
জাতির জনক জাতিকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন তার কন্যা শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী থাকায় তলা বিহীন ঝুড়ি থেকে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশে আজ উন্নয়ন হচ্ছে। জাতির জনক জাতিকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন তার কন্যা শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী থাকায় তলা বিহীন ঝুড়ি থেকে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
মন্ত্রী শুক্রবার উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধনকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, সপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় এটা বাস্তবে পরিণত হয়েছে। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের সাথে গোটা দেশের যে নেটওয়ার্ক তৈরি হবে তার সুবাতাস বইতে শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করবে। তাদের বিষয়ে আওয়ামীলীগ ও সব অঙ্গ সহযোগী সংঘঠনের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরী হিসেবে সর্বদা সজাগ থাকতে হবে।
সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন অসীমের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তৃতা করেন বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, ঢাকার ট্যাক্সেস বার এসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া খান স্বপন, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, সাইফুল ইসলাম শাহীন, বালিহারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুজ্জামান প্রমুখ।