
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পাবনার হেমায়েতপুর ইউনিয়নের কাশীপুর হতে বুদের হাঁট পর্যন্ত সড়কের বেহাল দশা। চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ। কাশিপুর থেকে বুদের হাঁট বাজার পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানা-খন্দ সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির পিচ-ঢালাই উঠে গিয়ে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দুই ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চড়ম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী বুদের হাঁট এলাকার তিতাস ও শাকিল শেখ জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ এলাকার শত শত মানুষ আসা-যাওয়া করে। এ সড়কের পিচ-ঢালাই উঠে মাটি বেড়িয়ে কয়েক ফুট গর্ত হয়েছে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি, দুর্ঘটনার শিকার হয়ে থাকে।
তারা জানান, শুকনো মৌসুমে এসব গর্ত পেড়িয়ে
গাড়ি চলাচল করলেও একটু বৃষ্টি হলেই সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়। অথচ সড়কটি মেরামতের
জন্য কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেননি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড়
ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।
অটোচালক সোহেল জানান, বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে। এটি চড় এলাকার মানুষের যোগাযোগের অন্যতম একটি সড়ক। কিন্তু সড়কটি সংস্কার না করায় পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পাড় হয়ে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। এছাড়াও অসুস্থ বয়স্ক রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় বলে জানান তিনি।
পাবনা মেডিকেল কলেজ ছাত্রী অর্থী রায় জানান, খুব কষ্ট করে আমরা এ সড়ক দিয়ে মেডিকেলে আসা-যাওয়া করি। সড়কটি সংস্কার না হওয়ায় আমাদের চলাচলে অনেক সমস্যায় পড়তে হয়। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
কথা হয় পাবনা মেডিকেল কলেজ ছাত্র অভিতোষ চক্রবর্তীর সাথে তিনি জানান, কাশিপুর থেকে বুদের হাট পর্যন্ত এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে যেতে হয় পাবনা মেডিকেল কলেজ, পাবনা মানসিক হাসপাতাল, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে। তাই এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের নির্বাহী পরিষদের সদস্য চিত্র রর্জন দাস জানান, প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসে সৎসঙ্গ দর্শনে কিন্তু কাশিপুর থেকে ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পর্যন্ত সড়কটি বেহাল অবস্থা হওয়ায় ভক্তবৃন্দদের আসতে ভোগান্তি পোহাতে হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব তিথি উৎসবের আগেই সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
এবিষয়ে এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান মন্ডল বলেন, মেডিকেল কলেজ থেকে বুদের হাঁট সড়কটি ২০২৩-২৪ অর্থ বছরে বাস্তবায়ন করা যায় সেই লক্ষে আমি নিজে সরাসরি সড়কটি পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি সড়কটি জরুরী মেরামত করা প্রয়োজন। আমরা সেই কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা সদর উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। এছাড়াও অন্যান্য সড়কগুলো যেগুলো অতি বর্ষনে ও বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সড়কগুলোও এই অর্থ বছরে বাস্তবায়ন করার জন্য আমরা আন্তরিক ভাবে চেষ্টা করছি।