আজঃ সোমবার ২০ মে ২০24
শিরোনাম

সারা দেশে ১৮ ভোটকেন্দ্রে আগুন

প্রকাশিত:রবিবার ০৭ জানুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ জানুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ সময়ে সারা দেশে সহিংসতা ব্যাপক আকারে ঘটেছে। গত ২৪ ঘণ্টায় ১২ জেলায় ১৮টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কেন্দ্র স্থাপন স্থাপন করা হয়েছিল। এর বাইরে আরও ৬ জেলায় সহিংসতা ঘটেছে। ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কুমিল্লায় ছাত্রদলের তিন নেতা ও ময়মনসিংহের নান্দাইলে ৩ যুবককে আটক করা হয়। বরিশাল-৪ (হিজলা-গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের (ঈগল) অনুসারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সমর্থক সাহাবুদ্দিনের দুই হাতের রগ কাটার অভিযোগ উঠেছে।

শিবপুরে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী ক্যাম্প ও সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো প্রধান, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

নরসিংদী : শিবপুরে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী ক্যাম্প ও বাড়িঘরে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ জন আহত হন। গতকাল বিকাল ৪টার দিকে এ হামলা চালানো হয়। প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা অভিযোগ করেন, বিকালে তার সমর্থক আফজাল, মুক্তার মেম্বার ও নাসির মেম্বার এবং লতিফের বাড়িতে নৌকার কর্মীরা হামলা চালায়। আহত ১০ জনের মধ্যে মেরাজ উদ্দিন ভূইয়াকে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে প্রেরণ করেন।

স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানান, বিকালে তিন-চারটি মাইক্রোবাসে শিমুলিয়া বাজারে সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। একই সময় দুলালপুর ইউনিয়নের লাখপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নাসির উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। সহকারী রিটানিং কর্মকর্তা শাহ্ মো. সজীব বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুর : ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলা হয়েছে। শনিবার বিকালে চর মাধবদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার স্বতন্ত্র প্রার্থী একে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছিলেন। শনিবার বিকালে তিনি তার নিজ ইউনিয়ন চর মাধবদিয়া আলিমউদ্দিন ডাঙ্গী গেলে তার ওপরে চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে হামলা হয়। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল : বরিশাল-৪ (হিজলা-গৌরনদী) আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের (ঈগল) অনুসারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সমর্থক সাহাবুদ্দিনের দুই হাতের রগ কাটার অভিযোগ উঠেছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইউসুফ মিয়া নামে আরেক কর্মী। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাওয়ার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা জানান, নির্বাচনে তারা নৌকার প্রার্থী (আদালতে স্থগিত) শাম্মি আহমেদের পক্ষে এতদিন কাজ করছিলেন। শাম্মি আহমেদ নির্বাচনে আসতে না পারায় তাদের পঙ্কজ দেবনাথের সমর্থক-অনুসারীরা ঈগলের পক্ষে কাজ করতে বলেন। সেভাবে তারা কাজ করেনি। শুক্রবার রাত ৮টার দিকে শাওয়ার বাজার থেকে নিজ বাড়ি ফেরছিলেন। পথে ঈগলের কর্মীরা তাদের ওপর আক্রমণ করে হাতের রগ কেটে দেয়।

রাজবাড়ী : রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের ওপর হামলার চেষ্টার অভিযোগে আবুল খায়ের নামে নৌকার এক কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন। আটক আবুল খায়ের কালুখালী উপজেলার পূর্বফুল কান্নাইর পশ্চিম পড়ার মালু মণ্ডলের ছেলে। স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক অভিযোগ করেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে আমার গাড়ির ওপর হামলার চেষ্টা করে জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেনের ছেলে সোহেল ও আবুল খায়েরসহ নৌকার প্রার্থী মো. জিল্লুল হাকিমের ১০ থেকে ১২ কর্মী।

খুলনা : ভোটের আগে খুলনার দুটি স্কুলে আগুন দেয় দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাতের পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। এর মধ্যে ডুমুরিয়া উপজেলায় ভোটকেন্দ্র ভেবে একটি স্কুলে আগুন দেওয়া হয়। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে গেছে। অপরদিকে রূপসায়ও একটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

নেত্রকোনা : নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের কেন্দুয়া উপজেলায় চারটি ভোটকেন্দ্রে (প্রাথমিক বিদ্যালয়) আগুন দেয় দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত একটার দিকে চারটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে এক বিদ্যালয়ের একটি দরজা আংশিক পুড়ে গেছে। যে চারটি কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, সেগুলো হলো সান্দিকোনা ইউনিয়নের ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম মিঞা তিনটি কেন্দ্রে আগুন দেওয়ার কথা নিশ্চিত করেছেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, কেন্দ্রগুলোয় গ্রাম পুলিশের সদস্যরা পাহারায় ছিলেন। তারা ও স্থানীয় লোকজন মিলে আগুন নিভিয়ে ফেলেছেন। এতে দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি দরজা আংশিক পুড়ে গেলেও ভোটগ্রহণে কোনো অসুবিধা হবে না।

শেরপুর : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে শনিবার সকালে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোটগ্রহণের ঠিক আগের দিন এমন ঘটনা নাশকতা কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন, সকালে বিদ্যালয়ের পাশে মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন তিনি। নামাজ শেষে আগুন লাগার কথা শুনে বের হয়ে দেখেন, বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান।

ধর্মপাশা (সুনামগঞ্জ) : ধর্মপাশায় পৃথক তিনটি স্থানে খড়ের গাদায় এবং মধ্যনগরে একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত শুক্রবার রাত ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ধর্মপাশা-বাদশাগঞ্জ সড়কের পাশে মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে পৃথক তিনটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বত্তরা। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে রাত ৩টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।

হবিগঞ্জ : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের একটি ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামস্থ ধলাই পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা আগুন দেয়। এটি নির্বাচনের ৮৪ নম্বর কেন্দ্র হিসেবে ভোটগ্রহণের কথা রয়েছে। চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মানিকুজ্জামান জানান, ১২-০৫ মিনিটের দিকে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে প্রায় সোয়া ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগে তিনটি কক্ষ, বেঞ্চ, ডেস্ক, চেয়ার, টেবিল, কাঠের দরজা-জানালা ও টিনের চালা পুড়ে যায়।

গাজীপুর : গাজীপুর মহানগরের ওয়্যারলেস গেট এলাকায় টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দুর্বৃত্তরা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে বলে জানায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আগুনে টিএন্ডটি হাইস্কুলের শ্রেণি ও অফিসকক্ষসহ ৯টি কক্ষ এবং কক্ষে থাকা কম্পিউটার-টিভি ছাড়াও বইপত্রসহ বিভিন্ন মালামাল এবং পূর্ব চান্দনা ও বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলমারিতে থাকা বইপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

গফরগাঁও (ময়মনসিংহ) : গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশীপাড়া গ্রামে শনিবার ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় প্রাথমিক বিদ্যালয়ের ৪টি কক্ষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত। ওই কেন্দ্রের ৫০ গজ দূরে পেট্রলের একটি খালি বোতল উদ্ধার করে পুলিশ। ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, নির্বাচনবিরোধী নাশকতা মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

শরীয়তপুর : নড়িয়া উপজেলার চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় ক্ষয়ক্ষতি হয়, তিনটি বেঞ্চ পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার (প্রতীক ঈগল) নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে কে বা কারা উক্ত কেন্দ্রে আগুন দেয়। এতে বিদ্যালয়ের নিচতলার সব আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভোটকেন্দ্রের আশপাশের এলাকার জনমনে আতংক বিরাজ করছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমর্থকরা অভিযোগ করেন, মূলত নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতের লোকজন এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। প্রিসাইডিং অফিসারস মো. মর্তুজ আলী বলেন, দুর্বৃত্তদের আগুনে কেন্দ্রটি পুড়ে গেছে। পাশের আরেকটি নতুন ভবন রয়েছে। সেখানেই ভোটগ্রহণ করা হবে।

কক্সবাজার : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের পেকুয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও তার সমর্থকদের হামলায় কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কার এক সমর্থক গুরুতর আহত হন। গত শুক্রবার রাতে পেকুয়া বাজারের নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম অভিযোগ করেন, শুক্রবার রাতে প্রার্থী তুহিন ও তার কয়েকজন সহযোগী পেকুয়া বাজারে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। এ সময় হাতঘড়ির কর্মী মোহাম্মদ বাহাদুর ও তার কয়েকজন সহকর্মী মার্কেট থেকে হাতঘড়ি মার্কার টি-শার্ট গায়ে দিয়ে আসছিলেন। তখন বাহাদুরকে আটক করে মার্কেটের ছাদে নিয়ে গিয়ে বেদম মারধর করে ছাদ থেকে ফেলে দেন তুহিন ও তার সহযোগীরা। বাহাদুরকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা : কুমিল্লায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও নগরীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ককটেল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে কুমিল্লা মহানগরীর বিসিক মোড় এলাকার চেম্বার অব কমার্সের অফিসের সামনে দুষ্কৃতকারীরা মোটরসাইকেল যোগে এসে ৩টি ককটেল চার্জ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ২টি ককটেল বিস্ফোরিত হয়। অপর তাজা ককটেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশের ধাওয়ায় দুষ্কৃতকারীরা নম্বরবিহীন অন টেস্ট লেখা মোটরসাইকেলটি ফেলে যায়। এটির মালিক আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউছার। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে নাজমুল হাসান কাউছার, তার সঙ্গী নগরীর চাঁনপুরের শাকিল ওরফে সাক্কু এবং সাইমনকে আটক করা হয়। পুলিশ সুপার আবদুল মান্নান জানান, আটকরা জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নোমানের নেতৃত্বে কাউছারসহ কয়েকজন অশোকতলা গ্রামের বিসিক মোড় চেম্বার অব কমার্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

একই রাতে কাউছার, শাকিল ওরফে সাক্কু ও সাইমন চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে আগুন লাগিয়ে ভিডিও ধারণ করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদের মোবাইলে পাঠায়।

পটুয়াখালী : পটুয়াখালীতে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি কক্ষের কিছু বেঞ্চ পুড়ে যায়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় সাধারণ ডায়রি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি। পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম এবং পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মিরসরাই (চট্টগ্রাম) : চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ঈগল প্রতীকের এক এজেন্ট ও দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রাম ও ওচমানপুরে ইউনিয়নে শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে । আহতরা হলেন এজেন্ট শরিফ উদ্দিন, সমর্থক শহীদুল ইসলাম ও পলাশ মল্লিক। এ সময় নির্বাচনী এজেন্ট কার্ড ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা : কালিগঞ্জ থানা এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যায় ওই ক্যাম্প ও পাশের দুটো ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটে শনিবার ভোরে। খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এসএম আতাউল হক দোলনসহ তার নেতাকর্মীরা দুপুর ১টার দিকে ঘটনাস্থলে আসেন। এসএম আতাউল হক দোলন বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে তার অন্যতম নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনএমের নোঙর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার ইন্ধনে এই ক্যাম্পে আগুন দেওয়া হয়।

১৬ ঘণ্টায় ট্রেনসহ ১৪ আগুন, নিহত ৪ : দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিনও সারাদেশে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে  শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ট্রেনসহ ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ১টি বৌদ্ধ মন্দির ও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। নিহতরা সবাই বেনাপোল এক্সপেস ট্রেনের আগুনে দগ্ধ হয়েছিলেন। শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তথ্যানুযায়ী, গত ১৬ ঘণ্টায় ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগে ৪টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২টি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ও ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি কোচ), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ডভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠান পুড়েছে। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জনবল কাজ করে।


আরও খবর



ফিলিস্তিনের পতাকা হাতে জবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত:সোমবার ০৬ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৬ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Image

ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এসময় মিছিলের নেতৃত্ব দেন জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আখতার হোসাইন।

সোমবার (৬ মে) বেলা ১১ টা ৪৫ মিনিটে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু "স্লোগান দিয়ে জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী মিছিলটি শুরু করেন।

গাজায় যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে “স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক” “গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো” ; “ছাত্রলীগের এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন” স্লোগানে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ মিছিলটি।

মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে এসে ভিসি ভবনের সামনে শেষ হয়। মিছিল শেষে ভিসি ভবন চত্বরে বক্তব্য রাখেন জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি।

সাধারণ সম্পাদক আখতার হোসাইন বলেন, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে তাদের বিরুদ্ধে অবস্থান করবে বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বতার সাথে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী ইসরায়েল এর তুলনা করে গাজায় ইসরায়েল নৃশংসতা তুলে ধরেন। এসময় তিনি গাজায় চালানো ভয়াবহ গণহত্যার জন্য ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ধর্ম হচ্ছে আবেগের জায়গা যে এখানে হাত দিবে তাকে ছাড় দেওয়া হবেনা। গাজা যুদ্ধে ইন্ধনদাতা সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসে গেছে। এসময় তিনি বলেন যার যার ধর্ম সে সে পালন করবে, কেউ ধর্ম নিয়ে খেলা করলে তাকে পুঁতে দেয়া হবে।


আরও খবর
একাদশের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ১৬ মে ২০২৪




দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু

প্রকাশিত:বুধবার ০১ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ০১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

Image

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে ফের ইলিশ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। এদিন মধ্যরাতে চাঁদপুরের চরভৈরবী থেকে ষাটনল পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় বিচরণ করছেন প্রায় অর্ধলক্ষাধিক জেলে। যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবার ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই জেলেরা জাল, নৌকা ও ট্রলার নিয়ে ইলিশসহ অন্য মাছ শিকারে প্রস্তুতি নেন।

জেলা মৎস্য অফিস জানিয়েছে, এবার ৫৭৫টি অভিযান, ১২৮টি মোবাইল কোর্ট, ৩৩৪ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া, প্রায় ৫৩ দশমিক ৯১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এদিকে, ৩ দশমিক ৪১৬ মেট্রিক টন জাটকা আটক করে দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। আর জরিমানা আদায় করা হয়েছে ছয় লাখ ৫০৫ টাকা।

নৌ পুলিশ জানিয়েছে, নিষেধাজ্ঞার সময় ১ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ইলিশ অভয়াশ্রমে অভিযান চালিয়ে ১৯ কোটি ১৩ লাখ মিটার অবৈধ জাল, ১৭ হাজার ৮১৯ কেজি মাছ, ২৪৪টি নৌকাসহ এক হাজার ১১৩ জনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলার নৌ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ১৭০টি নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া ২২৬ আসামিকে ৪৮টি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২১৩ জনকে ছয় লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি ৪০ কেজি করে চার কিস্তিতে মোট ১৬০ কেজি চাল সহায়তা দেওয়া হয়েছে। ফলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও জেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা ছয় লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। তাছাড়া অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে।

দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাসের কর্মসূচি ঘোষণা করে। এই নির্দিষ্ট সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হয়ে আসছে।


আরও খবর



৯ মাসে শতাধিক অটোরিকশা ছিনতাই করে চক্রটি : হায়াতুল ইসলাম

প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর বনশ্রী এলাকা থেকে চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক নিহতের ঘটনায় একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রামপুরা থানা পুলিশ।

গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে আপডাউন যাতায়াতের কথা বলে চালক শাহ আলম মিয়ার রিকশা ভাড়া করে চক্রটি। পরে মাঝপথে কৌশলে রিকশা ছিনতাই করে নিয়ে নেয় চক্রটি।

গ্রেপ্তাররা হলেন- ছিনতাই চক্রের হোতা মো. শরীফুল ইসলাম (৩২) ও তার অন্যতম সহযোগী চান্দু (৪০) এবং চোরাই রিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ফুল মিয়া (৫৯) ও মো. আল আমিন (৩৮)। এসময় তাদের কাছ থেকে ৭টি চোরাই রিকশা উদ্ধার করা হয়। গত ৪ মে রাজধানীর মুগদা মানিক নগর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৫ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম।

হায়াতুল ইসলাম বলেন, ঘুমের ঔষধ খাইয়ে অটোরিকশা ছিনতাই করে চক্রের হোতা শরীফুল ইসলাম। সে পেশায় কাভার্ডভ্যান চালক। ৯ মাস আগে তিনি যে কাভার্ডভ্যান চালাতেন সেটি মালিক বিক্রি করে দেওয়ায় বেকার হয়ে যায়। এরপর একজনের মাধ্যমে অটোরিকশা চুরি শেখে। তারা প্রতি সপ্তাহে অন্তত ৪টি রিকশা ছিনতাই করত। এরই ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে রামপুরার বনশ্রী এলাকা থেকে অটোরিকশা চালক শাহা আলমের (নিহত) রিকশায় দুজন যাত্রী ওঠে। পরে পথে তাকে অজ্ঞান করে রিকশাটি নিয়ে যায় চক্রটির সদস্যরা।

শাহা আলমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল মারা যায় সে। এ ঘটনায় নিহতের ছেলে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে বনশ্রী ও খিলগাঁও এলাকার শতাধিক সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এ বিশ্লেষণ করে অজ্ঞান পার্টির হোতা শরীফুল ইসলাম ও তার সহযোগী চান্দু, শাহাবুদ্দিনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (৪ মে) রাতে মুগদা থানার মানিক নগর এলাকা অভিযান চালিয়ে শরীফুল ও চান্দুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২টি চেতনানাশক ট্যাবলেট ও একটি অটো রিকশা উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত ফুল মিয়া ও আল আমিনকে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭টি চোরাই অটো রিকশা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শরীফুল প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে, সে গত ৯ মাসে শতাধিক রিকশা চুরি করেছে। এমন কি শাহা আলমের রিকশা ছিনতাই করার পরেও অন্তত ৯টি অটো রিকশা ছিনতাই করেছে। এই সকল রিকশা তারা ফুল মিয়া ও অপর একটি চক্রের কাছে বিক্রি করত।


আরও খবর



পেপসি, কোকাকোলা বয়কটের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে ‘প্যালেস্টাইন কোলা’

প্রকাশিত:সোমবার ১৩ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

চলমান হামাস-ইসরায়েল যুদ্ধে গাজায় নির্বিচারে গণহত্যার গুরুতর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীজুড়ে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব বয়সের মানুষ সমর্থন দিয়েছে ফিলিস্তিনের মানুষদের। এমনটাই দেখা যাচ্ছে বিগত মাসগুলোতে। সেই সাথে অভিযুক্ত দেশটির তৈরি বিভিন্ন পণ্য বয়কট শুরু হয় বিশ্বজুড়ে। ইসরায়েল কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কট করছে মানুষ।

এ অবস্থায় কোকাকোলা ও পেপসির বিকল্প হিসেবে প্যালেস্টাইন কোলা নামে আরেকটি পানীয় বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ তিন ভাই এই ব্র্যান্ডটির মালিক। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চার-পাঁচ মাস আগেও পেপসি ও কোকা-কোলার বিকল্প তৈরি করা রীতিমত অসম্ভব ছিল। কারণ- বাজারে এই দুই পানীয়র চাহিদা প্রচুর। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ায়, পানীয়টি বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যেই বিপুল মুনাফা পান তারা। দুই মাসের মধ্যে বিক্রি প্রায় চার মিলিয়ন ক্যান পৌঁছেছে।

নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগত জানিয়েছিলেন। প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা কুড়ায়। এর মধ্যে ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপাইয়ের ডাল ও কেফিয়াহর নকশা দেখা যায়। আর ক্যানটিতে সবার জন্য স্বাধীনতা বার্তা লেখা আছে ।


আরও খবর



বাংলাদেশকে ১২৫ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অতিথিদের হাত খুলে ব্যাট করতে দেয়নি বাংলাদেশ। পেস-স্পিনের ইন্দ্রজালে জিম্বাবুয়েকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে অল্পতেই আটকে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অভিজ্ঞ ক্রেইগ এরভিনকে হারায় জিম্বাবুয়ে। শেখ মেহেদীর বল হালকা টার্ন করে আঘাত হানে স্টাম্পে। রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাকে।

এর আগে অবশ্য প্রথম ওভারে শরিফুল ইসলামকে দুইবার সীমানার ওপারে পাঠিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন এই ম্যাচ দিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে অভিষিক্ত ওপেনার জয়লর্ড গামবি।

নিজের দ্বিতীয় ওভারেও মার খেতে হয় শরিফুলকে। তার প্রথম তিন বলে টানা তিন চার হাঁকান তিনে নামা ব্রায়ান বেনেট।

এরপরই শুরু জিম্বাবুয়ের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ৩৬ থেকে ৪১ এই ৫ রানের মধ্যেই ৬ উইকেট হাওয়া জিম্বাবুয়ের।

১৮ মাস পর জাতীয় দলে ফিরে সাইফউদ্দিন তুলে নেন ওপেনার গামবির (১৭) উইকেট। শেখ মেহেদীর করা পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফেরেন বেনেটও (১৬)। পরের বলে ক্রিজে এসেই শেখ মেহেদীর বলে স্লিপে লিটন দাসের হাতে ধরা পড়েন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাও (০)। রিভিউ নিতেও বাঁচতে পারেননি তিনি।

অভিজ্ঞ শন উইলিয়ামস আর রায়ান বার্লও রাজার মতোই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। এমন ব্যাটিং ধসে দিশেহারা জিম্বাবুয়ের হাল ধরেন ক্লাইভ মাদান্দে এবং ওয়েলিংটন মাসাকাদজা। শুরুটা একদম ধীরগতির হলেও ক্রমেই দুজন দ্রুত রান তোলায় মনোযোগী হন। অষ্টম উইকেটে তাদের গড়া ৭৫ রানের জুটি ভাঙেন তাসকিন। ব্লক হোলে বল ফেলে মাদান্দের প্রতিরোধের ইতি টানেন তিনি। ৩৯ বলে ৬ চারে ৪৩ রান আসে তার ব্যাটে। ৩৪ রান করেন মাসাকাদজা।

বাংলাদশের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন। দুই উইকেট যায় শেখ মেহেদীর ঝুলিতে।


আরও খবর