আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

স্ত্রীকে না পেয়ে রড দিয়ে পিটিয়ে শ্বশুরের হাত ভাঙল জামাই

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর ২০২২ | ৭৪৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

মেহেরপুরের গাংনীতে স্ত্রীকে না পেয়ে রড দিয়ে পিটিয়ে শ্বশুরের হাত ভেঙেছেন জামাই। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাংনী উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শ্বশুর মোহন আলী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মোহন আলী বলেন, আমার মেয়ে শাপলা খাতুনকে সহড়াতলা গরীবপুর গ্রামের ইনামুল হকের ছেলে রাজন প্রেমের সম্পর্কের জেরে চার বছর আগে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে তার উপর নির্যাতন করে আসছে রাজন। বর্তমানে তাদের একটি ছেলে হয়েছে। নির্যাতন সইতে না পেরে মেয়ে আমার বাড়িতে চলে এসেছে। বুধবার দুপুরে রাজন আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এ সময় তাকে নিষেধ করলে রড দিয়ে আমার উপর হামলা করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদিলা আজহার বলেন, মোহন আলীর বাম হাত ভেঙে গিয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরও খবর