সাভারে একটি ফ্লাট বাসা থেকে একই পরিবারের
৩ জনের লাশ উদ্ধার করা হয়। এ সময় স্ত্রী সন্তানকে একটি কক্ষে ও অন্য কক্ষে স্বামীকে
হাত পা বাঁধা ও জবাই করা অবস্থায় পাওয়া যায়।
৩০ সেপ্টেম্বর শনিবার রাত ১০টায় আশুলিয়া
থানার ইউনিক ফকির বাড়ি মোড় এলাকায় তালতলা মসজিদের বিপরীতে মেহেদী হাসানের বাড়ির
চারতলার ফ্লাট বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এসময় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে
পড়ে।
উদ্ধার হওয়া পুরুষের নাম বাবুল হোসেন
ও স্ত্রী আয়েশা ক্লথিং গার্মেন্টস এর সুইং অপারেটর মোছাঃ সাহিদা এবং তাদের ছেলে জয়
(১২)। তারা প্রায় ১৩ বছর ধরে একই ফ্লাটে ভাড়া থাকতো।
বাড়ির মালিক মেহেদী হাসান আজকের দর্পণকে
বলেন, এই ভাড়াটিয়া আমার এখানে প্রায় ১২/১৩ বছর ধরে আছে, তারা স্বামী-স্ত্রী দুজনই
জিলানি বাজারে গার্মেন্টসে চাকরি করতো আর বাসায় তাদের শুধু ছেলে থাকতো। তাদের আচরণে
খারাপ দেখিনি, খুব ভালো ছেলে ছিল। তাদের বাড়ি জানতাম উত্তর বঙ্গে।
পাশের ফ্লাটের ভাঢড়াটিয়া আফরোজা বেগম
বলেন, প্রায় তাদের দরজা বন্ধ থাকতো, তাদের সাথে আমার কোন পরিচয় নেই। আজকে সকালে মানুষজন
দুর্গন্ধ পেয়ে তাদের দরজা খুলে, এরপর জানতে পারি তাদের কেউ হত্যা করেছে।
অপর ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী আঁখি
বলেন, তারা অনেক বছর ধরে ভাড়া আছে তেমন কোন সমস্যা দেখি নাই, তারা স্বামী-স্ত্রী দুজনই
গার্মেন্টসে চাকরি করতো আর ছেলেটি পড়াশোনা করতো। আর কিছু দিন আগে বাচ্চার জন্মদিনে
তাদের কিছু আত্বীয়স্বজন আসছিলো, তখন আমরাও গিয়েছিলাম। এতটুকুই আমরা জানি।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) জামাল
সিকদার বলেন, একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের
হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এখনও কারণ জানা সম্ভব হয়নি। বিস্তারিত পরবর্তীতে
জানা যাবে।