
আগের পাঁচ ম্যাচে
টানা জয় পেয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। টানা ষষ্ঠ জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে
ওঠার লক্ষ্যে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।
আজ দুপুর ১টা
৩০ মিনিটে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে
নামবে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। আগের ছয় ম্যাচের ভেতর দুই দলই হেরেছে মাত্র
একটি করে ম্যাচ। দুই দলের সামনেই সুযোগ আজ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার।
সেই লক্ষ্যেই টস জিতে মাশরাফি বিন মর্তুজার সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ফরচুন
বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
এবারের বিপিএলের
প্রথম পাঁচ ম্যাচেই টানা পাঁচ জয়ে উড়তে থাকা সিলেট নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে কুমিল্লা
ভিক্টোরিয়ান্সের কাছে। তবে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে মাশরাফি-মুশফিকদের
সিলেট।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই সিলেটের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বরিশাল। সিলেটের সমান জয় পেলেও রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবের দল। আজ জিতলে সিলেটকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবে বরিশাল।
ফরচুন বরিশাল
একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল
হক বিজয়, কামরুল ইসলাম রাব্বী, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম
জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।
সিলেট স্ট্রাইকার্স
একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), টম মুরস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান,
তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান
রাজা, তানজিম হাসান সাকিব।