আজঃ সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

সারাদেশে সংখ্যালঘু সংগঠনের বিক্ষোভ সমাবেশ আজ

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠন আজ রোববার সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে।

গতকাল শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অনতিবিলম্বে সাম্প্রদায়িক হামলা বন্ধ ও হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার, বিচার ও হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং বাস্তুহারাদের জায়গাজমি ফিরিয়ে দেওয়ার সরকারি পদক্ষেপ নেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচিতে আজ বেলা ৩টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।


আরও খবর



মাধবদীতে আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর ৩৫ দিন পর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

Image

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয় মাদরাসা শিক্ষার্থী মো. সুমন রহমান অনিক (২১)। গত মাসের ১৮ জুলাই মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে আন্দোলনে অংশ নেন তিনি। এ সময়ে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হোন তিনি।

দীর্ঘ ৩৫দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (২৩ আগস্ট) মারা যান সুমন। পরে একইদিন বাদজুম্মা নামাজে জানাযা শেষে নিজ এলাকান কবরস্থানে দাফন করা হয়।

নিহতের স্বজনরা জানান, কোটাসংস্কার আন্দোলনে গিয়ে গত ১৮ জুলাই পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। এ পর্যন্ত চারবার তার পেটে অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি তার পেটে ইনফেকশন হওয়ায় আবারও অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে নেওয়া হয় সুমনকে। সেখানেই আজ ভোর ৫টার দিকে না ফেরার দেশে চলে যান সুমন।

নিহত সুমন মাধবদী পৌর শহরের সিদ্দিক নগর মহল্লার মৃত হোসেন আলীর ছেলে এবং মাধবদীর জালপট্টি এমদাদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। দরিদ্র পরিবারে বাবা মারা যাওয়ার পর অসুস্থ মায়ের চিকিৎসা সেবাসহ ভাইদের সঙ্গে তরকারি বিক্রি করে সংসার চালাতো সুমন।

স্বজনরা আরও জানায়, সংকটাপন্ন সুমনকে দেখতে ঢাকা কুর্মিটোলা হাসপাতালের যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ শিক্ষার্থীরা। এ সময় তাদের পক্ষ থেকে জানানো হয় সুমনের অবস্থা সংকটাপন্ন, তার উন্নত চিকিৎসা দরকার।

এ ছাড়া আহত সুমনকে দেখতে হাসপাতালে যায়, বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি আহ্বায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকনসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। সুমনকে বাঁচাতে মাধবদী বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

কথা হলে নিহত সুমনের বড় ভাই মো. জুলহাস মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরানবাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হয় সুমন। ভাইকে বাঁচানো জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ, স্থানীয় নেতা-কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ভাই আমার সবাইকে কাঁদিয়ে চলে গেলো।

তিনি নিহত সুমনের জন্য দেশবাসির কাছে দোয়া চান। সেই সঙ্গে খুনীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ঢাকা কুর্মিটোলা হাসপাতাল সূত্র জানায়, নিহত সুমনের পেটে একাধিক অস্ত্রপাচার হয়েছে। একটি গুলি পিত্তথলির ভিতরে আটকে যায়। পরে পিত্তথলির কেটে ফেলে দেওয়া হয়। কিন্তু পেটে গুলির কারণে চামড়ায় সেলাই করলেই তা ছুটে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সুমনকে উন্নত চিকিৎসায় জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নিউজ ট্যাগ: নরসিংদী

আরও খবর
ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




ট্রাম্পকে সমর্থন দিলেন কেনেডি জুনিয়র

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট 20২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সমর্থক রবার্ট এফ কেনেডি জুনিয়র তার বিরোধী রাজনৈতিক দলের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সমাবেশের আয়োজন করেন। রবার্ট এফ কেনেডি জুনিয়র এতে যোগ দিয়ে সংবাদ সম্মেলনে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।

৭০ বছর বয়সী কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে প্রভাবশালী কেনেডি পরিবারের সদস্য। তার রাজনৈতিক জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে ডেমোক্রেটিক পার্টিতে। তবে এ দীর্ঘদিনের রাজনৈতিক সমর্থন ছেড়ে এবার রিপাবলিকান পার্টির ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

কেনেডি জুনিয়র বলেন, নির্বাচনে আমার জয় লাভের কোনো বাস্তবসম্মত উপায় আছে বলে আমি আর মনে করি না।

এ সময় তিনি ডেমোক্রেটিক পার্টির নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে বেছে নেয়ায় দলটির সমালোচনা করেন। তার মতে, প্রার্থিতার জন্য দলের প্রাইমারিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি কামালাকে। এর নিন্দা জানান এফ কেনেডি জুনিয়র।

ডেমোক্রেটিক দলের প্রতি নানা অসন্তোষের কথা জানিয়ে বলেন, এসব কারণেই আমি ট্রাম্পকে সমর্থন দেব।

এদিকে নানা জরিপে দেখা গেছেট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন কামালা।


আরও খবর
নিউইয়র্কে হতে পারে ইউনূস-শেহবাজ বৈঠক

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

মহেশখালীতে দেশীয় মদ তৈরীর কারখানা ধ্বংস করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন এর মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট।

অভিযানের সময় প্রায় ২০০ লিটার বিক্রয় উপযোগী মদ, ২ হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান রকম সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পরে এসব মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেওয়া হয়। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, মহেশখালীসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে নিয়মিত যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে আসছে নৌবাহিনী। এ ধারাবাহিকতায় মহেশখালীতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


আরও খবর
ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসী আটক

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

গত ৩১ জুলাই ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে  ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ। তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।


আরও খবর
আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী

সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪




৩৫ দেশের পর্যটকদের বিনামূল্যে ভিসা দেবে শ্রীলঙ্কা

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ভ্রমণ ডেস্ক

Image

চীন, ভারত ও রাশিয়াসহ ৩৫টি দেশের নাগরিকদের বিনামূল্যে পর্যটন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই বিষয়ে প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার (২২ আগস্ট) এ কথা বলেছেন। সংকটে থাকা অর্থনীতি পুনর্গঠন ও পর্যটন খাতে প্রবৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রিসভার মুখপাত্র ও পরিবহনমন্ত্রী বান্দুলা গুণবর্ধন বলেছেন, দ্রুত বর্ধনশীল পর্যটনখাতের সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেজন্য সরকার শ্রীলঙ্কাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো উন্মুক্ত ভিসার দেশে পরিণত করতে চলেছে।

প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের দেশটি সমুদ্র সৈকত, প্রাচীন মন্দির ও সুগন্ধী চায়ের জন্য বিখ্যাত। তবে করোনা মহামারি, তীব্র অর্থনৈতিক সংকট, ব্যাপক গণআন্দোলন ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতির কারণে এই খাতটি মুখ থুবড়ে পড়েছিল।

গুণবর্ধন আরও বলেন, ১ অক্টোবর থেকে শুরু হওয়া ৬ মাসের পাইলট প্রোগ্রামের আওতায় পর্যটকদের ৩০ দিনের ভিসা দেওয়া হবে।

বিনামূল্যে ভিসা সুবিধা পাওয়ার দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, চীন, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ইন্দোনেশিয়া, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান ও ফ্রান্স।

গত বছরের আগস্ট নাগাদ প্রায় ২০ লাখ পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। ২০১৯ সালের পর এই প্রথম দেশটি এত দর্শনার্থী পেয়েছিল। এ বছরের শেষ নাগাদ প্রায় ২৩ লাখ পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করবে বলে আশা করা যাচ্ছে।

শ্রীলঙ্কা উন্নয়ন কর্তৃপক্ষের জরিপে দেখা গেছে, দেশটিতে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত থেকে। সংখ্যাটি প্রায় আড়াই লাখ।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটি পর্যটন খাত থেকে চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। গত বছর একই সময়ে তাদের আয় ছিল প্রায় আটশ ৭৫ কোটি মার্কিন ডলার।


আরও খবর