আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

শাহজালাল বিমানবন্দর ৬ ঘণ্টা বন্ধ থাকবে: আইএসপিআর

প্রকাশিত:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সোমবার (৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

এর আগে দুপুরে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ভাষণ দেন।

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এসেছিলেন। আমরা সুন্দর আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবো এবং এই সরকারের মাধ্যমে দেশের সব কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো। তার কাছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করে দেশ পরিচালনা করবো।

শেখ হাসিনার দেশ ছাড়ার খবরে লাখ লাখ মানুষ পথে নেমে এসেছে। সন্ধ্যায় আইএসপিআর থেকে বিমানবন্দর বন্ধের ঘোষণা দেওয়া হলো।


আরও খবর



মাধবদীতে আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর ৩৫ দিন পর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

Image

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয় মাদরাসা শিক্ষার্থী মো. সুমন রহমান অনিক (২১)। গত মাসের ১৮ জুলাই মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে আন্দোলনে অংশ নেন তিনি। এ সময়ে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হোন তিনি।

দীর্ঘ ৩৫দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (২৩ আগস্ট) মারা যান সুমন। পরে একইদিন বাদজুম্মা নামাজে জানাযা শেষে নিজ এলাকান কবরস্থানে দাফন করা হয়।

নিহতের স্বজনরা জানান, কোটাসংস্কার আন্দোলনে গিয়ে গত ১৮ জুলাই পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করে। এ পর্যন্ত চারবার তার পেটে অস্ত্রোপচার হয়েছে। সম্প্রতি তার পেটে ইনফেকশন হওয়ায় আবারও অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে নেওয়া হয় সুমনকে। সেখানেই আজ ভোর ৫টার দিকে না ফেরার দেশে চলে যান সুমন।

নিহত সুমন মাধবদী পৌর শহরের সিদ্দিক নগর মহল্লার মৃত হোসেন আলীর ছেলে এবং মাধবদীর জালপট্টি এমদাদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। দরিদ্র পরিবারে বাবা মারা যাওয়ার পর অসুস্থ মায়ের চিকিৎসা সেবাসহ ভাইদের সঙ্গে তরকারি বিক্রি করে সংসার চালাতো সুমন।

স্বজনরা আরও জানায়, সংকটাপন্ন সুমনকে দেখতে ঢাকা কুর্মিটোলা হাসপাতালের যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ শিক্ষার্থীরা। এ সময় তাদের পক্ষ থেকে জানানো হয় সুমনের অবস্থা সংকটাপন্ন, তার উন্নত চিকিৎসা দরকার।

এ ছাড়া আহত সুমনকে দেখতে হাসপাতালে যায়, বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি আহ্বায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকনসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। সুমনকে বাঁচাতে মাধবদী বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

কথা হলে নিহত সুমনের বড় ভাই মো. জুলহাস মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুরানবাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হয় সুমন। ভাইকে বাঁচানো জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ, স্থানীয় নেতা-কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু ভাই আমার সবাইকে কাঁদিয়ে চলে গেলো।

তিনি নিহত সুমনের জন্য দেশবাসির কাছে দোয়া চান। সেই সঙ্গে খুনীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

ঢাকা কুর্মিটোলা হাসপাতাল সূত্র জানায়, নিহত সুমনের পেটে একাধিক অস্ত্রপাচার হয়েছে। একটি গুলি পিত্তথলির ভিতরে আটকে যায়। পরে পিত্তথলির কেটে ফেলে দেওয়া হয়। কিন্তু পেটে গুলির কারণে চামড়ায় সেলাই করলেই তা ছুটে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সুমনকে উন্নত চিকিৎসায় জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নিউজ ট্যাগ: নরসিংদী

আরও খবর



উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
মোহাম্মদ ফারুক, কক্সবাজার

Image

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০-২০ জন সন্ত্রাসী রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আবদুল্লাহ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

অপরদিকে ২০ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীরা ঘর থেকে তুলে নিয়ে ইমাম হোসেন নামে একজনকে গুলি করে হত্যা করেন। তবে কে বা কারা সেটি করছে তা জানা যায়নি। এ মূহুর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর



নতুন রূপে আলিয়া ভাট

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর করণ জোহর পরিচালিত রকি আর রানি কি প্রেম কাহানি সিনেমা দিয়ে নতুন করে নজর কাড়েন আলিয়া।

এবার নতুন সিনেমার খবর দিলেন অভনেত্রী। পরিচালক করণ জোহরের সিনেমা জিগরায় দেখা যাবে আলিয়াকে, সঙ্গে আছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর হলে আসছে জিগরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্র জানায়, বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এতে দেখা গেছে, আলিয়ার বহু প্রতীক্ষিত জিগরা লুক।

সিনেমাটির পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে তুমি আমাকে রক্ষা করার জন্য আছ।

আরেকটি পোস্টারে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের ওপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতে ধারালো অস্ত্র। এ পোস্টারের ক্যাপশনে লেখাকাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম।

ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে জিগরা। জিগরা ছাড়াও আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায়। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

নিউজ ট্যাগ: আলিয়া ভাট

আরও খবর
কমলা হ্যারিসকে সমর্থন জানালেন টেলর সুইফট

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি এবং মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি এবং তৃষা মুনশিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে তাদেরকে তলব করে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাবেক মন্ত্রীর পরিবারের সদস্যদের হাজির হয়ে বক্তব্য নেওয়ার কথা রয়েছে। অন্যদিকে হত্যা মামলায় গ্রেপ্তার রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক এমপি ও মন্ত্রী টিপু মুনশিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। তবে কবে জিজ্ঞাসাবাদ করবে সেই তারিখ সম্পর্কে তথ্য জানা যায়নি।

এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সাবেক বাণিজ্যমন্ত্রীর পরিবারের বক্তব্য জানার জন্য অফিসিয়াল চিঠি দেওয়া হয়েছে। আজ তারা হাজির হলে তাদের বক্তব্য ও বেশকিছু নথিপত্র চাওয়া হবে। অন্যদিকে টিপু মুনশি যেহেতু কারাগারে রয়েছেন, যেকোনো দিন গিয়ে তার বক্তব্য নেওয়া হবে।

গত ২৮ আগস্ট রাতে গুলশানের এক ব্যবসায়ীর বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করে র‌্যাব। রংপুরের এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে।

২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার টিপু মুনশি নির্বাচিত হয়েছেন। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দাখিল করা হলফনামা অনুসারে তার সম্পদের মধ্য রয়েছে, নগদ ২ কোটি ৯০ হাজার ২৩৬ টাকা, বন্ড-শেয়ার-ঋণপত্রের ৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪০০ টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকান ইত্যাদি।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করবে। অনুসন্ধান টিম টিপু মুনশিসহ ১৩ সাবেক মন্ত্রী-এমপির দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে কাজ করছেন। বাকিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, ধর্মবিষয়ক সাবেক মন্ত্রী ফরিদুল হক খান, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি মহিববুর রহমান এবং নাটোর-১ আসনের সাবেক এমপি শহিদুল ইসলাম বকুল।


আরও খবর
দ্বিতীয় দফায় রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




মণিপুরে ফিরল ব্রডব্যান্ড ইন্টারনেট, এখনও বন্ধ মোবাইল ডেটা

প্রকাশিত:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে পাঁচ উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পুনরায় চালু হয়েছে। রাজধানী ইম্ফলে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার তিন দিন পর সেখানে এই পরিষেবা ফের চালু হলো। তবে মোবাইল ডেটা এখনও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেস্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, ইম্ফলে বিক্ষোভের কারণে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা স্থগিতাদেশের তিন দিন পর মণিপুর সরকার পাঁচটি উপত্যকা জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আবারও চালু করেছে। তবে মোবাইল ডেটা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হওয়া পাঁচটি জেলা হচ্ছে- ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, বিষ্ণুপুর এবং কাকচিং। কথিত ড্রোন হামলা এবং পরবর্তীতে এই অঞ্চলে বিক্ষোভ নিয়ে ভুল তথ্য সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিস্তার রোধ করার জন্য প্রাথমিকভাবে ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

মূলত পাঁচ দিনের জন্য নির্ধারিত এই নিষেধাজ্ঞাটি এখন আংশিকভাবে শিথিল করা হয়েছে। তবে মোবাইল ডেটা পরিষেবাগুলো এখনও স্থগিত রয়েছে।

সংবাদমাধ্যম বলছে, উপত্যকায় বসবাসকারী মেইতি সম্প্রদায় এবং পার্বত্য অঞ্চলে আধিপত্যকারী কুকি উপজাতিদের মধ্যে উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে। যার ফলে তাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষও হয়েছে। গত ১৬ মাস ধরে চলমান এই সংঘাতের কারণে ২২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। এছাড়া নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে মণিপুরে চলমান জাতিগত সংঘাত মোকাবিলায় দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। মণিপুর থেকে আসাম রাইফেলসের দুটি ব্যাটালিয়ন প্রত্যাহার করে নেওয়ার কয়েকদিন পর দেশটির কেন্দ্রীয় সরকার সহিংসতায় বিধ্বস্ত রাজ্যটিতে সিআরপিএফের ২ হাজার সদস্যের দুটি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

এছাড়া ভারতীয় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিআরপিএফের নতুন এই দুটি ইউনিটের সব কোম্পানিকে মণিপুরের বিভিন্ন অংশে ঘাঁটি স্থাপনের নির্দেশ দিয়েছে। প্রত্যেক ইউনিটে পাঁচ থেকে ছয়টি কোম্পানি রয়েছে। দুটি ব্যাটালিয়নে সিআরপিএফের প্রায় ২ হাজার জওয়ান ও কর্মকর্তা রয়েছেন।


আরও খবর
জিতলে ওভারটাইমে কর বাদ দেবেন ট্রাম্প

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪