আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

টুঙ্গিপাড়ায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | ৯৫০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া এ মামলার অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অছিকার রহমান সরদার উপজেলার মুন্সিরচর গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালে প্রথম স্বামীর মৃত্যুর পর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের ছরোয়ার জাহান সিকদারের মেয়ে মোসা. জরিনা বেগমের অছিকার রহমান সরদারের সঙ্গে বিয়ে হয়। বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর পূর্বের স্বামীর রেখে যাওয়া জমি বিক্রি করে অর্থ হাতিয়ে নেন অছিকার।

অর্থ ও সম্পত্তি  হাতিয়ে নেওয়ার পর স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন অছিকার রহমান। নিরুপায় হয়ে জরিনা স্বামীর নামে জেলা জজ আদালতে একটি মামলা করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর অছিকার তার স্ত্রীকে ম্যানেজ করে একসঙ্গে আদালতে যান এবং জামিন নিয়ে বাড়িতে আসেন।

২০০৫ সালের ৭ জুন রাতে অছিকার তার স্ত্রী জরিনাকে কথা আছে বলে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান। অনেক সময় পর ফিরে না আসায় তার প্রথম পক্ষের সন্তান আলামিন ঘরের বাইরে গিয়ে তার মাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন ৮ জুন সকালে হাজির খাল থেকে জরিনার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০০৫ সালের ৮ জুন জরিনার ভাই মো. দাউদ সিকদার বাদী হয়ে তার ভগিনীপতি অছিকার রহমান সরদারসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।


আরও খবর