
জয়পুরহাটের পাঁচবিবি ২০ বিজিবির ক্যাম্পে এক বিজিবি সদস্যকে গুলি করে খুনের পর পালিয়ে যাওয়া বিজিবির সিপাহী হযরতকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২১ নভেম্বর) জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ নভেম্বর) বিকালে তাকে ২০-বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তি হলেন, ফরিদপুর জেলার মধুখালি
উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে নেপাল দাস (৩৫)। তিনি জয়পুরহাট ২০ বিজিবির
সিপাহী ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত
১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি
সদস্য হিসেবে তাকে হাসপাতালের রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় নেপাল দাস (৩৫) নামে জয়পুরহাট
২০ বিজিবি সদস্যকে। রাতভর জানা না গেলেও পরদিন সকালে জানা যায় তাকে গুলি করে খুন করা
হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে তাকে ২০ বিজিবির নিকট হস্তান্তর করা হয়। পরে জয়পুরহাট সদর
থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার
মেজর মোস্তফা জামান, নেপালকে গুলি করে খুনের পর পালিয়ে যায় সিপাহি হযরত। গত ১৯ নভেম্বর
রাতে দিনাজপুর জেলার পার্বতীপুর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
পরে জয়পুরহাট ২০ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি
দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নেপাল দাসকে হযরত কি কারণে গুলি করে
খুন করেছে এবং গ্রেপ্তারকৃত বিজিবি সদস্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে
কিছু জানাতে পারেনি জয়পুরহাট র্যাব-৫ কোম্পানি কমান্ডার।