
মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে মোকামবাজার এলাকায় গাছের নিচে চাপা পড়ে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার
(১১ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বিক্রমজিৎ
বর্ধন (৫০)। তিনি বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার ভাড়াউড়া চা
বাগানের ধীরেন্দ্র বৈদ্যর ছেলে।
প্রত্যক্ষদর্শী
ও পুলিশ সূত্রে জানা যায়, বিক্রমজিৎ বর্ধন নিজ ছেলে জয় বর্ধনকে নিয়ে মোটরসাইকেলযোগে
মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে মৌলভৗবাজার মোকামবাজার এলাকায় পৌঁছলে
শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে রাস্তার পাশে চোরেরা গাছ কাটছিল। এমন সময় একটি গাছ তার উপর
পড়ে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় তার ছেলে
জয় বর্ধন আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে
ভর্তি করেন।
এ বিষয়ে মৌলভীবাজার
মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত
করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিক্রমজিৎয়ের
মৃত্যুর সংবাদ প্রচার হলে শ্রীমঙ্গল উপজেলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।