
ঢাকা ০৭ আসনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান তারেক এ আদেল সহ তার সমর্থক নেত্রীবৃন্দরা নির্বাচনীয় গণসংযোগ এবং ছোট বাচ্চাদের শিক্ষায় আগ্রহী করার লক্ষ্যে নতুন খাতা কলম পেনসিল সহ রমজানের ক্যালেন্ডার উপহার প্রদান করেন।
শুক্রবার(১৭ মার্চ) ঢাকার ৭ আসনের বিভিন্ন জায়গায় তারেক এ আদেল গণসংযোগ ও উপহার সামগ্রী প্রদান করে।
এ সময় তারেক এ আদেল এর সাথে কথা হলে তিনি আমাদের বলেন, ঢাকা ০৭ আসনের মানুষদের জন্য আমি কিছু একটা করতে চাই, তাদের কষ্ট আমার ভালো লাগে না, বিগত দিনে আমার বাবা যে ভাবে আপনাদের পাশে ছিলেন ঠিক তেমনি বাবার অবর্তমানে আমিও আপনাদের সাথে সুখ দুঃখে পাশে থাকতে চাই।
আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ,
সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি আপনাদের মাঝে থাকতে চাই, পরিবারের সদস্য হিসেবে আপনাদের
পাশে দাঁড়াতে চাই। সামনে রমজান উপলক্ষে সকল বিত্তবানদের গরীব-দুঃখীদের পাশে থাকার আহবান
জানায় এবং আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি ও চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার।
এই সময় তার সাথে গণসংযোগ এ উপস্থিত ছিলেন হাজী মাসুম চৌধুরী চকবাজার থানা সভাপতি জাতীয়
পার্টি, এম এ হাসান সাধারণ সম্পাদক লালবাগ থানা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।