
টানা মন্দার পর বাজেটের আগে কিছুটা চাঙ্গা
দেশের পুঁজিবাজার। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১ হাজার ১৭৪ কোটি
৫৮ লাখ ২৪ হাজার টাকা, যা চলতি বছরের সর্বোচ্চ। এ নিয়ে টানা তিন কার্যদিবস লেনদেন ছাড়াল
হাজার কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, বেশ কয়েক মাস ধরেই
স্থবির পুঁজিবাজার। এ থেকে উত্তরণে বাজেটে নীতিনির্ধারণী পর্যায় থেকে ভালো খবর জরুরি।
আর এ নিয়ে কাজ চলছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
আরও পড়ুন<< দেশের বাজারে কমলো সোনার দাম
পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ
বলেন, কয়েকদিনের বাজার পরিস্থিতি নিয়ে খুশি হওয়ার কারণ নেই। প্রয়োজন স্থায়ী সমাধান।
সব খাত যাতে বাজারে অংশ নিতে পারে, সেদিকে নজর দিতে হবে। তখন লেনদেন আরও ভালো হবে।
তিনি বলেন, গত কয়েক বাজেটে পুঁজিবাজারকে
এড়িয়ে যাওয়া হয়েছে। বর্তমান বাজারে লভ্যাংশের ওপর দ্বৈত কর ব্যবস্থা বিদ্যমান। কোম্পানি
পর্যায়ে ১০ শতাংশ ঠিক রেখে পরবর্তী সময়ে বিনিয়োগকারীদের অব্যাহতি দিলে দীর্ঘমেয়াদি
বিনিয়োগে আগ্রহ বাড়বে। এ ছাড়া করপোরেট ট্যাক্সের সুবিধার কথা বলা হলেও সেদিকে নজর দেওয়া
হচ্ছে না।
বর্তমান করপোরেট করের ৮০ শতাংশ তালিকাভুক্ত
কোম্পানি দিয়ে থাকে। বাকিরা কর দেয়; কিন্তু চুরি করে। সেখানে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে;
কিন্তু তালিকাভুক্ত কোম্পানির অনেক নিয়ম মানতে হয়। সরকার সহজে কর আদায় করতে পারে; কিন্তু
আমাদের নীতিনির্ধারকদের সেদিকে খেয়াল নেই।
আরও পড়ুন<< শিগগিরই দেশে ডিজিটাল ব্যাংক চালু : গভর্নর
তারা মনে করেন, তালিকাভুক্ত কোম্পানির
কর কমালে অনেক কম টাকা আদায় হবে। এ ধারণা সঠিক নয়। তাই বাজেটে করপোরেট পর্যায়ে কোনো
কর সুবিধা দিতে হলে পুঁজিবাজারে তালিকাভুক্তদের দেওয়া উচিত। এতে ভালো কোম্পানিগুলো
পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে।
গতকাল ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স)
আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৯, ডিএস-৩০ মূল্য সূচক ১
দশমিক ১৯ এবং শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়েছে। লেনদেনে অংশগ্রহণকারী
কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৭৭টির। অপরিবর্তিত রয়েছে ১৮২ কোম্পানির
শেয়ার ও ইউনিটের দাম।
টাকার হিসেবে লেনদেনের শীর্ষে আছে আনোয়ার
গ্যালভানাইজিং, নাভানা ফার্মা, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, লাফার্জহোলসিম, সি পার্ল বিচ,
বিএসসি, প্রভাতী ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ
ইন্স্যুরেন্স।
আরও পড়ুন<< কোন দেশে পেঁয়াজের দাম কত?
দরবৃদ্ধির শীর্ষে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স,
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ঢাকা
ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফেডারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড
ইন্স্যুরেন্স ও আরএসআরএম স্টিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৬৮৫। এদিন লেনদেনে অংশগ্রহণকারী ২৪৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৫৭টির। অপরিবর্তিত আছে ১০৬টির দাম।