
পিরোজপুরের স্বরূপকাঠিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে রমজান বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহবুব উল্লাহ মজুমদার উপজেলার সোহাগদলের হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত টাকা জরিমানা করেন।
অপরদিকে একইদিন বিকেলে বিভিন্ন অনিয়মের
দায়ে ইন্দুরহাট বন্দরের ইউসুফ হোটেলকে ৩ হাজার টাকা ও দক্ষিণ কৌরিখাড়া খেয়াঘাট এলাকায়
কিছুক্ষণ হোটেলকে ১ হাজার ও মোস্তাকিন রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা
অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক
দেবাশিষ রায় ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন
অর রশিদ ও থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার বলেন,
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।