পুরোনো ড্রেস কোডে ফিরেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ছেলে শিক্ষার্থীদের আগের মতো টুপি পরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ওড়না। এর আগে ২০২০ সালে ড্রেস কোড পরিবর্তন করা হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। তবে মুসলিম বাদে অন্য ধর্মাবলম্বীদের ড্রেসকোডে কিছুটা পরিবর্তন থাকবে।
জানতে চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন বলেন, দীর্ঘদিন থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এ ধরনের দাবি ছিল। তবে সম্প্রতি সরকারের পালাবদলের পর এ দাবি তীব্র হয়। এর প্রেক্ষিতেই গতকাল ড্রেস কোড পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুসলিম ভিন্ন অন্য ধর্মাবলম্বীদের ড্রেস কোডে কিছুটা পরিবর্তন থাকবে। সেটিও আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে আজ জানিয়ে দিয়েছি।
এদিকে ড্রেস কোড পরিবর্তনকে স্বাগত জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, অনেক চাপ সৃষ্টির পর আগের ড্রেস কোড ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ২০১৪ সাল পর্যন্ত যে ড্রেস কোড ছিল তা ফেরত আনা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আগের ড্রেস কোড ফিরিয়ে আনার দাবি ওঠে। এক পর্যায়ে গতকাল সোমবার (১২ আগস্ট) ড্রেস কোড পরিবর্তন করে প্রতিষ্ঠানটি।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ সময়ে ছেলেদের নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, সাদা রঙের ফুল শার্ট/হাফ শার্ট, সাদা রঙের নেটের গোল টুপি, সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা পরতে হবে। তবে শীতকালীন সময়ে এই ড্রেসের সঙ্গেই থাকবে নেভি ব্লু রঙের হাফ হাতা/ফুল হাতা সোয়েটার (প্রভাতী শাখার ছাত্রদের ফুল হাতা)।
মেয়েদের ক্ষেত্রে সাধারণ সময়ে সাদা রঙের সালোয়ার, সাদা রঙের কলার ও সাদা বেল্টসহ নীল রঙের ফ্রক (হাতা লম্বা হবে), মাথায় সাদা রঙের স্কার্ফ (প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত), গায়ে সাদা রঙের ওড়না ও একই রঙের ক্রস ওড়না (চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত), সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা পরতে হবে। তবে শীতের সময় একই ড্রেসের সঙ্গে থাকবে নেভি ব্লু রঙের কার্ডিগান কলারসহ (সামনে বোতাম)।