
কক্সবাজারের উখিয়ায়
রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে ক্যাম্পের মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার
(২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে
আহতদের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের গুলিতে ক্যাম্পের মাঝিসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
৪ নম্বর রোহিঙ্গা
ক্যাম্পের নেতা আবদুল শফি বলেন, ‘আমার ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের
গুলিতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জেনেছি কথিত আরসার সন্ত্রাসীরা এ ঘটনা
ঘটিয়েছে।’