আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

র‌্যাবের কঠোর নজরদারিতে দক্ষিণের চরাঞ্চলে

প্রকাশিত:বুধবার ০৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ০৯ নভেম্বর ২০২২ | অনলাইন সংস্করণ
Image

বরিশাল প্রতিনিধি:

নদী ও সমুদ্র ঘেরা দক্ষিণাঞ্চলের ১১টি জেলা থেকে জঙ্গিবাদের বীজ অস্কুরেই নিমূর্ল করাসহ জঙ্গিবাদমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। এজন্য র‌্যাব বাড়তি গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে দক্ষিণের কয়েকটি চরাঞ্চলে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্রমতে, দেশের ১৯ জেলা থেকে হিজরতের নামে নিরুদ্দেশ হওয়া ৫৫ জন তরুণের খোঁজে পার্বত্য অঞ্চলে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। যারমধ্যে কয়েকজন বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলায় প্রশিক্ষণ নেয় বলে র‌্যাব কর্মকর্তাদের জানিয়েছেন। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে জঙ্গি সংগঠন তাদের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে প্রশিক্ষণ দেয়াচ্ছিলো। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সশস্ত্র সংগ্রামের জন্য জঙ্গি মঞ্চ গঠনের চেষ্ঠা করছে।

সার্বিক বিষয়ে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, র‌্যাব-৮ প্রতিষ্ঠালগ্ন থেকেই দাপ্তরিক কর্মকান্ডের অংশ হিসেবে জঙ্গিবাদ নিমূর্লে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তাই জঙ্গিবাদ নিমূর্লে আমাদের কার্যক্রম সব সময় চলমান রয়েছে। দুটি উপায়ে এ কার্যক্রম পরিচালনা করা হয় উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা বলেন, জঙ্গিবাদ নিরোধে কিছু কার্যক্রম দৃশ্যমান হয়। আর কিছু কার্যক্রম গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি। জঙ্গিবাদ বিষয়টি অনেকটা গাছের মতো। বীজ থেকে অঙ্কুর হয়, সেটি বড় হয়, শাখা-প্রশাখা বাড়ে। তারপর তারা দৃশ্যত আক্রমণ করে।

র‌্যাব-৮ এর সদস্যরা সবসময় জঙ্গিবাদের বীজ অঙ্কুর থেকেই নির্মূল করার দাবি করে তিনি বলেন, যারা বিভিন্ন রকমের অপপ্রচেষ্টায় অন্যদেরকে জঙ্গি মতবাদে নেয়ার চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করে সেখান থেকেই র‌্যাব প্রতিহত করার জন্য কাজ করে আসছে। এ খারাপ পথে যেন কেউ না জড়িয়ে যায় সেদিকেই র‌্যাব সদস্যরা কাজ করছেন।

মাহমুদুল হাসান বলেন, বিভিন্ন এলাকার যেসব স্থান নির্জন যেখানে সাধারণ জনগণের যাতায়াত তুলনামূলক কম জঙ্গিবাদে বিশ্বাসীরা ওই সমস্ত জায়গা বেঁছে নেয়। র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ভোলার কয়েকটি চর এবং উপকূলের বিশেষ কিছু স্থান রয়েছে। এসব চরাঞ্চলে যেন এমন তৎপরতা চালাতে না পারে, সেজন্য ওইসব চরাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব সদস্যরা বিশেষ নজরদারিতে রেখেছেন। একইসাথে আইনের আওতায় আনার জন্য জঙ্গিবাদের মদদদাতাদের শনাক্ত করার কাজ করছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৮ এর অধিনায়ক আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বিশাল এলাকায় র‌্যাব বড় ধরনের অভিযান পরিচালনা করে ইতোমধ্যে জঙ্গিবাদে বিশ্বাসীদের আটক করতে সক্ষম হয়েছে। সার্বিকভাবে এখন পর্যন্ত নদী ও সমুদ্র ঘেরা বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকায় ও চরাঞ্চলে জঙ্গিবাদে বিশ্বাসীদের বিরুদ্ধে তৎপরতা চলমান রয়েছে। ফলে র‌্যাব-৮ এর দায়িত্বপূর্ণ এলাকাকে জঙ্গিবাদ থেকে মুক্ত রাখা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্রমতে, র‌্যাব-৮ এর কার্যক্রম বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুর জেলায় পরিচালনা করা হয়।

নিউজ ট্যাগ: বরিশাল র‌্যাব

আরও খবর



বরিশালে নৌকার প্রার্থী শাম্মীর মনোনয়ন বাতিল

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম দ্বিতীয় দিনের শুনানি শেষে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রার্থী হতে হলে দ্বৈত নাগরিকত্ব অগ্রহণযোগ্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া জেলার আরও ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন ৪৫ প্রার্থী। মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

জানা গেছে, বরিশাল-৪ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আসাদুজ্জামানের মনোনয়ন দল থেকে বাতিল করায় তার মনোনয়ন বাতিল হয়েছে। বরিশাল-১ আসনে জাকের পার্টির প্রার্থী রিয়াজ মোর্শেদ জামান খান হলফনামা দাখিল করেনি এবং তার দলীয় মনোনয়ন নেই। বরিশাল-২ আসনের জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ হলফনামার ৩শ টাকার কোর্ট ফি সংযুক্ত করেননি এবং দলীয় মনোনয়ন ঠিকভাবে পূরণ করেনি। একই আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মিরাজ খানের ঋণ খেলাপী থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলমের ঋণ খেলাপী, জাকির হোসেন খানের ঋণ খেলাপী ও ১ শতাংশ ভোটার সমর্থন সঠিক না পাওয়ায়, শাহরিয়ার মিঞার ১ শতাংশ ভোটার সমর্থন না পাওয়ায়, নূরে আলম সিকদারের ১ শতাংশ ভোটার সমর্থন না পাওয়ায় এবং হুমায়ূন কবিরকে তার দল বাংলাদেশ কংগ্রেস মনোনয়ন বাতিল করায় নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল করেছে।


আরও খবর



নভেম্বরে কারা হেফাজতে ১১ মৃত্যু: এমএসএফ

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সদ্য সমাপ্ত নভেম্বর মাসে কারা হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজনৈতিক সহিংসতার ৩৫টি ঘটনায় ২৬৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে সংগঠনটি বলছে, নভেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। পোশাক কারখানায় অসন্তোষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, ৪১টি মামলায় ১৬ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ মাসে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ১১৫টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৬৬৩ জনকে।

এ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশির ভাগই ডোবা, খাল, নদীতে ভাসমান, বস্তাবন্দি, মহাসড়কের পাশে, ব্রিজ ও রেললাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

নভেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ৪ জন। আহত হয়েছেন ২৬০ জন। এ সময়ে ৩০৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যার মধ্যে ধর্ষণের ঘটনা ৪৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ৮টি। এ মাসে ৮২ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। নভেম্বর মাসে ১৩টি গণপিটুনির ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

প্রতিবেদনে সংস্থাটি জানায়, এসময়ে অত্যন্ত উদ্বেগ-আতঙ্কের বিষয় ছিল হেলমেট ও মুখোশ পরে গুপ্ত হামলা ও হত্যার মতো ঘটনা।


আরও খবর



ফের অবরোধ কর্মসূচিতে ফিরলো বিএনপি

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

একদফা দাবি আদায়, সরকারের পতনের ডাক দিয়ে টানা অবরোধ কর্মসূচি পালন করছিল বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটি বাতিল চেয়ে গতকাল রোববার থেকে হরতালের ঘোষণা দেয় দলটি।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি শেষ হবে।

নতুন করে একতরফা তফসিলের প্রতিবাদে ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বাদ দিয়ে বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

সরকার পতনের ডাকে ষষ্ঠ দফায় অবরোধ পালন করবে বিএনপি। যুগপতে থাকা শরিকদেরও নতুন এ কর্মসূচির ব্যাপারে জানিয়ে দিয়েছে দলটি।

একটি সূত্র জানিয়েছে, শরিকদলগুলোও অল্প সময়ের মধ্যে তাদের কর্মসূচি ঘোষণা করবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ ও একদিনের হরতাল পালন করেছে বিএনপি ও তার মিত্ররা।

নিউজ ট্যাগ: বিএনপির অবরোধ

আরও খবর



শার্শা-বেনাপোলে শহীদের অনেক গণকবর সংরক্ষিত করা হয়নি আজও

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
এম এ রহিম, বেনাপোল (যশোর)

Image

অনেক সংগ্রাম রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন সবর্ভোমত্ব দেশ বাংলাদেশ। অবশেষে ডিসেম্বরে বীরের জাতির বিজয় অর্জিত হয়। ১৯৭১ সালের রণাঙ্গনের বিভিষিকাময় ইতিহাসের সেই স্মৃতি আজও কাঁদায়-ভুলতে পারেনি অনেকেই। সেদিনের কথা শুনে আঁতকে ওঠে অনেক। যশোরের শার্শা বেনাপোলের অনেক শহীদের গণকবরের সন্ধানও সংরক্ষিত করা হয়নি আজও।  

যশোরের সীমান্ত এলাকা বেনাপোল-শার্শা-কাশিপুরসহ সমগ্র যশোর এলাকায় চলে খুন-ধর্ষণ-অগ্নি -সংযোগ। চলে পুড়িয়ে নৃশংসহ হতাযজ্ঞ। পাক হানাদার বাহিনীর হাতে ব্রাশ ফায়ারে, জ্যান্ত পুতে ও নির্যাতন করে হত্যা করা হয়। বেনাপোল শার্শা নাভারন ও বাগআচড়া এলাকার নির্জন স্পটে দেওয়া হয় গণকবর। অনেক কবর সংরক্ষণ করা হলেও অধিকাংশ গণকবর চিহ্নিতসহ সংরক্ষণ করা হয়নি। বিজয়ের এ মাসে এসব গণকবর চিহ্নিত করে সংরক্ষণসহ স্মৃতিস্তম্ভ নির্মানের দাবী শিক্ষার্থী ব্যাবসায়িসহ স্থানীয়দের।

শিক্ষার্থী আরিফা খাতুন ও প্রভাষক আসাদুজামান আশা ও মরিরুজামান সোনা জানান, দেশ হয়েছে স্বাধীন, আমরা শান্তি, মুক্তি ও শক্তি পেয়েছি। তবে শহীদদের গণকবর সংরক্ষণ না হওয়ায় ব্যাতিত তারা।

বেনাপোল কাগজপুকুর নাভারন ও জামতলাসহ শার্শার কয়েকটা গণকবর সংরক্ষণ ও কাশিপুর পল্লীতে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের স্মৃতিসৌধের নির্মান হলেও এখন সীমান্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গণকবর। এসব সংরক্ষণের জোর দাবী জানান শিক্ষক ও দেশপ্রেমী মানুষেরা।

সরকারি বরাদ্ধ পেয়ে কাগজপুকুর, নাভারন, জামতলাও বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের স্মৃতি সৌধের নির্মান কাজ করা হয়েছে। আরো অনেক গণকবর চিহ্নিত করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলোকে সংরক্ষণের কাজ চলমান আছে বলে জানান উপজেলা প্রকোশলী এম এ মামুন।

নিউজ ট্যাগ: যশোর

আরও খবর



প্রশাসনে রদবদল

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

প্রশাসনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক পদে সুভাষ চন্দ্রকে (বাদল) আরও এক বছরের জন্য পুনরায় চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত মেজর জেনারেল মো: আশিকুজ্জামানকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা আদেশে অন্দ্রিয় স্কুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে ফটোগ্রাফার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো: রশীদ উন নবীকে সেনাবাহিনীতে এবং সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: মাজহারুল ইসলাম খানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম শফিকুর রহমানকে সেনাবাহিনীতে বদলি করে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে লে: কর্ণেল ইস্তেয়াগ আহম্মদ এবং লে: কর্ণেল মোহাম্মদ সারোয়ার হোসেনকে বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালে (বিউপি) সহযোগী অধ্যাপক হিসেবে যথাক্রমে ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ এবং ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনির্ভসিটির পরিচালক ক্যাপ্টেন এ. কে. এম আমিনুল অজীমকে প্রেষণাদেশ বাতিল করে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।


আরও খবর