
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত সিফাত উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা বাদশা কান্দি এলাকার বজলু শেখের ছেলে।
স্থানীয়রা জানান,
সিফাত বিকেলে নিজ বসত ঘরের এক স্থান থেকে আরেক স্থানে বৈদ্যুতিক সংযোগ দিতে যায়। এ
সময় সে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘরের মেঝেতে পড়ে যায়। পরে পরিবারের
লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা
করেন।
শিবচর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই
তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি
মিরাজ হোসেন বলেন, ঘটনা শুনে ঐ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।