সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, সুনামগঞ্জ-১ আসনে মাত্র সাড়ে ১১ কিলোমিটার সড়ক থেকে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক পাকা হয়েছে। ধর্মপাশা এবং জামালগঞ্জের মধ্যে সেতুবন্ধনের জন্য ইতিমধ্যে সাড়ে ৫০০ কোটি টাকার টেন্ডার করতে পেরেছি। সাড়ে ১৪ কিলোমিটার উড়াল সড়কের নির্মাণের মাধ্যমে ধর্মপাশা-সুনামগঞ্জের সংযোগ দিতে পারবো ইনশাআল্লাহ।
শনিবার দুপুর ২টায় সুনামগেঞ্জর ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারণায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাওরের ফসলরক্ষায় বেড়িবাঁধ নির্মাণ, কজওয়ে নির্মাণসহ বিভিন্ন প্রকল্প চালু আছে। পদ্মা সেতু সাড়ে ছয় কিলোমিটার, আর আমাদের হাওরে সাড়ে চৌদ্দ কিলোমিটার উড়াল সড়ক হচ্ছে। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে। আমরা ধর্মপাশা থেকে রেললাইনে সুনামগঞ্জ যাওয়ার স্বপ্ন দেখছি। আশা করি আগামীতে জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পুরণ করবেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলি।শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে তিন বার মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের হাতে নৌকা তুলে দিয়েছি। আপনারা নৌকাকে সমর্থন দিয়েছেন। পাগলের মতো ভালবেসে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। আমাদের মৎস্য গবেষণা ইন্সটিটিউটসহ অন্যান্য কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাত্বতা পোষণ করেছেন।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।