আজঃ রবিবার ২৮ মে ২০২৩
শিরোনাম

সকাল থেকে মৌলভীবাজারে ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে

প্রকাশিত:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

মৌলভীবাজারে সিএনজি অটোরিকশার নিবন্ধন বন্ধ ও জেলা সদরে স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মানের দাবিতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক-ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকে শুক্রবার সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলছে।

ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়ে বাস টার্মিনালে গিয়ে বাসের অপেক্ষা করছেন।

সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন বন্ধ, ব্যাটারিচালিত টমটমের অবৈধভাবে চলাচল, ট্রাক, লরি, পিকআপ, ক্যাভার্ডভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে বাস, মিনিবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।

এদিকে সিলেটে বিএনপির গণসমাবেশকে সামনে রেখে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বলেন, সরকার নিরীহ বাস মালিকদের নিয়ে ধর্মঘট দিয়ে হাস্যকর ও হঠকারী কাজ করছে। ধর্মঘট দিয়ে কোনো লাভ নেই, সিলেটের গণ সমাবেশে দুই লাখের বেশি মানুষ হবে।


আরও খবর