আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

সারা রাত ২৮ কিমি হেঁটে কনের বাড়িতে বর

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ মার্চ ২০২৩ | ২৩০জন দেখেছেন
আন্তর্জাতিক ডেস্ক


Image

অভিনব কাজ করেছেন ভারতীয় এক বর। বিয়ে করার জন্য আত্মীয়-পরিজন নিয়ে পুরো রাত হেঁটে কনের বাড়িতে পৌঁছেছেন তিনি। ২৮ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বরসহ বরযাত্রীরা। গাড়িচালকদের ধর্মঘটের কারণে তারা এমন সিদ্ধান্ত নেন। ভারতের ওডিশায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।


বরের বাড়ি সেখানকার সুনাখান্ডি পঞ্চায়েতে। কনের দিবালাপুডু গ্রামে। মাঝের দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার। শুক্রবার সকালে তাদের বিয়ের লগ্ন নির্ধারিত ছিল।

বুধবার (১৫ মার্চ) থেকেই ওড়িশাজুড়ে গাড়ি চালকদের ধর্মঘট শুরু হয়েছে। বিমা, পেনশন, ওয়েলফেয়ার বোর্ড গঠনসহ একাধিক দাবিতেই বাণিজ্যিক গাড়ির চালকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন। তবে এরইমধ্যে শুক্রবার (১৭ মার্চ) রাজ্য সরকারের প্রতিরশ্রুতিতে এই ধর্মঘট ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

 

নিউজ ট্যাগ: বিয়ে বরযাত্রী

আরও খবর