আজঃ মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
শিরোনাম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর

প্রকাশিত:শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ | ৫৬৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সাবালিয়া এলাকার গণপূর্ত বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আবসার জুয়েল। তার বাড়ি চট্টগ্রামে। তিনি ভাসানী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নবীন জানান, রাতে প্রাইভেট পড়িয়ে জুয়েল মোটরসাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে শাবালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর