আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

স্বরূপকাঠি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় আনন্দ মিছিল

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | ৪২৭০জন দেখেছেন
হযরত আলী হিরু, স্বরূপকাঠি


Image

বিবাহিত ও দলীয় কার্যক্রমে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়তার অভিযোগে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের সভাপতি রনী দত্ত জয় বিবাহিত এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ গ্রহণ করেছেন। সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমু ছাত্রলীগের কার্যক্রম থেকে দীর্ঘদিন যাবৎ নিষ্ক্রিয়। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করার অনুরোধ করা হলেও নিষ্ক্রিয় রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে বর্ধিত সভায়ও অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে সদ্য বিলুপ্ত ওই কমিটির বিরুদ্ধে। এদিকে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পরপরই সন্ধ্যায় স্বরূপকাঠি পৌর শহরে আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ ও পৌরছাত্র লীগের নেতাকর্মীরা। তারা দলীয় কার্যালয় থেকে এক মিছিল শুরু করে জগন্নাথকাঠি বন্দর ও পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নেয়ামত উল্লাহ রানা, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুন আশ্চর্য অনুয, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের নেতা মেহেদী হাসান শিমুল, অনিক আশ্চর্য, মিমোর রেজা অনি, তাওসিফ কবির, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক সজিব ওয়াজেদ, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল প্রমুখ।

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পিরোজপুর জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় স্বরূপকাঠি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানান পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।


আরও খবর