আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের আটকাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ১০ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জানুয়ারী ২০২৩ | ৪১৫জন দেখেছেন
রাজশাহী প্রতিনিধি


Image

নাটোরে শিশু ধর্ষণ মামলায় আজানুর রহমান নামের এক আসামিকে দশ বছর আটকাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক। সোমবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আজানুর রহমান বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। এসময় দণ্ডিত আজানুর রহমান আদালতে উপস্থিত ছিল না। উলে­খ্য, ২০১২ সালের ২ মে রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের ১২ বছর বয়সী ভিকটিমকে একা পেয়ে একই এলাকার সোলাইমান হোসেনের ছেলে সোহেল রানা এবং মুক্তার হোসেনের ছেলে আজানুর রহমান বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

পরে ভিকটিমের পিতা বাদী হয়ে ৩ মে বড়াইগ্রাম থানায় সোহেল রানা ও আজানুর রহমানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় পলাতক আজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত তাকে ১০ বছরের আটকাদেশ দেন।


আরও খবর