আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

শ্যালকের লাঠির আঘাতে প্রাণ গেল দুলাভাইয়ের

প্রকাশিত:সোমবার ১৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৪ নভেম্বর ২০২২ | ৫৮০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই আলবার্ট দাওয়া (৪০) নিহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। এ ঘটনায় শ্যালক উৎসবকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আলবার্ট দাওয়া তার সঙ্গীদের সঙ্গে মদ খেয়ে শ্বশুরবাড়িতে আসলে শ্যালক উৎসবের সঙ্গে তার তর্ক হয়। এক পর্যায়ে শ্যালক তার ঘরে থাকা লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই আলবার্ট লুটিয়ে পড়লে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উৎসবকে আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ ট্যাগ: শেরপুর

আরও খবর