
সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে দুুই জন ইট ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই জন ভাটা শ্রমিক। আজ দুপুর ১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা বাইপাস সড়কের দেবনগর এলাকায় বিনেরপোতা থেকে দ্রুত বেগে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান ও বাইসাইকেলের উপর উল্টে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানে থাকা ভাটা শ্রমিক ফয়সালসহ ৩ জন ও বাইসাইকেল চালক সজিবসহ মোট ৪ জন গুরুতর আহত হন।
পরে ঘটনা স্থলেই ফয়সাল (৩১) নিহত হয়। ট্রাক চাপায় আহত সজিবের (২৮) শরীর থেকে ডান পা বিছিন্ন হয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃৃত্যু হয়। নিহত ফয়সাল সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের আবুল কালামের ছেলে ও নিহত সাইকেল চালক সজিবের বাড়ী একই উপজেলার মথুরাপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল মজিদ। আহত অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।