আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

স্বরূপকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
হযরত আলী হিরু, স্বরূপকাঠি

Image

পিরোজপুরের স্বরূপকাঠির জিরবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ইব্রাহিম খলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান প্রমুখ।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মহব্বত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রশান শিক্ষক মো. আমির হোসেন। দিনব্যাপী ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিভিন্ন  ইভেন্টে অংশ নিয়ে আনন্দ আর উচ্ছাসে মেতে ওঠে তারা।


আরও খবর