
সাভারের কেন্দ্রীয়
গো প্রজনন ও দুগ্ধ খামারে, কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুন স্থানান্তর
প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় টোটাল মিক্সড রেশন (টিএমআর) এর শুভ উদ্বোধন
করা হয়েছে।
বৃহস্পতিবার
(১৯ জানুয়ারি) সকাল দশটায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম
রেজাউল করিম এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে, নবনির্মিত টিএমআর এর ভিত্তিপ্রস্থ
ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা
ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডঃ নাহিদ রশিদ।
এসময় মৎস্য
ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি মহোদয় টিএমআর প্ল্যান্টের
যন্ত্র আনুষ্ঠানিক ভাবে সুইচ চেপে চালু করেন এবং খাদ্য উৎপাদন কর্মকাণ্ড ও প্ল্যান্ট
ঘুরে পরিদর্শন করেন।
টোটাল মিক্সড
রেশন বা টিএমআর এর মাধ্যমে গবাদি পশুর জন্য স্থানীয়ভাবে প্রাপ্ত আশ ও দানাদার জাতীয়
খাদ্য আনুপাতিক হারে মিশ্রণ করে পশুর খাদ্য উৎপাদন করা হয়। টিএমআর প্লান্টে সম্পূর্ণ
অটোমেটিক পদ্ধতিতে খর ও দানাদার খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে পশু খাদ্য উৎপাদন করা হবে।
উৎপাদিত গো খাদ্য নরমাল গো খাদ্যের তুলনায় শতকরা ১০ থেকে ১৫ ভাগ পর্যন্ত বেশি সুস্বাদু
ও সুপাচ্য হয়ে থাকে। বাংলাদেশে এই প্রথম দেশের প্রান্তিক খামার মালিকদের গো খাদ্যের
সমস্যার কথা মাথায় রেখে, সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জার্মান
প্রযুক্তি ব্যবহার করে এই গো খাদ্য তৈরি কারখানা টিএমআর প্লান্টের স্থাপন করেছেন।
উদ্বোধন কার্যক্রম
শেষে প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় শ ম রেজাউল করি বলেন, 'বাংলাদেশে একটি অভূতপূর্ব
বিপ্লব সাধিত হয়েছে আজ। এত বেশি প্রাণিসম্পদের উৎপাদন বাংলাদেশের ইতিহাসে এর আগে কল্পনাও
করা যায়নি। দেশনেত্রী শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতা ও বেসরকারি উদ্যোগ সহ সবাই মিলে
এটা আমরা করেছি। প্রাণীর জন্য পুষ্টিকর খাদ্য চাহিদা সবচেয়ে লক্ষণীয়, বিদেশ থেকে
সকল খাবার আমদানি করতে গেলে যেমন বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে এ জাতীয়
খাবার আনতে গিয়েও আন্তর্জাতিকভাবে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। যার ফলে আমাদের এই
সেক্টরে অনেক ক্ষতিকর অবস্থার সৃষ্টি হয়। তাই আমাদের সরকার চিন্তা করেছে দেশের অভ্যন্তরে
কি করে প্রাণীদের পরিপূর্ণ গো খাদ্য তৈরি করা যায়। সেই লক্ষ্যেই জার্মানি মিশনারিজ
ও তাদের প্রযুক্তি নিয়ে আমরা শুরু করলাম। আমাদের বিশ্বাস আমাদের বিদেশ নির্ভর হতে
হবে না। প্রাণীর জন্য যত পুষ্টিগুণ সম্ভবত ও সকল প্রকার খাবার দরকার তার সূচনা হলো
আজ বাংলাদেশে। কেন্দ্র হতে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেব ফলে প্রাণী সম্পদের যে গুণগত
উন্নয়ন তা বৃদ্ধি পাবে'।
অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহাবুবুল হক, বিএলআরআই মহাপরিচালক
ড. মোঃ জাহাঙ্গীর আলম, এআইইটি প্রকল্পের পরিচালক ডা. মোঃ জসিম উদ্দিন।
আনন্দঘন পরিবেশে
অনুষ্ঠানের সভাপতি, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হকের সংক্ষিপ্ত
বক্তব্যে ও দোয়ার মাধ্য দিয়ে টোটাল মিক্সট রেশন বা টিএমআর প্ল্যান্ট এর শুভ উদ্বোধন
অনুষ্ঠানের সম্পন্ন করা হয়।