পিরোজপুরের স্বরূপকাঠি প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রথম অধিবেশনে সাধারণ সভায় বিগত কমিটির নানা কর্মকান্ডের উপর আলোচনা শেষে পুরানো কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতি মোতাবেক ইত্তেফাক প্রতিনিধি মো. হালিমুর রহমান শাহিনকে প্রধান এবং দৈনিক সংবাদ প্রতিনিধি ধীরেণ হালদার ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মো. ওমর ফারুককে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশন গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সসদ্যরা হলেন, সহ-সভাপতি মো. হালিমুর রহমান শাহিন (ইত্তেফাক), মো. আসাদুজ্জামান (নিউজ টুডে ও দেশের কণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাসান সুজন (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক মো. আমিন মোল্লা (আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন (বাংলাদেশ বুলেটিন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান (আমার সংবাদ), প্রচার সম্পাদক মো. রুহুল আমীন ( ভোরের ডাক), কোষাধ্যক্ষ ধীরের হালদার (সংবাদ), দপ্তর সম্পাদক মো. হাবিবুল্লাহ মিঠু (ইনকিলাব), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মো. মাসুদুল আলম অপু (জনবানী), ক্রীড়া সম্পাদক মো. জাহিদ হোসেন (সংবাদ দিগন্ত)।
সদস্য একেএম কাওসার উদ্দিন তালুকদার (যুগান্তর), ওমর ফারুক হান্নানুর রহমান (নব চেতনা), মো. আতিকুল ইসলাম লিটু (নয়া দিগন্ত), একে আজাদ (ভোরের কাগজ), এম এস বাবুল (দিক দিগন্ত), মো. রিয়াজ মাহমুদ (আমাদের নতুন সময়), এস আর রাজু (ভোরের দর্পণ), মো. আজিজুল ইসলাম (দক্ষিণাঞ্চল ও জে টিভি), মো. তুহিন আহসান (আলোর জগত ও ৭১ টিভি বাংলা), শেখর মজুমদার (দখিনের কণ্ঠ)।