য জনপ্রতিনিধিদের সমন্বয়ে ইউনিয়ন প্রাণিসম্পদ সেবা টিম গঠন করে দূর দুরান্তের খামারিদের সময়, মূল্য ও ভিজিট কমিয়ে গুনগত সেবাদান করে যাচ্ছে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল।

বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান সরেজমিন এই উন্নয়ন ও সেবাদান চিত্র পরিদর্শন করে বলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রায়হান একজন নিবেদিত জনবান্ধব ডায়নামিক কর্মকর্তা তার নেতৃত্বে প্রাণিসম্পদের অভুতপুর্ব উন্নয়ন সাধন হচ্ছে যা সকল সরকারি দপ্তর ও সরকারি কর্মচারীদের জন্য আদর্শ হতে পারে। বিষয়টি সম্পর্কে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম ফেরদৌস আলম (প্রাণিসম্পদ-২)  বলেন, সৃজনশীল চিন্তা ভাবনা প্রতিটা কর্মকর্তার কাছ থেকে বের হয়না। আমি মনে করি ডা. রায়হান প্রাণিসম্পদ অধিদপ্তরের একটা অ্যাসেট (অর্জন)।

প্রসঙ্গত: ডা. রায়হান স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি বানিজ্যিক ভিত্তিক দেশি মুরগির অরগানিক খামার মডেল প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন সহ দেশি মুরগির জাত সংরক্ষণে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন।এই কর্মকর্তা ইতোমধ্যেই রাষ্ট্রীয় অনেক স্বীকৃতিও অর্জন করেছেন; জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক (ব্যক্তিগত সাধারণ শ্রেনীতে) এসি আই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড, বিসিএস ক্যাডার কর্মকর্তা দের বুনিয়াদি প্রশিক্ষণে ২য় স্থান অর্জনসহ স্বর্ণপদক  রেক্টর্স মেডেলসহ অন্যান্য অনেক সম্মাননাও পেয়েছেন।


আরও খবর



এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

প্রকাশিত:রবিবার ১২ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (১২ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ২০/০৫/২০১৪ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২১/০৫/২০২৪ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এবার বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের ২ হাজার ৬৮০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়প্রতি আরও ১৪০ টাকা যোগ করা হবে।

এ ছাড়া পরীক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ পত্রপ্রতি ১১০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা নেওয়া হবে। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ এবং রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিলম্ব ফি ১০০ টাকা।

কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্রপ্রতি ২৫ টাকা দিতে হবে। আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি দিতে ২০ টাকা।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। এ কার্যক্রম ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করার সুযোগ ছিল ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। এরপর ফরম পূরণের সময় ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ছিল ৭ মে থেকে ১২ মে পর্যন্ত। এবার আবারও ফরম পূরণের সময় বাড়ানো হলো।


আরও খবর
একাদশের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ১৬ মে ২০২৪




কাল থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই ধর্মঘট চলবে।

গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. মুছা বলেন, চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

গত সোমবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চুয়েটের দুই ছাত্র নিহত হয়। এর জের ধরে ওইদিন থেকেই শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন।

এরই মধ্যে গত বুধবার ঘাতক বাসের চালককে পুলিশ গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা কিছুটা শান্ত হয়। পরবর্তীকালে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে ১১টা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ২০ জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় শিক্ষার্থীরা চুয়েটের মূল ফটকের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। ওই বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনও করে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আগামী ১১ মে পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত শুক্রবার বিকেলে চুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সময়ে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। যদিও জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে দাবি আদায়ে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


আরও খবর



নরসিংদীতে বজ্রপাতে একই পরিবারের ২ জনসহ নিহত ৩

প্রকাশিত:শনিবার ১৮ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৮ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

Image

নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে আলোকবালী গ্রামের ইমন মিয়া, সুফিয়া বেগম এবং কাইয়ুম মিয়া মাঠে ধান কাটতে যান। এ সময় তাদের সঙ্গে ছিল পরিবারের আরও ৩ সদস্য। দুপুর ১২টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ৩ জন। নিহত সুফিয়া এবং ইমন সম্পর্কে মা-ছেলে। স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

নরসিংদী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবির বাশার বলেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতরা চিকিৎসাধীন।


আরও খবর



ধর্ম নিয়ে কটূক্তি: জবি শিক্ষার্থীর পাঁচ বছরের কারাদণ্ড

প্রকাশিত:সোমবার ১৩ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০২০ সালের ৫ নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ বলা হয়, আসামি তিথি সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

আসামি তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (জ.বি) শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে ২০২০ সালের ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।


আরও খবর



কানাডায় শিখনেতা হত্যাকাণ্ডে তিন ভারতীয় গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ০৪ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তা মনদীপ মুকের। খবর বিবিসি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার তিনজন হলেন করণ ব্রার (২২), কমল প্রিত সিং (২২) ও করণ প্রিত সিং (২৮)। তারা সবাই এডমন্টন শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিজ্জর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার তিনজনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাই সামনে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে খুন হন নিজ্জর। এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করে কানাডা। যদিও ভারতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

ভারতের পাঞ্জাব রাজ্যে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নিজ্জর। তিনি বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র একটি গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন- এমন অভিযোগে তাকে সন্ত্রাসী তকমা দিয়েছিল ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করে এসেছেন নিজ্জরের সমর্থকেরা। তাদের ভাষ্য, খালিস্তান আন্দোলনের পক্ষে থাকায় একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন নিজ্জর।

গত শতকের সত্তরের দশকে ভারতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু করেন দেশটির শিখ সম্প্রদায়ের অনেকে। ওই বিদ্রোহের জেরে সে সময় হাজারো মানুষ নিহত হয়েছিলেন। এরপরও কয়েক দশক ধরে ওই বিদ্রোহের রেশ থেকে যায়। বর্তমানে ভারতের বাইরে বিভিন্ন দেশে পাঞ্জাবে স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিখেরা।


আরও খবর