আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

স্ত্রীর লিভারেও বাঁচানো গেলো না দর্শনার পৌরমেয়রকে

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | ৬৭০জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক


Image
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান মারা গেছেন।

লিভার সিরোসিস জটিলতায় ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে মারা যান তিনি।

দর্শনা পৌরসভার প্যানেল মেয়র রবিউল হক সুমন জানান, লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন মতিয়ার রহমান। তার প্রায় পুরো লিভারই অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকরা তার লিভার দ্রুত প্রতিস্থাপন করার কথা জানিয়েছিলেন। তার স্ত্রী রোজী রহমানের সঙ্গে তার লিভার শতভাগ মিলে যায়। তিনি তার লিভারের ৩০ শতাংশ মেয়রকে দেন।

তিনি আরও জানান, গত ২৪ নভেম্বর তার লিভার প্রতিস্থাপন করা হয়। তারপর থেকে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মেয়র। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।


আরও খবর