আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

প্রকাশিত:শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ | ২২৭৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

কক্সবাজারের উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মো. শাহজাহান (৪১) ও মো.একরামুল হোসেন (২৫)।

কক্সবাজার ৩০ বিজিবির অধিনায়ক মো. মেহেদী হোসাইন কবীর বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর