আজঃ বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩
শিরোনাম

সাতক্ষীরায় আজকের দর্পণের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ | ১৮৯০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

সাতক্ষীরা থেকে দিলীপ কুমার দেব, 

দৈনিক আজকের দর্পণ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু।

আজকের দর্পণ-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস, অধ্যক্ষ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, ডা. শেখ কুদরত-ই-খুদা; মো. তাসকিন আহমেদ চিশতী, মেয়র, সাতক্ষীরা পৌরসভা; মোঃ আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার, মোঃ সুজায়েত হোসেন, রিংকন বিশ্বাস, মীর নিজাম উদ্দীন আহম্মেদ, আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম, আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবি’র ডিআইও-থ্রি মোঃ বাবুল আক্তার।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল, সেলিম রেজা মুকুল, এবিএম মোস্তাফিজুর রহমান, এম. কামরুজ্জামান, আক্তরুজ্জামান বাচ্চু প্রমুখ।


আরও খবর