
শেরপুরের ঝিনাইগাতীতে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লেবিসন চিরান (৩৩) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার
(২১ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লেবিসন চিরান
একই গ্রামের মৃত উকিন্দ্র মারাকের ছেলে।
জানা গেছে, বিকেলে
লেবিসন চিরান নিজ বাড়ির পাশের সবজি ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট
হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করলে কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন
করে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।